Interjection কাকে বলে-Interjection Phrase কি
অন্য সকল
Parts of Speech
এর মত Interjection কি বা কাকে বলে সে সম্পর্কেও সম্যক ধারণা থাকা দরকার।
Interjection কি বা Interjection কেন জানা দরকার তার কারণ হলো-কোন
Sentence থেকে
Interjection বাদ দিলে বা নতুন ভাবে Interjection যুক্ত করলে ওই Sentence এর
গঠনগত কোন পরিবর্তন হয় না।
তাহলে বলা যেতে পারে,
Sentence
গঠনের ক্ষেত্রে Interjection এর কোন ভুমিকা নেই। কিন্তু অর্থ প্রকাশের ক্ষেত্রে
Interjection গুরুত্বপূর্ণ ভুমিকা রয়েছে।
INTERJECTION (আবেগ/ বিস্ময়সূচক অব্যয়)
সংজ্ঞাঃ যে word দিয়ে হর্ষ , বিষাদ, দুঃখ, আনন্দ, বিস্ময়, ঘৃণা, ভয় প্রভৃতি
মনের আবেগ প্রকাশ পায়, তাকে Interjection বলে।
Note:
(i) Interjection সব সময় বাক্যের শুরুতে বসে।(ii) Interjection এর সাথে Senrence এর অনান্য Word এর কোন সম্পর্ক নেই।
(iii) Interjection এর পরে সব সময় exclamatory mark বা আবেগ প্রকাশক চিহ্ন (!) বসে।
উদাহরণঃ
Hurrah! We have won the match.
Alas! The girl is dead.
Oh! What a fine bird.
উপরের Sentence-গুলোতে আমরা দেখছি যে Hurrah দিয়ে আনন্দ, Alas দিয়ে দুঃখ, Oh
দিয়ে বিস্ময় প্রকাশ পাচ্ছে। তাই এই word গুলো Interjection.
সাধারণত যে Interjection গুলো ব্যবহৃত হয়ঃ
(i) Surprise (বিস্ময়) : Oh! What! Ha!(ii) Grief (দুঃখ): Ah! Alas!
(iii) Joy (আনন্দ): Hurrah!
(iv) Reproof (তিরস্কার): Fie! Fie!
(v) Disgust/Hatred (ঘৃণা/বিরক্তি): Tut! Tut! Shame! Pooh!, Pish!
(vi) Call (আহ্বান): Hallo!, Ho!
(vii) Approval (অনুমোদন): Bravo!
(viii) Doubt (সন্দেহ): Humph!, Hess!
(ix) Attention (মনোযোগ): Hello! Hear! Hark!
(x) Silence (ণীরাবতা): Silence! Hush!
আরো কিছু উদাহরণঃ
Fie! Fie! You are a thief.Hush! The principal is coming here.
Bravo! You have done a big task.
Hello! Where are you going?
Humph! I don't believe it.
Interjection Phrase
যখন কোন
Phrase বা শব্দ সমষ্টি মনের ভাব বা আবেগ প্রকাশেন জন্য Interjection রুপে ব্যবহৃত হয়
তখন তাকে Interjection Phrase বলে।
যখন কোন Interjection এর পরে কোন Preposition বা ‘that’ conjunction টি ব্যবহৃত
হয় তাহলে সেই Interjection টি Sentence এর অংশ হিসেবে কাজ করতে পারে। এক্ষেত্রে
পুরো
Sentence টি
বা তার অংশ বিশেষ Interjection এর অর্থ প্রকাশ করতে পারে। যেমনঃ-
Fie! হলো একটি Interjection. এর পরে upon you (`upon' = Preposition) যুক্ত করলে
পাওয় যাবে।
Fie upon you! (ধিক, তোমাকে!)
এর পুরো অংশটি Interjection হিসেবে কাজ করেছে।
যেমন-
Fie upon you! You are a thief.
একই ভাবে, Hurrah! হলো একটি
Interjection. এর পরে Preposition ‘for’ যুক্ত করে তার পরে ‘the winer’ বসালে
পাওয় যাবে।
Hurrah for the winer!
এখানেও ‘Hurrah for the winer!’ পুরো
অংশটি একটি Interjection হিসেবে কাজ করেছে।
Timeline Treasures নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url