Preposition কাকে বলে - Preposition কত প্রকার

আপনাদের সুবিধার্থে আমরা সকল prepositions list তৈরী করেছি। ইংরেজি ভাষার সকল Preposition এই prepositions list এর মধ্যে রয়েছে। Preposition অর্থ হলো কোন কিছুর পূর্বে অবস্থান করা। Preposition হচ্ছে Parts of Speech আরেকটি গুরুত্বপূর্ন অংশ।
Preposition কাকে বলে - Preposition কত প্রকার
ইংরেজি ভাষায় Preposition এর ব্যবহার অনেক। Preposition ব্যবহার করা অনেকটা কঠিন। তবে নিয়মিত অনুশীলন করলে Preposition ব্যবহার করার ক্ষেত্রে সমস্যা থাকেনা।আজকে আমরা Preposition কাকে বলে? Preposition কত প্রকার ও কি কি? এই প্রশ্নগুলোর উত্তর জানার চেষ্টা করবো।

Table of Content:- prepositions list-Preposition কাকে বলে - Preposition কত প্রকার

Preposition বলতে কি বোঝায়

Pre শব্দের অর্থ পূর্বে এবং Position শব্দের অর্থ অবস্থান। তাহলে, Preposition অর্থ কোন কিছুর ‘পূর্বে অবস্থান’ করা। Preposition, Noun-এর পূর্বে বসে। শুধু অবস্থানই করে না, ঐ Noun-এর সাথে Sentence-এর অপরাপর word-এর একটি সম্পর্কও স্থাপন করে দেয়।
সংজ্ঞাঃ যে সকল Word, Noun / Pronoun বা Noun সমতুল্য কোন শব্দের পূর্বে বসে সেই Noun/Pronoun বা Noun সমতুল্য শব্দের এর সাথে বাক্যে অবস্থিত অন্যান্ন Noun / Verb / Adjective এর সাথে সম্পর্ক স্থাপন করে তাকে Preposition বলে। আমরা কিছু উদাহরণের মাধ্যমে বিষয়টি পরিষ্কার ভাবে বোঝার চেষ্টা করবো।
[Preposition is a word or a part of speech which places before noun or pronoun or anything equivalent to noun and at the same time establishes a relation of that noun with another noun or verb or adjective in the sentence.]
উদাহরণঃ
The book is on the table.
উপরের Sentence এ ‘on’ Preposition-টি ‘this table’ এই Noun phrase-টির পূর্বে বসেছে এবং এটির সাথে 'The book' noun-টির সম্পর্ক স্থাপন করেছে।
The cow lives upon grass.
উপরের Sentence এ ‘upon’ Preposition-টি ‘grass’ এই noun-টির পূর্বে বসেছে এবং 'The cow' Noun-টির সাথে সম্পর্ক স্থাপন করেছে।
He has free access to this office.
উপরের Sentence এ 'to' Preposition-টি 'this office এই Noun phrase-টির পূর্বে বসেছে এবং এটির সাথে 'access' noun-টির সম্পর্ক স্থাপন করেছে।
I know nothing about this matter.
উপরের Sentence এ ‘about’ Preposition-টি ‘this matter’ এই Noun-টির পূর্বে বসেছে এবং 'nothing', Noun-টির সাথে সম্পর্ক স্থাপন করেছে।
Fahim is not content with what he has.
এখানে 'with' preposition-টি 'what he has' এই noun clause-টির আগে বসেছে এবং এই Noun clauseটির সাথে 'content' adjective টির সম্পর্ক স্থাপন করে দিয়েছে।
Fishes abide in the Padma.
এখানে 'in' Preposition টি “the Padma,” Noun-টির পূর্বে বসে 'abide' Verb-টির সাথে সম্পর্ক স্থাপন করেছে।

Parts of Speech বা শব্দগুলোর প্রকারভেদঃ

ইংরেজি বাক্যে ব্যবহৃত Parts of Speech বা শব্দগুলোকে দুটি ভাগে ভাগ করা যায়। যথা-
(১) Content word or Lexical word
(২) Empty word or Functional word or Ornamental word

Content বা lexical word:

যে সকল Word এর নিজেস্ব অর্থ আছে তাদেরকে Content বা lexical word বলে।

Empty word or Functional word or Ornamental word:

যে সকল Word এর নিজেস্ব অর্থ নেই আছে তাদেরকে Empty word or Functional word or Ornamental word বলে। এরা content word-এর সহযোগী হিসেবে কাজ করে।
উদাহরণঃ
The students were going to picnic.
উপরের Sentence টিতে students (noun), going (মূল verb) এবং picnic (noun)— এই তিনটি হচ্ছে content word বা lexical word. এদের প্রত্যেকেরই নিজস্ব অর্থ আছে।
অন্যদিকে, the (article), were ( auxiliary verb) এবং to (preposition)— এই শব্দ তিনটির কোনো নিজস্ব অর্থ নেই। এরা content word গুলোর সহযোগী হিসেবে কাজ করে।
সুতরাং দেখা যাচ্ছে, preposition হচ্ছে এক ধরনের empty grammatical শব্দ। এর কাজ হচ্ছে দুটো content word-এর মধ্যকার সম্পর্ক নির্ণয় করা ।
বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে সব ভাষা তেই content word-এর সংখ্যা বৃদ্ধি পায় কিন্তু functional জাতীয় শব্দের সংখ্যা বাড়ে না।
ইংরেজি ভাষায় মোট ১২৩টি preposition প্রচলিত রয়েছে। এর মধ্যে single word বা one word preposition-এর সংখ্যা হচ্ছে ৮০টি আর Two/Three-word preposition-এর সংখ্যা ৪৩টি। এই Preposition-গুলোকে Complex preposition-ও বলা হয়। নিম্নে এ সকল Preposition এর তালিকা দেওয়া হলো।

prepositions list

One-Word Prepositions list:

aboard above about around as astride at
across after against along bar but by
barring before alongside amid amidst among amongst
behind below breath beside besides concerning considering
despite down during except excepting excluding following
for from in including inside into like
minus hear notwithstanding on onto opposite outside
over past pending per plus regarding unlike
round under uperneath up untill than through
throught till to toward towards of off
save since upon via with within without
worth between beyond

Two or Three-Word Prepositions list:

Two or Three-Word Preposition হলো Group of Words যারা একটি Sentence এ, একটি Preposition এর কাজ করে। তাই এদেরকে Complex Preposition ও বলা হয়। এদের তালিকা নিম্নে দেওয় হলো-

according to along with ahead of across from
apart from as for aside from as to
away from because of by meanse of close to
due to except for forward of in between
in favour of in front of in lieu of inside of
in spite of instead of irrespective of save for
near to on account of on board on top of
opposite to other than out of outside of
owing to preparatory to prior to thanks to
contrary to next to together with depending on
up against up to up untill

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

Timeline Treasures নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url