Adjective কাকে বলে? - Adjective এর প্রকারভেদ
Adjective কাকে বলে বা কি এ সম্পর্কে আমরা
Parts of Speech
শেখার সময় জেনেছি। ইংরেজি শেখার ক্ষেত্রে কোন Nounবা Pronoun কে বর্ণনা করার
জন্য Adjective কাকে বলে বা কি, Adjective কত প্রকার ও কি কি এই সম্পর্কে
পরিষ্কার ধারণা থাকতে হবে। Adjective-এর অর্থ বিশেষণ। অনেক সময় আমরা
Sentence এ
কোন Noun
বা Pronoun কে বর্ণনা করে থাকি।
অর্থাৎ Noun
বা Pronoun গুলো কেমন, এদের সংখ্যা, এদের অবস্থা বা এদের পরিমাণ প্রকাশ
করে থাকি। এগুলো প্রকাশ করার জন্য যে Parts of Speech ব্যবহার করা
হয় সেটি Adjective.
সূচিপত্রঃ- Adjective কাকে বলে বা কি, Adjective কত প্রকার ও কি কি
- Adjective কাকে বলে বা কি
- Adjective এর ব্যবহার
- Adjective এর শ্রেণীবিভাগ
- Adjecitve of Quality কাকে বলে বা কি
- Adjective of quantity কাকে বলে বা কি
- Numeral Adjective কাকে বলে বা কি
- Numeral Adjective এর প্রকার
- Pronominal Adjective কাকে বলে বা কি
- Pronominal Adjective এর প্রকার
- আরো কিছু গুরুত্বপূর্ণ Adjective
Adjective কাকে বলে বা কিঃ
Adjective শব্দের অর্থ হল বিশেষণ।
যে word কোন
Noun
বা Pronoun এর পূর্বে বসে সেই যে word কোন Noun বা Pronoun এর দোষ গুণ,
অবস্থান, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে Adjective বলে।
উদাহরণঃ
1. Noun বা Pronoun এর গুণ প্রকাশ করেঃLubna is a beautiful girl.
She is a meritorious student.
উপরের বাক্য দুইটিতে (beautiful ও meritorious) শব্দ দুইটি (girl,
student) Noun দুইটির গুণপ্রকাশ করেছে।
2. Noun বা Pronoun এর দোষ প্রকাশ করেঃMahin is a naughty boy.
The crow is an ugly bird.
উপরের বাক্য দুইটিতে (naughty ও ugly) শব্দ দুইটি (boy, bird) Noun দুইটির দোষ প্রকাশ করেছে।
3. Noun বা Pronoun এর সংখ্যা নির্দেশ করেঃ
I have two mobile phones.
Laboni has eaten five mangoes.
উপরের বাক্য দুইটিতে (two ও five) শব্দ দুইটি (mobile, mangoes)
Noun দুইটির সংখ্যা নির্দেশ করেছে।
4. Noun বা Pronoun এর পরিমাণ নির্দেশ করেঃThe man has much money.
He has bought few books.
উপরের বাক্য দুইটিতে (much ও few) শব্দ দুইটি (money, books) Noun
দুইটির পরিমাণ নির্দেশ করেছে।
5. Noun বা Pronoun এর অবস্থা প্রকাশ করেঃI saw the baby crying.
The weather is rough.
উপরের বাক্য দুইটিতে (cryingও rough) শব্দ দুইটি (I, weather)
Noun/Pronoun দুইটির অবস্থা প্রকাশ করেছে।
Adjective এর ব্যবহারঃ
Adjective এর ব্যবহার দুই প্রকার। যথা-(1) Attributive Uses
(2) Predicative Uses
Attributive uses of Adjective:
Adjective যখন কোন Noun এর পূর্বে বসে সেইNoun কে প্রত্যক্ষভাবে
qualify (বিশেষায়িত) করে তখন Adjective এর সেই ব্যবহারকে Attributive uses of
Adjecitve বলা হয়।
যেমনঃ Mr. Mamun is a wise man ব্যাখ্যাঃ এখানে ‘wise’ শব্দটি ‘man’ Noun-টির
পূর্বে বসে প্রত্যক্ষভাবে তার গুণ প্রকাশ করেছে। তাই উক্ত
Sentenceএ Adjective এর এই ব্যবহারকে Attributive uses of Adjective বলে।
Predicative Uses of Adjective:
Adjective যখন
Verb
এর পরে বসে প্রত্যক্ষভাবে Subject কে qualify (বিশেষায়িত) করে তখন Adjective
এর সেই ব্যবহারকে Predicative uses of Adjecitve বলা হয়।
যেমনঃ Mr. Mamun is a rich. ব্যাখ্যাঃ এখানে "rich' শব্দটি
Predicative verb-এর পরে বসে পরোক্ষভাবে Subject "Mr. Mamun" এই Noun-টির গুণ
প্রকাশ করে। তাই উক্ত Sentence-এ Adjective-এর এই ধরনের ব্যবহারকে Predicative
use of Adjective বলে ।
Sentence এ Predicative Adjective সাধারণত Complement হিসেবে ব্যবহৃত হয়। উপরের
বাক্যটিতে ‘rich’ Adjective কিPredicate এর একটি অপরিহার্য অংশ। এবং এই
Adjective টি ছাড়া (is) Verb টি অর্থসম্পন্ন করতে সক্ষম নয়। সুতরাং
Complement ছাড়া Verb ‘to be’ এর অর্থ সম্পূর্ণ হয় না।Note: Predicative Verb বলতে মূলতঃ be verb-গুলিকে বুঝায়।
Classification of Adjective (Adjectiveএর শ্রেণীবিভাগ)
Adjective প্রধানত চার প্রকার। যথা-(1) Descriptive Adjective বা Adjective of Quality (গুণবাচক বিশেষণ)
(2) Quantitative Adjective বা Adjective of Quantity (পরিমাণ বাচক বিশেষণ)
(3) Numeral Adjective বা Adjective of Number (সংখ্য বাচক বিশেষ)
(4) Pronominal Adjective (সর্বনাম বাচক বিশেষণ)
Adjecitve of Quality:
যে Adjecitve এর মাধ্যমে Noun বা Pronoun এর দোষ, গুণ, অবস্থা প্রকাশ করা
হয় তাকে Adjecitve of Quality বলে। যেমন-
Zahin is a smart boy.He is a dishonest man.
উপরের বাক্য দুটিতে ‘smart’ এবং ‘dishonest’ শব্দ দুটি ‘boy’ এবং ‘man’
Noun দুটির যথাক্রমে গুণ ও দোষ প্রকাশ করেছে।
Adjective of quantity:
যখন কোন Adjective, Noun বা
Pronoun
এর পরিমাণ নির্দেশ করে তখন তাকে Adjective of Quantity বলে। যেমন- Much,
little, some, any, no none. enough sufficient, all whole. hall ইত্যাদি।
উদাহরণঃThe man has much money.
There is a little water in the jug.
উপরের বাক্য দুটিতে ‘much’ এবং ‘little’ শব্দ দুটি ‘money’ এবং ‘water’
Noun দুটির পরিমান নির্দেশ করেছে।
Note: Adjective of Quantity সাধারণত Material Abstract Noun এর
পূর্বে বসে।
Numeral Adjective:
যে Adjective কোন ব্যক্তি বা বস্তুর সংখ্যা, অবস্থানের ক্রম বা পর্যায় নির্দেশ
করে তখন তাকে Numeral Adjective বলে। যেমন- One, Two, Three, First, Second,
Third, Single, Double, Tripple ইত্যাদি।
উদাহরণঃ
Zahin is the first boy in the class.He has five books .
উপরের বাক্য দুটিতে ‘first’ এবং ‘five’ শব্দ দুটি ‘boy’ এবং ‘books’
Noun দুটির যথাক্রমে ‘ক্রম’ এবং ‘সংখ্যা’ প্রকাশ করেছে।
Numeral Adjective আবার দুই প্রকার। যথা-
(1) Definite Numeral Adjective(2) Indefinite Numeral Adjective
Definite Numeral Adjective:
Numeral Adjective যখন কোন ব্যক্তি বা বস্তুর নির্দিষ্ট সংখ্যা, ক্রম বা
পর্যায় প্রকাশ করে তখন তাকে Definite Numeral Adjective বলে। যেমন-
There are six seasons in Bangladesh.He has got double promotion in this year.
উপরের বাক্য দুটিতে six এবং double হলো Definite Numeral Adjective.
Definite Numeral Adjectiveআবার তিন প্রকার। যথা-
(1) Cardinal Numeral Adjective.(2) Ordinal Numeral Adjective.
(3) Multiplicative Numeral Adjective.
Cardinal Numeral Adjective:
যখন One, two, three Adjective গুলো কোন Noun-এর নির্দিষ্ট সংখ্যা প্রকাশ
করে তখন তাদেরকে Cardinal Numeral Adjective বলে। যেমন- One, two, three, four,
five, six, seven, eight ইত্যাদি।
উদাহরণঃ
The boy has ten colors penciles.There are twenty members in the committee.
উপরের বাক্য দুটিতে ten ও twenty হল Cardinal Numeral Adjective.
Ordinal Numeral Adjective:
First, second, third, fourth ইত্যাদি যখন কোন
Noun
এর অবস্থানের ক্রম বা পর্যায় নির্দেশ করে তখন তাদেরকে Ordinal Numeral
Adjective বলে। যেমন- First, second, third, fourth, fifth ইত্যাদি।
উদাহরণঃSaturday is the first day if the week.
March is the third month of the year.
উপরের বাক্য দুটিতে first ও third শব্দ দুটি হল Ordinal Numeral Adjective.
Multiplicative Numeral Adjecitve:
যে Adjecitve দ্বারা কোন Noun কতবার রয়েছে তা প্রকাশ করে তখন তাকে
Multiplicative Numeral Adjecitve বলে। যেমন- Single, double, twofold,
triple, threefold ইত্যাদি।
উদাহরণঃHe has got double prize in the game.
He is the single man in the village.
Indefinite Numeral Adjective:
যখন Numeral Adjective কোন ব্যক্তি বা বস্তুর নির্দিষ্ট
সংখ্যা প্রকাশ না করে শুধুমাত্র সংখ্যা সম্পর্কে ধারণা প্রদান করে তখন
তাকে Indefinite Numeral Adjective বলে। যেমন- All, some, One, enough,
no, or, none, Whole, many. few, several, Certain, sundry ইত্যাদি।
উদাহরণঃAll men must submit to destiny.
Some students are making mistakes.
ব্যাখ্যাঃ উপরের বাক্য দুটিতে ‘all’ ও ‘some’ Adjective দুটি কোন
নির্দিষ্ট সংখ্যা না বুঝিয়ে সংখ্যা সম্বন্ধে শুধু ধারণা প্রদান করেছে। তাই
এদেরকে Indefinite Numeral Adjective বলা হয়।
Pronominal Adjective:
যখন কোন Pronoun কোন Noun এর পূর্বে Adjective হিসেবে ব্যবহৃত হয় তখন তাকে
Pronominal Adjective বলে।
উদাহরণঃ
This pen is mine.Each student will get prize.
That cottage is very old.
Which book do you want?
ব্যাখ্যাঃ উপরের Sentence গুলিতে this, every, That, which শব্দগুলো pen,
student, cottage, book এই Noun-গুলির পূর্বে বসে Adjective-এর কাজ সম্পন্ন
করেছে। তাই তারা Pronominal Adjective.
Pronominal Adjective কে পাঁচ ভাগে ভাগ করা যায়। যথা-
(1) Demonstrative(2) Interrogative
(3) Distributive
(4) Possessive
(5) Relative Adjective
Demonstrative Adjective:
Demonstrative Pronoun যখন Noun এর পূর্বে বসে Adjective হিসেবে কাজ করে
তখন তাকে Demonstrative Adjective বলে।
উদাহরণঃThis boy is honest.
That book is new.
These horses are very strong.
Those boys are playing.
উপরের বাক্যগুলোতে (This, That, These, Those) Demonstrative Pronoun গুলো
Adjective হিসেবে ব্যবহৃত হয়েছে। তাই তারা Demonstrative Adjective.
Interrogative Adjective:
Interrogative Pronoun যখন Noun এর পূর্বে বসে Adjective হিসেবে কাজ করে
তখন তাকে Interrogative Adjective বলে।
উদাহরণঃ
Which pen do you want?What fruit do you like most?
Whose pen have you taken?
উপরের বাক্যগুলোতে (Which, What, Whose) Interrogative Pronoun গুলো
Adjective হিসেবে ব্যবহৃত হয়েছে। তাই তারা
Interrogative Adjective.
Distributive Adjective:
Distributive Pronoun যখন
Noun
এর পূর্বে বসে Adjective হিসেবে কাজ করে তখন তাকে Distributive Adjective
বলে।
Note: Each, Every, Either, Neither এই চার টি শব্দ
Distributive Adjective হিসেবে ব্যবহৃত হয়।উদাহরণঃ
Each students got the prize.
Every man must die.
You can follow either method.
I shall support neither party.
Each, every, either, neither-Stef Distributive Adjective-
Note:
Each: দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর প্রত্যেককে পৃথকভাবে বুঝায়।
Every: দুই এর অধিক ব্যক্তি বা বস্তুর কাউকেও বাদ না দিয়ে প্রত্যেককে বুঝায়।
এটা Pronoun হিসেবে ব্যবহৃত হয় না।
Either এর অর্থ (১) দু'টির একটি বা (২) দুটির প্রত্যেকটি।You can take either way (একটি অথবা দুই টি)
There are shops on either side of the road (রাস্তার উভয়পাশে)
Neither এর অর্থ দুটির একটিও না।
I shall support neither party. (দুইটি পার্টির কোনোটিই নয়)
Note: And দ্বারা যুক্ত দুটি Noun এর পূর্বে each বা no থাকলে তাদের পরবর্তী verb-টি plural না হয়ে Singular হয়।
Incorrect: Each boy and each girl have seperate rooms.
Correct: Each boy and each girl has seperate rooms.
Possessive Adjective:
Possessive Pronoun যখন Noun এর পূর্বে বসে Adjective হিসেবে কাজ করে তখন
তাকে Possessive Adjective বলে। যেমন- (my, our, your, their, his, her,
its)
উদাহরণঃ
This is my sister.The man is going to his village.
উপরের বাক্য দুটিতে my এবং his এই Possessive Pronoun দুটি
sister এবং village, Noun দুটির পূর্বে Adjective এর কাজ সম্পন্ন করেছে।
Relative Adjective:
Relative Pronoun যখন Noun এর পূর্বে বসে সেই Noun কে বিশেষায়িত করে এবং দুইটি
Sentence বা
Clause
কে যুক্ত করে তখন তাকে Relative Adjective বলে।
উদাহরণঃMy father asked me which dress I liked.
We must remember that advice teachers gives us.
উপরের বাক্য দুটিতে (which, that) Relative Pronoun দুটি একই সঙ্গে
Adjective এবং Conjunction এর কাজ করেছে। তাই এদেরকে Relative
Adjective বলা হয়।
আরো কিছু গুরুত্বপূর্ণ Adjective :
Proper Adjective:
Proper Noun হতে সৃষ্ট Adjective কে Proper Adjective বলে।
Proper Adjective গুলোকে Adjective of Quality হিসেবে গণ্য হয়। Proper
Noun হতে Proper Adjective-এর উৎপত্তি হয়। যেমন-
Proper Nouns = Proper AdjectivesBangladesh = Bangladeshi
Italy = Italian
Japan = Japanese
Pakistan = Pakistani
America = American
Shakespeare = Shakespearean
উদাহরণঃ
I like Shakespearean dramas.
Japanese children are very jolly.
ওপরের Sentence গুলিতে Shakespearean এবং Japanese, Adjective
দুটি যথাক্রমে Shakespeare এবং Japan এ দুটি Proper Noun থেকে গঠিত
হয়েছে। তাই তারা Proper Adjective.
Emphasizing Adjective:
বাক্যে জোর দেওয়ার জন্য অনেক সময় Own এবং Very শব্দ দুটি Noun এর পূর্বে
ব্যবহৃত হয় এবং এরা Adjective এর কাজ সম্পন্ন করে, তখন এদেরকে Emphasizing
Adjective বলা হয়।
উদাহরণঃHe saw the terrible accident with his own eyes.
On this very day , we should start our work.
উপরের বাক্য দুটিতে own ও very শব্দ দুটি Emphasizing Adjective.
Compound Adjective:
দুই বা ততোধিক শব্দ একত্রিত হয়ে Adjective গঠন করলে তাকে Compound Adjective বলে।উদাহরণঃ
The tiger is a blood thristy animal.
I have completed a 1-year-diploma course.
Exclamatory Adjective:
What যখন Adjective এর কাজ সম্পন্ন করার সাথে সাথে বিস্ময় প্রকাশ করে তখন তাকে
Exclamatory Adjective বলে।
উদাহরণঃWhat a mistaket!
What inhumanity is this!
Participle Adjective:
Verb এর ‘ing’ form এবং Past Participle form যখন Adjective
হিসেবে ব্যবহৃত হয় তখন Verb এর ‘ing’ form কে Present Participle
Asjective এবং Past Participle form কে Past Participle Adjective বলে।
এবং উভয়কে একত্রে Participle Adjective বলা হয়।
উদাহরণঃShe saw a flying bird.
I saw a drowning man.
He is a learned man.
Timeline Treasures নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url