আদর্শ কথোপকথনের রীতিনীতি - আদর্শ কথোপকথনকারী হওয়ার উপায়

প্রিয় পাঠক, ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা। তাই ইংরেজি ভাষার ইতিহাস বিস্তর এবং সমৃদ্ধ।ইংরেজি শেখার সহজ উপায় গুলো শেখার পরে আপনাকে কথাবার্তা বলার আদর্শ নীতির অভ্যাস করতে হবে। এজন্য আপনাকে বাড়িতে, পরিবারের মধ্যে এবং বন্ধুবান্ধব ও পরিচিত লোকজনের সঙ্গে মেলামেশার সময় ইংরেজিতে কথাবার্তা বলার অভ্যাস করতে হবে। আদর্শ কথোপকথনের রীতিনীতি - আদর্শ কথোপকথনকারী হওয়ার উপায় কথাবার্তা বলার আদর্শ নীতির শেখার পরে ইংরেজিতে কথাবার্তা বলার অভ্যাস চলতে থাকলে আপনি ক্রমে ক্রমে খুবই আত্মবিশ্বাসের সঙ্গে বাড়ির বাইরে, চাকরির ইন্টারভিউতে, বিভিন্ন কোম্পানির জব সেক্টরে, বিদেশে যোগাযোগের ক্ষেত্রে, হাসপাতালে রোগীর সঙ্গে, বাজারে দোকানদারের সঙ্গে, রাস্তায় অপরিচিত লোকের সঙ্গে, বিদ্যালয়ে অধ্যাপকের সঙ্গে এবং এইরূপ সমাজের অন্যান্য ক্ষেত্রের লোকজনের সঙ্গে ইংরেজিতে কথাবার্তা বলতে পারবেন।

সুচিপত্রঃ- আদর্শ কথোপকথনের রীতিনীতি-আদর্শ কথোপকথনকারী হওয়ার উপায়

ভুমিকাঃ

মনে করুন, আপনি এখন ইংরেজিতে কথা বলতে পারেন। এখন আপনার ইংরেজি শিষ্টাচার এবং আদর্শ কথোপকথন নীতি শেখার পালা। যেমন ধরুন, আপনাকে যদি ট্রাংক কল বুক করতে হয় বা হোটেলের ম্যানেজারের সাথে কথা বলতে হয়, বা ফোনে কারো সঙ্গে কথা বলতে হয় তাহলে এই ধরনের ইংরেজি শেখার গুরুত্ব অপরিসীম। প্রয়োজনীয় শব্দাবলী শিখতে হবে এবং তা কথাবার্তা বলার অভ্যাস দ্বারাই সম্ভব।
তাছাড়া আপনি একজন সামাজিক জীব। সভা-সমিতিতে আপনাকে যাতায়াত ও মেলামেশা করতে হয়। আপনি আধুনিক প্রসঙ্গে কথাবার্তা বলতে সক্ষম না হন তবে আপনি পশ্চাৎপদী বলে গণ্য হবেন। আমাদের বিশ্বাস আপনি পশ্চাৎপদী বলে গণ্য হওয়া মোটেই পছন্দ করবেন না। আমরা আনন্দিত যে আপনি কথাবার্তা বলার আদর্শ রীতিনীতি শিখতে ইচ্ছুক।
আপনি জানেন যে ইংরেজি ভাষা পৃথিবীর একটি অন্যতম সমৃদ্ধিশালী ভাষা। সকল প্রকার ছোট-খাট বিষয়ের সম্পর্কেও এই ভাষার প্রামাণিক সাহিত্য পাওয়া। ভাষাবিশেষজ্ঞরা কথোপকথন | Converstaion) বিষয়ে অনেক মহত্বপূর্ণ গবেষণা করেছেন। আপনিও অবশ্যই সংক্ষেপে তা জানতে চাইবেন। তাহলে আসুন, আদর্শ কথোপকথনের রীতিনীতি থেকে শুরু করা যাক। এটা চিন্তা করেই আপনার সুবিধার জন্য নিম্নে সকল প্রকার পরিস্থিতির উপর কিছু কিছু কথাবাতার নমুনা দেওয়া হলো।

আদর্শ কথোপকথনের রীতিনীতিঃ

আমাদের অনেকেই যারা ভাল রকমের লেখা-পড়া জানা ব্যক্তি এবং অন্য লোকের সঙ্গে মেলামেশা ও কথাবার্তা বলার ধরণ-ধারণ জানা আছে, তাদের এই কাজ অনেক সহজ সাধ্য ও আনন্দদায়ক। এই সম্পর্কেও আমরা আপনার সামনে কথাবার্তা বলার সঙ্গে সম্পর্কিত কিছু অত্যাবশ্যকীয় বিষয়ের নিয়ে আলোচনা করতে চাই। আপনার কাছে এটা খুবই রুচিসম্মত ও প্রয়োজনীয় বলে গন্য হবে।

আদর্শ কথোপকথনকারী হওয়ার উপায়ঃ

১. Be courteous. (বি কটিয়াস) [নম্র ও বিনয়ী হউন]
২. Must think before you speak (মাস্ট থিংক বিফোর ইউ স্পিক) [কথা বলার আগে অবশ্যই ভাবুন]
৩. Be flexible (বি ফ্লেক্সিবল) [উদারনীতি পালন করুন]
৪. Be cheerful and good humoured (বি চিারফুল এন্ড গুড হিউমারড) [প্রসন্ন ও হাস্যরস প্রিয় হউন]
৫. Show interest in others (শো ইন্টারেস্ট ইন আদার্স) [অপর ব্যক্তির প্রতি আগ্রহী হোন]

(Act upon these certain points, and you will find that you know the secrets of good converstaion.)
এই কথাগুলোকে কাজে পরিণত করুন এবং চর্চা করুন তাহলে দেখবেন আপনি উত্তম কথোপকথনের গুঁড়ো তাৎপর্য জেনে গেছেন।

ইংরেজিতে কথাবার্তা বলার সময় কিছু ভুল ত্রুটি সম্পর্কে সাবধানতাঃ

উত্তম কথোপকথনের অভ্যাস করার সময় আপনাকে কথাবার্তা বলার কিছু ভুলত্রুটি সম্পর্কে সাবধান থাকতে হবে। এ বিষয়ে নিচের নির্দেশগুলি স্মরণ রাখতে পারেন-
১. Don't argue unnecessarily. (কুতর্ক করবেন না)
২. Don't be insincere. (কথাবার্তায় নিষ্ঠাহীন হবেন না)
৩. Don't be dogmatic. (মতান্ধ হবেন না)
৪. Don't be egoist. (অহংকার দেখাবেন না)
৫. Don't be a mumbler. (বিড়বিড় করে কথা বলবেন না)

কথাবার্তা বলার সময় অবশ্যই এই সাবধানতা গুলো স্মরণ রাখুন।

আমরা যে সকল ভুল-ত্রুটি করে থাকিঃ

কথা বলার সময় লোকেরা প্রায়ই যে সকল ভুলত্রুটি করে থাকে এবার সেগুলির সম্পর্কেও জেনে নেই।


১. Avoid too much slang. (অত্যধিক গ্রাম্য ভাষার ব্যবহার পরিহার করুন)
২. Eliminate superfluous words from your speech. (আপনার কথাবার্তা থেকে অপ্রয়োজনীয় শব্দ পরিহার করুন)
৩. Avoid exaggeration. (কথাবার্তায় অতিরঞ্জন বর্জন করুন)
৪. Stop telling personal experiences awkwardly. (অপ্রয়োজনে ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলার অভ্যাস বন্ধ করুন)
(Concentrate on these points, and your conversation will be more effective and impressive.)

কথাবার্তায় ভালো বিস্তার লাভে বিশেষজ্ঞদের অভিমতঃ

কথাবার্তার মাধ্যমে আপনার ব্যক্তিত্বের প্রভাব যাতে ভালোভাবে বিস্তার লাভ করে সে জন্য বিশেষজ্ঞদের অভিমত নিম্নে দেয়া হলো।
১. Be a good listener. (ভালো শ্রোতা হন)
২. Be friendly but not over familiar. (বন্ধুত্বপূর্ণ ব্যবহার করুন কিন্তু সম্পন্ন আবরণহীন হবেন না)
৩. Keep in check your voice and your facial expression. (আপনার কণ্ঠস্বর ও মুখ ভঙ্গিমা আয়ত্তে রাখুন)
৪. Avoid any irregularities in your behaviour. (আপনার ব্যবহারে দোষ ত্রুটি পরিহার করুন)
৫. Always try to improve your speaking skill. (সর্বদা আপনার কথা বলার দক্ষতাকে উন্নত করুন)

পরিচয় করানোর ক্ষেত্রে আনুষ্ঠানিক কথোপকথনের নমুনাঃ

আপনার বাড়িতে যখন ছোট বা বড়, স্ত্রী বা পুরুষ অতিথি আসবেন তখন আপনার পরিবারের বয়স্ক ব্যক্তি বা অল্প বয়স্ক ব্যাক্তিদের সাথে তাদের পরিচয় কিভাবে করাবেন? ইংরেজি ভাষায় খুবই আনুষ্ঠানিকতার সঙ্গে পরিচয় কাজ করা হয়। ইংরেজি ভাষায় কথোপকথনে ইচ্ছুক প্রত্যেক ব্যক্তির এই আনুষ্ঠানিকতা উপলব্ধি করা আবশ্যক।
নিচে কয়েকটি সাধারণ কথাবার্তার নমুনা দেওয়া হলোঃ-
আপনার বাড়িতে অতিথি আসলেই সঙ্গে সঙ্গে পরিবারের অন্য সদস্যদের সাথে পরিচয় করিয়ে দিন।
১. বিবাহিতা মহিলার সঙ্গে কোন পুরুষের পরিচয় করাতে যা বলতে পারেন-
Mrs. Samiya, this is Naimur Rahman.
২. পরিচয় করানোকে কিছুটা কম আনুষ্ঠানিকতা পূর্ণ করতে বলুন-
Mrs. Samiya, Naimur Rahman.
৩. যদি অধিক বয়স্ক ব্যক্তির সঙ্গে ১৮ বছরের কম বয়সী কোন ছেলে বা মেয়ের পরিচয় করাতে হয় তাহলে কম বয়সী ব্যক্তির নাম প্রথমে বলতে হবে-
This is Saimon, Mr. and Mrs. Muhit.
৪. যখন কোন পরস্পর অপরিচিত বা কম পরিচিত ব্যক্তিদের মধ্যে আনুষ্ঠানিকতাহীন ভাবে পরিচয় করাতে চান তখন এভাবে বলতে পারেন-
(a) Suzon Khan, have you met Mr. Faisal?
(b) Mr. Rasel, do you know Mr Rayhan Kabir?
(c) Lubna, I would like you to meet Pervez.

উপসংহারঃ

পরিশেষে এ কথা বলা যায় যে, আপনি এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন শুধু ইংরেজি জানলে বা বলতে পারলেই হবে না। আপনার কথাবার্তা বলার মধ্যে আদর্শ কথোপকথনের রীতিনীতি থাকতে হবে। আপনার কথাবার্তা বলার আদর্শ নীতি, বাচনভঙ্গি এবং শিষ্টাচারী আপনাকে সকলের সামনে একজন স্মার্ট ব্যক্তি হিসেবে উপস্থাপন করতে সাহায্য করবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

Timeline Treasures নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url