Subject কাকে বলে-Predicate কাকে বলে
আমাদের অনেকেরই বিশেষ করে অনেক শিক্ষার্থীদের Parts of Sentence বা Subject
Predicate সম্পর্কে সম্পর্কে ধারণা থাকেনা। কিন্তু Subject ও Predicate ইংরেজি
গ্রামারের প্রাথমিক এবং গুরুত্বপূর্ণ বিষয়।
আজকে এই ব্লগে Sentence এর অংশ কয়টি ও কি কি অর্থাৎ Subject & Predicate কি,
Subject ও Predicate কাকে বলে, Subject ও Predicate চেনার উপায় এই সম্পর্কে
আলোচনা করার চেষ্টা করব।
সূচিপত্রঃ- Subject ও Predicate কাকে বলে - Subject ও Predicate চেনার উপায়
Parts of Sentence
Sentence-এর অংশঃ
প্রতিটি Sentence-এর দুইটি অংশ থাকে। যথা-(1) Subject (উদ্দেশ্য)
(2) Predicate (বিধেয়)
Subject (উদ্দেশ্য)
সংজ্ঞাঃ বাক্যে যার সম্পর্কে বা যাকে উদ্দেশ্য করে কোন কিছু বলা হয় তাকে Subject বলে।
এক পা একাধিক Word একটি বাক্যের Subject হতে পারে।
উদাহরণঃ
Bangladesh is our motherland.
Birds fly in the sky.
The sky is blue.
Time flies.
The boys of this school are strong in football.
The head master of our school is a learned man.
The soldier in the first row received badges.
The after effects of the drug are very bad.
উদাহরণঃ
Bangladesh is our motherland.
Birds fly in the sky.
The sky is blue.
Time flies.
উপরের Sentence গুলোতে Underline করা Word গুলো Subject. আবার Sentence গুলোতে
একটিমাত্র Word, Subject হিসেবে ব্যবহৃত হয়েছে।
Sentence এর
Subject অংশে সাধারণত
Noun
বা Noun equivalent (সমতুল্য) শব্দ থাকে। তবে বড় Sentence-এ তাদের সঙ্গে
Adjunct (অতিরিক্ত শব্দ) যুক্ত হয়ে থাকে।
আরো পড়ুনঃ Case কাকে বলে? - Case কত প্রকার ও কি কি?
যেমন-The boys of this school are strong in football.
The head master of our school is a learned man.
The soldier in the first row received badges.
The after effects of the drug are very bad.
উপরের Sentence গুলোতে Underline করা Word গুলো Subject. যেগুলোতে একাধিক Word,
Subject হিসেবে ব্যবহৃত হয়েছে।
বাক্যে Subject (উদ্দেশ্য) চেনার উপায়ঃ
এক বা একাধিক Word একটি বাক্যের Subject হতে পারে।
কয়েকটি উপায় উল্লেখ করা হলোঃ
কয়েকটি উপায় উল্লেখ করা হলোঃ
(1) সাধারণত Subject বাক্যের শুরুতে বসে। একটি শব্দ একটি বাক্যের Subject হতে
পারে। যেমন- (কোন কিছুর নাম- person, place, thing, idea or feeling অথবা
Pronoun)
Bangladesh is a developing country.
Dhaka is the capital of Bangladesh.
Shakib is an intelligent student.
He goes to school regularly.
উপরের বাক্যগুলোতে Bangladesh, Dhaka, Shakib ও He শব্দগুলো Subject.
Dhaka is the capital of Bangladesh.
Shakib is an intelligent student.
He goes to school regularly.
উপরের বাক্যগুলোতে Bangladesh, Dhaka, Shakib ও He শব্দগুলো Subject.
(2) Subject সাধারণত Sentence-এর শুরুতে বসে। তবে অনেক সময় Predicate এর পরেও
Subject বসতে পারে। যেমন-
Down went the Titanic.
Live long Bangladesh.
উপরের বাক্যে Underline করা শব্দ দুটি Subject.
Live long Bangladesh.
উপরের বাক্যে Underline করা শব্দ দুটি Subject.
(3)কখনো কখনো একটি Noun phrase ও একটি বাক্যের Subject হতে পারে। (Nounphrase
হল Group of words যা মূলত একটি প্রধান
Noun
এবং যেকোনো Modifiers, Diterminers এর সমন্বয়ে গঠিত)
Bubli and her sister will come in the ceremony.
Jim and Dela love each other.
উপরের বাক্যে Underline করা শব্দগুলো Subject.
উপরের বাক্যে Underline করা শব্দগুলো Subject.
(4) Interrogative Sentence-এ Subject, Helping verb ও Main
Verb
এর মাঝে বসে।
Is he writting a letter?
Will Tania come soon?
Is he writting a letter?
Will Tania come soon?
উপরের বাক্য দুটিতে Is ও Will হলো Helping verb, He ও Tania হল Subject এবং
writting ও come হল Main verb.
(5) Impertative Sentence-এ অধিকাংশ সময় Subject (You, I) উহ্য থাকে। যেমন-
Open the gate. (এখানে Subject ‘You’ উহ্য)
Give me a glass of water. (এখানে Subject ‘You’ উহ্য)
Thank you. (এখানে Subject ‘I’ উহ্য)
Give me a glass of water. (এখানে Subject ‘You’ উহ্য)
Thank you. (এখানে Subject ‘I’ উহ্য)
(6) Optative Sentence-এ Subject এর আগে Predicate-এর অংশ May বসে।
May you live long.
May Allah bless you.
অথবা- Sentence এর Verb (ক্রিয়া) সহ পরবর্তী অংশকে Predicate বলে।
উদাহরণঃ
The sun rises in the east.
The teacher teaches us english.
Dead men tell no tales.
He is an honest man.
উপরের বাক্যগুলোতে Underline করা শব্দগুলো Predicate .
Jain laughes.
She dances.
Birds flie.
উপরের বাক্যগুলোতে Underline করা শব্দ বা Verb গুলো Predicate.
May you live long.
May Allah bless you.
Predicate (বিধেয়)
ইংরেজি গ্রামারে Sentence বা Clause এর দুটি প্রধান অংশের মধ্যে অন্যটি হলো
Predicate . বাক্যে সাধারণত প্রথমে Subject এবং তারপরে Predicate বসে।
Sentence এর
Verb (ক্রিয়া) Predicate অংশের মধ্যে পড়ে।
সংজ্ঞাঃ Sentence-এ Subject সম্পর্কে যা কিছু বলা হয় তাকে Predicate
বলে।অথবা- Sentence এর Verb (ক্রিয়া) সহ পরবর্তী অংশকে Predicate বলে।
উদাহরণঃ
The sun rises in the east.
The teacher teaches us english.
Dead men tell no tales.
He is an honest man.
উপরের বাক্যগুলোতে Underline করা শব্দগুলো Predicate .
বাক্যে Predicate (বিধেয়) চেনার উপায়ঃ
একটি বা একাধিক Word মিলিত হয়ে Predicate গঠন করতে পারে।
কয়েকটি উপায় উল্লেখ করা হলোঃ
কয়েকটি উপায় উল্লেখ করা হলোঃ
(1)শুধুমাত্র একটি শব্দ একটি বাক্যের Predicate হতে পারে। এমনকি একটি
Verb,
একটি বাক্যের Predicate হিসেবে ব্যবহৃত হতে পারে।
উদাহরণঃ Jemmy cries.Jain laughes.
She dances.
Birds flie.
উপরের বাক্যগুলোতে Underline করা শব্দ বা Verb গুলো Predicate.
(2) একটি Main Verb এবং যেকোনো Helping Verbs এর সমন্বয়ে গঠিত Group of
words একটি Sentence এর Predicate গঠন করতে পারে।
উদাহরণঃ
Farha will sing.
She is dancing.
The baby is crying.
Fahim will write.
উপরের বাক্যগুলোতে Underline করা শব্দগুলো বা Group of Words গুলো Predicate.
Farha will sing.
She is dancing.
The baby is crying.
Fahim will write.
উপরের বাক্যগুলোতে Underline করা শব্দগুলো বা Group of Words গুলো Predicate.
(3) অনেক সময় একটি সম্পূর্ণ Verb Phrase একটি বাক্যের Predicate গঠন করতে
পারে। (Subject ব্যতীত Main Verb এবং এর সাথে সম্পর্কিত অন্যান্য সকল
Words)
উদাহরণঃ
The grass is always greener on the other side.
Cholera broke out in the village.
I came across the lame man on the way.
Mother looked after her child.
The villagers ran after the thief.
Look after = দেখাশোনা করা
Break out = হঠাৎ ছড়িয়ে পড়া
Come across = দেখতে পাওয়া
Run after = পশ্চাদ্ধাবন করা বা পিছনে ছোটা
The grass is always greener on the other side.
Cholera broke out in the village.
I came across the lame man on the way.
Mother looked after her child.
The villagers ran after the thief.
Look after = দেখাশোনা করা
Break out = হঠাৎ ছড়িয়ে পড়া
Come across = দেখতে পাওয়া
Run after = পশ্চাদ্ধাবন করা বা পিছনে ছোটা
Timeline Treasures নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url