Analogy নির্ণয়ের কৌশল-Common Analogy Types

কতগুলো কৌশল অবলম্বন করলে মোটামুটি সহজেই Analogy Questions-এর উত্তর দেয়া যায়। নিচে কিছু technique সম্বন্ধে আলোচনা করা হলো।
Analogy নির্ণয়ের কৌশল-Common Analogy Types

Analogy নির্ণয়ের কৌশল

Technique-1:
প্রথমেই প্রশ্নে উল্লিখিত শব্দ জোড়ার মধ্যকার সম্পর্ক নির্ণয় করতে হবে। যত দ্রুত এই সম্পর্ক নির্ণয় করা যাবে, তত দ্রুত উত্তর বের করা সম্ভব হবে।।
Technique-2:
প্রথম জোড়া শব্দের মধ্যে যে সম্পর্ক রয়েছে তা একটি পূর্ণ বাক্যে বর্ণনা করার চেষ্টা করুন। যেমন-
Philatelist : Stamps
(ক) magician : display
(খ) numismatist : coins
(গ) cartographer: maps
(ঘ) astrologer : predictions
এখানে প্রথম জোড়া শব্দ দুটির সম্পর্ক একটি বাক্যে লিখলে এ রকম দাঁড়ায়---
A philatelist collects stamps অর্থৎ philatelist ঐ ব্যক্তিকে বলা হয় যে ডাকটিকিট সংগ্রহ করে। এখন বিকল্প উত্তরগুলোর দিকে তাকালে দেখতে পাই (খ) -এর সাথে প্রথম জোড়ার ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। কারণ, A numismatist collects coins. সুতরাং উভয় জোড়ার মধ্যে collection-এর সম্পর্কটি জড়িত, যা অন্যান্য জোড়ায় পাওয়া যায় না।
Technique-3:
প্রথম জোড়া শব্দের মধ্যে একটি সম্পর্ক বের করার পর যদি দেখেন যে তা বিকল্প উত্তরগুলোর সবগুলোর সাথে মিলে যায় তাহলে উক্ত সম্পর্কটিতে আরো সূক্ষ্মভাবে চিন্তা করুন। যেমন-
Bouquet : Flowers
(ক) forest : trees
(খ) husk : trees
(গ) woodpile : logs
(ঘ) drift : snow
[শব্দার্থ: Bouquet- ফুলের তোড়া; Forest- বন; Husk- খোসা; Woodpile - কাঠের ঢিবি; Logs কাঠের গুঁড়ি; Drift-তৃষার পিণ্ড]
এখানে এক বাক্যে একটি সম্পর্ক লিখলে হয়- A bouquet is made up of flowers (ফুল দিয়ে ফুলের তোড়া তৈরি হয়)। কিন্তু এই সম্পর্কটি উত্তরগুলোর সবগুলোতেই প্রযোজ্য। কারণ-
A forest is made up of trees. A husk....... ইত্যাদি। তাই প্রথম জোড়া শব্দের সম্পর্ককে আরো সুষ্ঠভাবে নির্ধারণ করতে হবে। ফুলকে গাছ থেকে কেটে/ভুলে একত্রিত করলে bouquet তৈরি হয়। এই সম্পর্কটিকে উত্তরগুলোর সাথে মেলালে তা (গ)- এর সাথে মেলে।
কারণ গাছ কেটে গুঁড়িগুলোকে (logs) একত্রিত করলে woodpile তৈরি হয়। অন্যদিকে গাছ (tree) কাটলে কিন্তু তা আর বন (forest) থাকে না। আর অন্যগুলোতে তো কাটার সম্পর্ক নেই।
Technique-4:
একটি সম্পর্ক নির্ধারণের ক্ষেত্রে শব্দের প্রধান অর্থের পাশাপাশি দ্বিতীয়/অন্যান্য অর্থের দিকেও খেয়াল রাখতে হবে, অন্যথায় ভুল করার সম্ভাবনা রয়েছে। নিচের উদাহরণটি লক্ষ্য করুন।
Embroider : Cloth
(ক) patch : quilt
(খ) chase : metal
(গ) carve : knife
(ঘ) gild : gold
[শব্দার্থ: patch তালি দেয়া; quilt তোষক; chase - ধাওয়া করা (?); carve খোদাই করা; gild-চকচকে করা।]
সাধারণত সৌন্দর্য বৃদ্ধির জন্য কাপড়ের ওপর এমব্রয়ডারি করা হয় (সুচের সাহায্যে)। উত্তরগুলোতে দেখা যায়, (ক) সুচ দিয়ে তোষক তালি দেয়া হয়; (গ) চাকু দিয়ে খোদাই করা হয় (সৌন্দর্যের জন্য); তেমনি (ঘ) সৌন্দর্য বৃদ্ধির জন্য সোনাকে চকচকে করা হয়। এখানে দেখা যাচ্ছে (ক) প্রায় কাছাকাছি। কারণ উভয় কাজে সুচ ব্যবহৃত হয়।
কিন্তু (খ) কে আমরা হিসেবেই ধরিনি। কারণ আমরা জানি chase মানে ধাওয়া করা। তাই এটা বেমানান উত্তর। প্রকৃত পক্ষে উত্তর এখানেই নিহিত। কারণ Chase-এর দ্বিতীয় অর্থ (ধাতব পাত্রে) নকশা খোদাই করা। কাপড়ের (cloth) ওপর যেমন নকশা (embroider) করা হয় তেমনি ধাতুর (metal) পাত্রে খোদাই করে নকশা (chase) করা হয়।
Technique-5:
একটি কথা অবশ্যই মনে রাখতে হবে, Analogy Questions-এ প্রথম জোড়া শব্দে যে parts of speech দেয়া হয়, বিকল্প উত্তরগুলোতেও একই parts of Verb দেয়া থাকে। যেমন ধরুন, প্রথম জোড়া শব্দ যদি Verb : Noun হয় তাহলে উত্তরগুলোতেও Verb : Noun থাকবে। পূর্বোক্ত উদাহরণগুলো লক্ষ্য করলে বিষয়টি পরিষ্কার হবে। এবার নিচের উদাহরণটিতে বুদ্ধি খাটান।
Flag : Vigor
(ক) endure : courage
(খ) tire : monotony
(গ) waver : resolution
(ঘ) flatter : charm
আমরা জানি flag মানে পতাকা, এটি একটি Noun। কিন্তু প্রথম উত্তরটিতে প্রথম শব্দ endure একটি পরিষ্কার Verb, যার অর্থ সহ্য করা/টিকে থাকা। কাজেই প্রশ্নে প্রদত্ত প্রথম জোড়ার প্রথম শব্দ flag কখনোই Noun হতে পারে না। কারণ সম্পূর্ণ Analogyটি Verb: Noun প্যার্টান দিয়ে তৈরি। তাহলে Flag অর্থ কি? flag যখন Verb হিসেবে ব্যবহৃত হয় তখন এর অর্থ অবসন্ন/নিস্তেজ হওয়া। যখন কেউ অবসন্ন হয় (Flag), তখন তার শক্তি (vigor) কমে যায়। তাই সঠিক উত্তর হবে (গ)। কেননা কেউ দোদুল্যমান/দ্বিধান্বিত (waver) হলে তার সংকল্পে (resolution) ভাটা পড়ে।

Common Analogy Types (অ্যানালজির সাধারণ ধরণ)

উপরোক্ত আলোচনা থেকে এটা পরিস্কার যে, Analogy তে প্রদত্ত শব্দ জোড়ার সম্পর্ক (Relationship) নির্ধারণই মুখ্য বিষয়। দুটি শব্দের সম্পর্কের ধরণ যদি জানা থাকে তাহলে Analogy সমাধান করা অনেকাংশে সহজ হবে।

সম্পর্ক ১ঃ

Relationship of Definition: একটি শব্দ আরেকটি শব্দের সংজ্ঞা হতে পারে। যেমন-
Refuge : Shelter
আশ্রয় কেন্দ্র (Refuge) হচ্ছে এক ধরনের আশ্রয়স্থল বা shelter। এখানে দ্বিতীয় শব্দটি প্রথম শব্দের সংজ্ঞা।

সম্পর্ক ২ঃ

Defining Characterstic: একটি শব্দ আরেকটি শব্দের সংজ্ঞায় তার বৈশিষ্ট্য বর্ণনা করতে পারে। যেমন- Tiger : Carnivorous
বাঘ এমন এক প্রাণী, যার বৈশিষ্ট্য হচ্ছে সে camivorous বা মাংসাশী।

সম্পর্ক ৩ঃ

Class and Member: দুটি শব্দের মধ্যে 'শ্রেণী: সদস্য' সম্পর্ক হতে পারে। যেমন-
Amphibian : Frog
Amphibian (উভচর প্রাণী) একটি শ্রেণী। ব্যাঙ (Frog) তার একটি সদস্য।
Sonnet : Poem
Poem (কবিতা) এক শ্রেণীর সাহিত্যকর্ম, আর Sonnet এর একটি শ্রেণীবিভাগ। কাজেই এদের সম্পর্ক Member: Class ।

সম্পর্ক ৪ঃ

Synonyms: একটি শব্দ অন্যটির synonym বা সমার্থক অথবা কাছাকাছি সমর্থবোধক হতে পারে।
Lengthen : Prolong (21st BCS)
এখানে শব্দ দুটি সমার্থক, যার অর্থ-প্রলম্বিত করা, দীর্ঘায়িত করা।
Verbose : Wordiness
বাগাড়ম্বরপূর্ণ (Verbose) বক্তৃতা বেশি শব্দপূর্ণ (wordiness) হয়ে থাকে। এখানে দ্বিতীয় শব্দটি প্রথম শব্দের কাছাকাছি সমার্থক।
Solicitous : Concern
যে ব্যক্তি কোনো বিষয়ে বেশি উদগ্রীব (Solicitous), ঐ বিষয়ে তার বেশি উদ্বেগ (concem) থাকে। এখানে শব্দ দুটি near synonymous অথবা দ্বিতীয়টিকে প্রথমটির synonym variant বা বিকল্প সমার্থবোধক বলা যেতে পারে।
Nervous : Poise
ধৈর্যের (poise) অভাব থাকা মানে nervous হওয়া। সুতরাং এ দুটি শব্দ কাছাকাছি সমার্থক।

সম্পর্ক ৫ঃ

Antonyms: একটি শব্দ আরেকটির বিপরীতার্থক অথবা কাছাকাছি বিপরীতার্থক হতে পারে।
Eager : Indifferent (21st BCS)
Eager অর্থ ইচ্ছুক, Indifferent অনিচ্ছুক, অনীহা।
সুতরাং শব্দ দুটি একটি আরেকটির Antonym।
Abstinent : Gorge (গোর্জ)
যে খেতে চায় না (Abstinent), সে কি কখনো রাক্ষসের মতো খেতে (gorge) পারে? সুতরাং দ্বিতীয়টি প্রথমটির Antonym Variant।
Conscious : Careless (24th BCS)
Conscious অর্থ সচেতন এবং Careless অর্থ উদাসীন বা অসচেতন। অতএব শব্দ দুটি একটি আরেকটির Antonym ।

সম্পর্ক ৬ঃ

Part to Whole: একটি শব্দ আরেকটির অংশবিশেষ অর্থাৎ দুটি শব্দের মাঝে Whole : Part তথা ‘পূর্ণাঙ্গ বস্তুঃ বস্তুর অংশ বিশেষ’ জাতীয় সম্পর্ক থাকতে পারে। যেমন-
Island : Archipelago
আর্কিপেলাগো বলা হয় দ্বীপপুঞ্জকে, আর Island (দ্বীপ) হলো তার একটি অংশবিশেষ। সুতরাং Island হলো Part, আর Archipelago হলো Whole।

Canto : Poem

একটি বড় কবিতা বা মহাকাব্যের অংশকে cante বলা হয়।
Shard : Poem
কবিতার খণ্ডিত অংশকে Shard বলা হয়।

সম্পর্ক ৭ঃ

Function: একটি শব্দ দ্বারা আরেকটি শব্দের function বা কাজ বর্ণনা করা হতে পারে। যেমন-
Asylum : Refuge
আশ্রয় কেন্দ্রের (Asylum) কাজ হচ্ছে মানুষকে আশ্রয় (Refuge) দেয়া।
Ballast : Stability
Ballast হচ্ছে জাহাজের সাথে বাঁধা এক জাতীয় ভারি বস্তু, যার কাজ জাহাজকে স্থির (stable) রাখা।

সম্পর্ক ৮ঃ

Worker and Tool (কর্তা ও করণের সম্পর্ক): দুটি শব্দের মধ্যে এরূপ সম্পর্ক হতে পারে যে, একটি শব্দ এক ধরনের যন্ত্র (tool), যা দিয়ে আরেকজন (অন্য শব্দটি) কাজ করে।
Carpenter : Saw (18th BCS)
করাত (Saw) হলো এক ধরনের যন্ত্র যা দিয়ে কাঠমিস্ত্রী (carpenter) কাজ করে।
নাম এবং অন্যটি দ্বারা ঐ যন্ত্রের কাজ বর্ণনা করা হয়।
Painter : Brush
চিত্রকর (painter) তুলি (brush) দিয়ে কাজ করে।
Sickle : Reaper
ফসল কাটার জন্য কৃষক (Reaper) যে যন্ত্রটি ব্যবহার করে তা হচ্ছে Sickle বা কাস্তে।

সম্পর্ক ৯ঃ

Worker and Article Created (কর্তা ও তার সৃষ্ট কর্মের সম্পর্ক) দুটি শব্দের মধ্যে এ রকম সম্পর্ক হতে পারে যাতে একটি হবে কর্তা (worker) এবং অন্যটি হবে তার সৃষ্ট কর্ম।
Poet : Sonnet
একজন কবির সৃষ্ট কর্ম হলো Sonnet বা চতুর্দশপদী কবিতা। এখানে Poet হলো worker এবং sonnet হলো তার সৃষ্ট কর্ম বা Article Created।
Architect : Blueprint
একজন স্থপতির (Architect) সৃষ্ট কর্ম হচ্ছে নকশা (Blueprint)।
Mason : Wall
Wall হচ্ছে একটি সৃষ্ট কর্ম, যার worker হলেন একজন Mason বা রাজমিস্ত্রী।

সম্পর্ক ১০ঃ

Worker and Workplace (কর্তা ও কর্মক্ষেত্রের সম্পর্ক)
Lawyer : Court
একজন আইনজীবীর কর্মক্ষেত্র হচ্ছে court বা আদালত।
Musician : Conservatory
একজন সঙ্গীতজ্ঞ/সুরকার যেখানে কাজ/অধ্যয়ন/গবেষণা করেন তার নাম হচ্ছে conservatory বা সঙ্গীতশালা।
Miner : Quarry
খনি শ্রমিকের (Miner) কর্মক্ষেত্র হলো কয়লা খনি (Quarry/pit)।

সম্পর্ক ১১ঃ

Tool and its Action (যন্ত্র ও এর কাজ): দুটি শব্দ এমন হতে পারে যাদের একটি দ্বারা কোনো যন্ত্রের নাম এবং অন্যটি দ্বারা ঐ যন্ত্রের কাজ বর্ণনা করা হয়।
Drill : Bore
ড্রিল মেশিনের কাজ হচ্ছে গর্ত বা ছিদ্র করা (Bore)।
Crowbar : Pry
ভারী বস্তু ওঠানো (Pry) নামানোর জন্য যে মাথা বাঁকা লৌহদণ্ড ব্যবহৃত হয় তাকে Crowber বলে।
Sieve : Sift
চালনি (sieve) এমন একটি যন্ত্র, যা দিয়ে চালা (sift) হয়।

সম্পর্ক ১২ঃ

Worker and Action (কর্তা ও কাজ)
Financer : Invest
অর্থ লগ্নিকারীর (Financer) কাজ হচ্ছে Invest বা বিনিয়োগ করা।
Acrobat : Cartwheel
শারীরিক কসরত প্রদর্শনে পারদর্শী ব্যক্তির (Acrobat) একটি কাজ হচ্ছে ডিগবাজি (cartwheel) দেয়া।
Tenor : Aria
একজন পুরুষ শিল্পী (Tenor) একাই যে সঙ্গীত পরিবেশন করে তাকে Aria বা একক সঙ্গীত বলা হয়।

 সম্পর্ক ১৩ঃ

Cause and Effect (কার্যকারণ সম্পর্ক): একটি 'বিষয়/ঘটনা আরেকটি বিষয় ঘটনার কারণে ঘটতে পারে।
Soporific : Sleepiness
নিদ্রাকর (Soporific) কোনো ওষুধ বা পানীয় নিদ্রালুতার (sleepiness) কারণ হতে পারে। এখানে নিদ্রাকর বড়ি হচ্ছে Cause। আর Sleepiness হচ্ছে তার Effect বা প্রতিক্রিয়া।
Fire : Ashes (18th BCS)
অগ্নিকাণ্ডের ফলশ্রুতিতে যা পাওয়া যায় তা হচ্ছে Ashes বা ছাই।
Event : Memories
কোনো ঘটনা (Event) ঘটার ফলে যা মনে থাকে তা হলো স্মৃতি'(Memories)।

সম্পর্ক ১৪ঃ

Manner (ধরণ) একটি শব্দ আরেকটি শব্দের বিশেষ ধরণ বা ঢং বর্ণনা করতে পারে।
Stare : Glance (18th BCS)
stare (স্থির দৃষ্টিতে দেখা) হচ্ছে তাকানোর (Glance) একটি ধরণ।
Strut : Walk
Strut হলো হাঁটার একটি ঢং, যা দ্বারা অহঙ্কার প্রকাশ পায়।
Mumble : Speak
Mumble হচ্ছে কথা বলার (Speak) একটি ধরণ, যার অর্থ হচ্ছে মিন মিন করে কথা বলা।

সম্পর্ক ১৫ঃ

Action and its Significance (কাজ ও এর গুরুত্ব): কোনো কোনো সময় একটি শব্দ অন্যটির গুরুত্ব বর্ণনা করে থাকে অর্থাৎ ঐ শব্দ দ্বারা কি বুঝানো হচ্ছে তা সে বর্ণনা করে।
Wince : Pain
কেউ কোনো অঙ্গ (যেমন কপাল/ক্র) কুচকালে (Wince) বোঝা যায় সে ব্যথা পাচ্ছে।
Prostration: Submissiveness
সেজদার (Prostration) দ্বারা আনুগত্য/আত্মসমর্পণ (submissiveness) প্রকাশ পায়।
Blush : Discomfiture
লজ্জায় কারো মুখ রক্তিমাভার (Blush) হলে বোঝা যায় যে, সে অস্বস্তি (Discomfiture) বোধ করছে।

সম্পর্ক ১৬ঃ

Degree of Intersity (তীব্রতার পরিমাণ): দুটি শব্দের মধ্যে অর্থগত দিক থেকে কম-বেশি তীব্রতা বুঝানো হতে পারে।
Fond : Doting
দুটি শব্দ দ্বারাই আগ্রহ প্রকাশ করা হয় কিন্তু Doting চেয়ে Fond কম আগ্রহ প্রকাশ করে।
Grasping : Rapacious
শব্দ দুটির অর্থ লোভী। কিন্তু প্রথমটি কম। দ্বিতীয়টি বেশি।

সম্পর্ক ১৭ঃ

Spatial Sequence (স্থান পরম্পরা)
Roof : Foundation
একটি ভবনের ছাদ (Roof) হচ্ছে সর্বোচ্চ স্থান এবং Foundation সর্বনিম্ন স্থান।

সম্পর্ক ১৮ঃ

Symbol (প্রতীক)
Pigeon : Peace
কবুতর শান্তির প্রতীক

সম্পর্ক ১৯ঃ

Lack of (অভাবে)
Anarchy : Government
সরকারের অভাবে অরাজকতা দেখা দেয়।

সম্পর্ক ২০ঃ

Sex (লিঙ্গগত সম্পর্ক)
Doe : Stag
অর্থ- Doe-স্ত্রী হরিণ, Stang-পুরুষ হরিণ।

Relationships at a Glance

Relation No Type Example
সম্পর্ক-০১ Definition Refuge : Shelter
সম্পর্ক-০২ Charecteristics Tiger : Carnivorous
সম্পর্ক-০৩ Class : Member Amphibian : Frog
সম্পর্ক-০৪ Synonym Lengthen : Prolong
সম্পর্ক-০৫ Antonym Eager : Indifferent
সম্পর্ক-০৬ Part : Whole Stanza : Poem
সম্পর্ক-০৭ Function Asylum : Refuge
সম্পর্ক-০৮ Worker : Tool Painter : Brush
সম্পর্ক-০৯ Worker : Article Created Poet : Sonnet
সম্পর্ক-১০ Worker : Workplace Lawyer : Court
সম্পর্ক-১১ Tool : Its Action Drill : Bore
সম্পর্ক-১২ Worker : Action Financer : Invest
সম্পর্ক-১৩ Cause : Effect Fire : Ashes
সম্পর্ক-১৪ Manner Stare : Glance
সম্পর্ক-১৫ Action : Its Significance Wince : Pain
সম্পর্ক-১৬ Degree of Intensity Abhor : Hate
সম্পর্ক-১৭ Spatial Sequence Roof : Foundation
সম্পর্ক-১৮ Symbol Pigeon : Peace
সম্পর্ক-১৯ Lack of Anarchy : Government
সম্পর্ক-২০ Sex Doe : Stag

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

Timeline Treasures নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url