Simple Present Tense-Present Indefinite এর Translation [Bangla to English]
English শেখার ক্ষেত্রে Bangla to English Translation একটি গুরুত্বপূর্ণ
বিষয়। আমরা যারা ইংরেজি শিখতে চায়, বিশেষ করে অধিকাংশ শিক্ষার্থীরাই Translation
কে ভয় পায়। প্রাথমিক অবস্থায় আপনি Bangla to English Translation অনুশীলন করতে
পারেন। Passage Translation এর চেয়ে ছোট ছোট বাক্যের Translation অনেক সহজ।
বিশেষ করে Tense ভিত্তিক ছোট ছোট Simple বাক্য গুলোকে Translate করার Practice
করতে পারেন।
ইংরেজি গ্রামার শেখার পাশাপাশি বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা Translation অনুশীলন করা উচিত। তাই আজকের এই পোষ্টে আমরা Present Tense ভিত্তিক কিছু Translation নিয়ে আলোচনা করবো।
Bangla to English Translation-Present Indefinite Tense ভিত্তিক Translation
Bangla | English |
---|---|
আমি ভাত খাই। | I eat rice. |
আমি ভাত খাই না। | I don't eat rice. |
আমি প্রতিদিন স্কুলে যাই। | I go to school everyday. |
পৃথিবী গোলাকার। | The earth is round. |
তাহার একটি পাখি আছে। | He/She has a bird. |
গরু একটি গৃহপালিত পশু। | The cow is a domestic animal. |
গরু একটি উপকারী প্রাণী। | The cow is a useful animal. |
গরু আমাদের দুধ দেয়। | The cow gives us milk. |
গরু খুব উপকারী প্রাণী। | The cow is a very useful animal. |
পৃথিবী গোলাকার। | The earth is round. |
সে ভালো ছেলে। | He is a good boy. |
সে কাজ করে। | He works. |
তুমি সাঁতার কাট। | You swim. |
তারা গল্প করে। | They gossip. |
লুবনা একটি চিঠি লিখে। | Lubna writes a letter. |
রুবি একটি ছবি আঁকে। | Rubi draws a picture. |
ছেলেটি নদীতে সাঁতার কাটে। | The boy swims in the river. |
বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। | Bangladesh is a agriculture based country. |
বালকেরা ফুটবল খেলে। | The boys play football. |
আমি স্কুলে যাই। | I go to school. |
তিনি একজন শিক্ষক। | He is a teacher |
কামালের একটি ঘড়ি আছে। | Kamal has a watch. |
মুক্তা গান গায়। | Mukta sings song. |
সূর্য পূর্ব দিকে উঠে। | The sun rises in the east. |
পাখিরা আকাশে উড়ে। | Birds fly in the sky. |
বালকটি দৌড়ায়। | The boy runs. |
মা প্রতিদিন কুরআন পড়েন। | Mother recites the holy Quaran everyday. |
তার পিতা একজন শিক্ষক। | His father is a teacher. |
সে আমাকে সাহায্য করে। | He helps me. |
ঢাকা একটি বড় শহর। | Dhaka is a big city. |
ঢাকা বাংলাদেশের রাজধানী। | Dhaka is the capital of Bangladesh. |
ঢাকা একটি অতি প্রাচিন শহর। | Dhaha is an old city. |
সূর্য আমাদেরকে আলো দেয়। | The sun gives us light. |
পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। | The earth moves round the sun. |
জেলেরা নদীতে মাছ ধরে। | Fishermen catch fish in the river. |
মিথ্যা কথা বলা মহা পাপ। | To tell a lie is a great sin. |
সে এক চক্ষুবিশিষ্ট লোক। | He is one-eyed man. |
আমরা নদীতে সাঁতার কাটি। | We swim in the river. |
বাংলাদেশ একটি ছো দেশ। | Bangladesh is a small country. |
আমাদের একটি গাভি আছে। | We have a cow. |
তিনি প্রতিদিন সকালে হাঁটেন। | He walks in the morning everyday. |
তিনি প্রতিদিন খবরের কাগজ পড়েন। | He reads newspaper everyday. |
পৃথিবী গোলাকার। | The earth is round. |
মধু মিষ্টি। | Honey is sweet. |
শাহজাহান তাজমহল নির্মান করেন। | Shahzahan builds Tajmahal. |
কাক একটি সাধারণ পাখি। | The crow is a common bird. |
কাক একটি অশান্ত পাখি। | The crow is a restless bird. |
চা আমাদের একটি জনপ্রিয় পানীয়। | Tea is popular to us. |
চা পাহাড়ের ঢালে জন্মে। | Tea grows on the slope of hills. |
চা একটি সতেজ পানীয়। | Tea is a refreshing drink. |
বাগান করা আমার শখ। | Gardening is my hobby. |
আমি প্রকৃতিকে ভালোবাসি। | I love nature. |
আমি বিভিন্ন ধরণের চারা রোপন করি। | I plant many kinds of flower plants. |
আমি সকালে ঘুম থেকে উঠি। | I get up early in the morning. |
বাংলাদেশ একটি নদীমাত্রিক দেশ। | Bangladesh is a land of rivers. |
আমরা নদীর দৃশ্যাবলি উপভোগ করি। | We enjoy the scenery of the river. |
ফুল সৌন্দর্যের প্রতীক। | The flower is the symbol of beauty. |
আমাদের দেশে বিভিন্ন ধরণের ফুল ফোটে। | Many kinds of flowers bloom in our country. |
গোলাপ একটি সুগন্ধী ফুল। | The rose is a fragrant flower. |
সূর্যমুখী দেখতে খুব সুন্দর। | The sunflower is beautiful to look at. |
আমার বকেটি ফুলের বাগান আছে। | I have a flower garden. |
সকলেই ফলমূল পছন্দ করে। | Everybody like fruits. |
ফলের রাজা আম। | Mango is the king of fruits. |
কাঁঠাল বাংলাদেশের জাতীয় ফল। | The jackfruit is the national fruit of Bangladesh. |
মানুষ পরিবর্তনশীল। | Man is changable. |
Note: ইংরেজি গ্রামার ও স্পোকেন ইংলিশ সম্পর্কে যে কোন প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন।
Timeline Treasures নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url