Sentence কাকে বলে - Sentence এর শর্তগুলো কি কি

আমরা প্রতিদিনের কথাবার্তায় বা মনের ভাব প্রকাশের জন্য বিভিন্ন ধরনের Sentence ব্যবহার থাকি। মনের ভাব বিভিন্নভাবে প্রকাশ করার জন্য বিভিন্ন ধরনের Sentence ব্যবহার করে থাকি। ইংরেজি গ্রামার এর অন্যতম গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে Sentence. ইংরেজিতে কথা বলা বা লেখার জন্য Parts of Speech, Phrase ও Clause এর পর Sentence শেখা খুবই গুরুত্বপূর্ণ।
Sentence কাকে বলে - Sentence এর শর্তগুলো কি কি
Sentence সম্পর্কে জ্ঞান না থাকলে ইংরেজিতে কথা বলা বা লেখা প্রায় অসম্ভব। আশা করি আজকের এই ব্লক পোষ্ট থেকে আপনারা সেন্টেন্স সম্পর্কে বেসিক ধারণা পাবেন। তাই আজকে কয়েকটি Situational Conversation এর মাধ্যমে Sentence কি বা কাকে বলে? এবং Sentence এর শর্ত কি কি এই বিষয়গুলো বোঝার চেষ্টা করব।

এই পোস্টে যা যা শিখবেনঃ

Sentence কাকে বলে (What is Sentence?):

যখন দুই বা ততোধিক শব্দ সঠিক বিন্যাসে পাশাপাশি বসে কোন একটি বিষয়ে পরিষ্কার ও পরিপূর্ণ অর্থপ্রকাশ করে তখন তাকে Sentence বলে।
উদাহরণ:
(i) Maria eats rice.
(ii) Fish lives in water.
(ii) The cow is a domestic animal.
(iv) We cannot live without water.
তবে একগুচ্ছ Word পাশাপাশি বসলেই Sentence হয় না।
চলুন বিষয়টি যাচাই করে দেখিঃ—
Situation 1:
Rumi : She wants. (সে চায়।)
Priya: What? (কি চায়?)
Tina : They play. (তারা খেলে।)
Jemy : What? (কি খেলে?)
Mahin : He looks. (তাকে দেখায়।)
Moni : How? (কেমন দেখায়?)
লক্ষ করুনঃ
Situation 1- এর শব্দগুচ্ছ দ্বারা Complete Sense বা পরিপূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে না। কারণ-
Rumi-র sentence শুনে Priya “সে কী চায়?” তা জানতে চেয়েছে;
Tina-এর sentence শুনে Jemy “কি খেলে?” তা জানতে চেয়েছে;
Mahin-এর sentence শুনে Moni "তাকে কেমন দেখায়?” তা জানতে চেয়েছে।
অর্থাৎ, sentence গুলোর অর্থ অসম্পূর্ণ। তাই এ শব্দগুচ্ছের কোনোটিকেই sentence বলা যায় না।
কিন্তু আমরা যদি বলিঃ
* She wants some money. (সে কিছু টাকা চায়।)
* They play badminton. (তারা গরীবদের সাহায্য করে।)
* He looks handsome. (তাকে সুদর্শন দেখায়।)
তাহলে প্রতিটি শব্দগুচ্ছ দ্বারা পূর্ণ অর্থ প্রকাশ পায়। এখন এগুলোকে sentence বলা যাবে।
Situation 2:
Ruhi : goes home he.
Lina : Help they poor the.
Simu : the field Rahim in plays.
এখানে, Situation 2-এর শব্দগুচ্ছ দিয়ে পরিষ্কার অর্থ প্রকাশ পাচ্ছে না। কিন্তু কেন? একটি পূর্ণাঙ্গ অর্থপূর্ণ বাক্য তৈরীর জন্য সবগুলো অর্থই শব্দই এখানে রয়েছে। কিন্তু তারপরেও বাক্যগুলো অর্থবোধক নয়। কিন্তু কেন? এর কারণ হলো একটি বাক্য গঠনের জন্য সকল শব্দই উপস্থিত আছে, কিন্তু তাদের অবস্থান পাল্টে গেছে। অর্থাৎ, এখানে শব্দগুলো সুবিন্যস্ত (correct order)-এ সাজানো নাই। আর সেজন্য তারা কোনো অর্থ প্রকাশ করতে পারছে না। তাই এদেরকে sentence বলা যাবে না।
Situation 3:
A child: The cow is flying in the sky. (গরুটি আকাশে উড়ছে।)
এখন, Situation 3-এর sentence এর শব্দগুলো correct order-এ সাজানো রয়েছে, আবার একটি অর্থও প্রকাশ করছে। কিন্তু তারপরও এটিকে বাকা বলা যাবে না। কারণ, এখানে শব্দগুলোর প্রাসঙ্গিকতা বা যোগ্যতার অভাব রয়েছে। কেননা, গরুর আকাশে ওড়ার যোগ্যতা নেই।
কিন্তু আমরা যদি বলি - -
★ The bird is flying in the sky. (পাখিটি আকাশে উড়ছে।)তাহলে শব্দগুচ্ছটি প্রাসঙ্গিকতা অর্জন করে, এখন এটিকে sentence বলা যায়।
এবার নিচের উদাহরণটি লক্ষ করুনঃ-
Situation 4: Saimon : Is it your pen? (এটি কি তোমার কলম ?) Rimon : Yes
এখানে Saimon-র করা প্রশ্নের উত্তরে Rimon শুধু 'Yes' word টি ব্যবহার করেছে এবং এই একটি word দ্বারাই মনের পূর্ণ ভাব প্রকাশিত হয়েছে। সুতরাং, একটি মাত্র word-ও একটি sentence হিসেবে ব্যবহৃত হতে পারে।
সুতরাং, ওপরের আলোচনা থেকে বোঝা যায় যে, sentence বা বাকা a set of words বা শব্দসমষ্টি দ্বারা গঠিত হতে পারে, আবার একটি word দ্বারাও গঠিত হতে পারে। তবে, a set of words বা একগুচ্ছ শব্দকে তখনই sentence বা বাক্য বলা যাবে, যখন এর দ্বারা একটি clear meaning বা পরিষ্কার ও সম্পূর্ণ অর্থ প্রকাশ পাবে।

বাক্য গঠনের জন্য নিম্নোক্ত তিনটি বৈশিষ্ট্য বা শর্ত থাকতে হবেঃ-

(i) Combination of words (একগুচ্ছ শব্দের সমষ্টি হতে হবে)
(ii) Correct Order Word (অবশ্যই শৃংখল ও সুবিন্যস্ত হতে হব)
(iii) Completeness of sence (পরিপূর্ণ অর্থ প্রকাশ ও অর্থের প্রাসঙ্গিকতা থাকতে হবে)

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

Timeline Treasures নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url