Voice কাকে বলে-Voice কত প্রকার ও কি কি
ইংরেজি গ্রামারের একটি গুরুত্বপূর্ণ টপিক Voice. কথাবার্তা কিংবা লেখায় আপনার
ভাষাকে মাধুর্যপূর্ণ এবং সাবলীল করতে Voice শেখা বাধ্যতামূলক। Voice ব্যবহার করার
মাধ্যমে আপনার মনের ভাবকে সুন্দরভাবে উপস্থাপন করা যায়।
ছাত্র-ছাত্রী কিংবা যারা পেশাগত কাজে দক্ষতার জন্য
ইংরেজি শিখতে চান তাদের জন্য আজকের এই
টপিকটি সহায়ক হবে।
সূচিপত্রঃ- Voice কাকে বলে-Voice কত প্রকার ও কি কি
Voice কাকে বলে
কোন
Sentence-এর
Subject নিজেই Verb-টির কাজ সম্পন্ন করে, নাকি Subject-এর ওপর ওই Verb-টির কাজ
সম্পন্ন হয়, সেটি বোঝানোর জন্য Voice ব্যবহৃত হয়।
আবার,
Voice হলো Verb-এর এমন একটি গঠন যার মাধ্যমে Subject নিজেই কিছু করে বা অন্যের
কাজ Subject-এর ওপর এসে পড়ে তা বোঝানো হয়।
Subject (কর্তা)-র কাজ প্রকাশ করার দুইটি উপায় রয়েছে। যথা-
(১) কর্তা কাজ করে।
(২) কর্তার ওপর কোনো কাজ করা হয়।
এইভাবে Subject-এর কাজ বা কার্য প্রকাশ করার রীতিকে Voice (বাচ্য) বলে।
নিচের বাক্যগুলো লক্ষ্য করুনঃ
- I saw a bird.
- Zayan writes a letter.
ওপরের Sentence দুইটির Subject (I, Zayan) নিজেই কাজ করে। অর্থাৎ, Subject
সক্রিয় বা Active.
একইভাবে,
- Samiya sings a gong.
- Mahin plays a game on mobile.
ওপরের Sentence দুইটির Subject (Samiya, Mahin) নিজেই কাজ করে। অর্থাৎ, Subject
সক্রিয় বা Active.
এবার নিচের বাক্যগুলো লক্ষ্য করুনঃ
The marriage ceremony of my elder brother was held yesterday.
উপরের Sentence-টির Subject (The marriage ceremony of my elder brother) নিজের
কাজ নিজে সম্পন্ন করছে না বরং অন্যের দ্বারা কাজটি সম্পন্ন করা হচ্ছে। সুতরাং,
এখানে Subject টি নিষ্ক্রিয় বা Passive.
অনুরূপভাবে,
The guests were cordially welcomed by the host.
এই Sentence-টির Subject (The marriage ceremony of my elder brother) নিজের কাজ
নিজে সম্পন্ন করছে না বরং অন্যের দ্বারা কাজটি সম্পন্ন করা হচ্ছে। সুতরাং এখানেও
Subject নিষ্ক্রিয় বা Passive.
[Voice is the form of the verb which indicates whether the subject
does/acts the work or something is done/acted upon it.]
Voice এর প্রকারভেদ
Transitive Verb-এর Voice দুই প্রকার।
(১) Active Voice.
(২) Passive Voice.
Active Voice
যে Sentence-র Subject নিজেই Verb-র কাজ সম্পন্ন করে তাকে Active Voice বলে।
যেমন-
I eat rice.
You see a bird.
এখানে Subject হলো ‘I ও You’ এবং Verb হলো ‘eat ও see’. Sentence দুটিতে Subject
নিজেরাই ‘eat বা খাওয়া’ এবং ‘see বা দেখার’ কাজটি সম্পন্ন করছে।
Passive Voice
যে Sentence-র Subject নিজে Verb-র কাজ সম্পন্ন করে না বরং Verb-এর কাজটি
Subject-এর উপর সম্পন্ন হয়, তাকে Passive Voice বলে। যেমন-
Rice is eated.
A bird is seen by you.
এখানে Subject হলো ‘Rice ও A bird’ এবং Verb হলো ‘eat ও see’. Sentence দুটিতে
Subject নিজে ‘eat বা খাওয়া’ এবং ‘see বা দেখার’ কাজটি সম্পন্ন করছে না।
খাওয়ার কাজটি ‘Rice’ এর উপর এবং দেখার কাজটি ‘A bird’ এর উপর সম্পন্ন হচ্ছে।
অর্থাৎ, ‘Rice’ কেই খাওয়া হয় এবং ‘A bird’ কেই দেখা হয়।
Active Voice থেকে Passive Voice-এ রুপান্তর করার সাধারণ নিয়মঃ
(ক) Active Voice-এর Object টি Passive Voice-এর Subject হয়। (Subject এবং Object
একে অন্যের জায়গায় বসে।)
(খ) Passive Voice-এর Subject অনুযায়ী “be” verb
(am/is/are/was/were/have/has/had) এর যেকোনো একটি রূপ বসে।
(গ) Principal Verb-এর Past participle Form হয়।
(ঘ) Principal Verb-এর পরে ও Passive Voice-র Object-এর আগে by (সব সময় নয়)
বসে।
(ঙ) Active Voice-এর Subject টি Passive Voice-এর Object হয়।
(চ) Modal Verb যুক্ত বাক্যের ক্ষেত্রে Modal Verb-এর পর অতিরিক্ত একটি ‘be’ বসে।
Note:
Passive Voice-এ রূপান্তরের সময় "by object" সব সময় অপরিহার্য নয়। যখন কে কার্যটি
সম্পাদন করেছে তা সঠিকভাবে জানা যায় না অথবা জানা গুরুত্বপূর্ণ নয় তখন Passive
Voice-এ ‘by’ ব্যবহারের প্রয়োজন হয় না। যেমন-
Jute is grown in Bangladesh.
Tense ভিত্তি Voice-এর পরিবর্তনঃ
বিভিন্ন ধরণের হয়ে থাকে যেমন- Tense ভিত্তিক, Double Object যুক্ত বাক্য,
Factitive Verb, Cognate Verb, Quasi-passive Verb যুক্ত বাক্য, Interrogative
Sentence ইত্যাদি। এখানে শুধু Tense ভিত্তিক Asstertive Sentence-এর Voice
পরিবর্তন আলোচনা করা হয়েছে।
Present Tense ভিত্তিকঃ
Asstertive Sentence-এর ক্ষেত্রেঃ
Present Indefinite Tense:
Structure:
Active: Subject + V1 + Object.
Passive: Object + (am/is/are) + V3 + by + Subject.
আরো পড়ুনঃ Subject ও Predicate চেনার উপায়
Example:
Active: We eat rice.
Passive: Rice is eaten by us.
Present Continuous Tense:
Structure:
Active: Subject + am/is/are + (verb+ing) + Object.
Passive: Object + (am being/is being/are being) + V3 + by + Subject.
Example:
Active: They are making a noise.
Passive: A noise is being made by them.
Present Perfect Tense:
Structure:
Active: Subject + have/has + v3 + Object.
Passive: Object + (have been/has been) + V3 + by + Subject.
Example:
Active: I have seen a bird.
Passive: A bird has been seen by me.
Present Perfect Continuous Tense:
Structure:
Active: Subject + (have been/has been) + (verb+ing) + Object + (since/for) +
Time.
Passive: Object + (have been being/has been being) + V3 + by + Subject +
(since/for) + Time.
Example:
Active: He has been doing the work for 2 hours.
Passive: The work has been being done by him for 2 hours.
Past Tense ভিত্তিকঃ
Asstertive Sentence-এর ক্ষেত্রেঃ
Past Indefinite Tense:
Structure:
Active: Subject + V2 + Object.
Passive: Object + (was/were) + V3 + by + Subject.
Example:
Active: We ate rice.
Passive: Rice was eaten by us.
Past Continuous Tense:
Structure:
Active: Subject + was/were + (verb+ing) + Object.
Passive: Object + (was being/were being) + V3 + by + Subject.
Example:
Active: They are watching TV.
Passive: TV was being watched by them.
Past Perfect Tense:
Structure:
Active: Subject + had + v3 + Object.
Passive: Object + (had been) + V3 + by + Subject.
আরো পড়ুনঃ Article কাকে বলে-Use of articles
Example:
Active: He had told the story.
Passive: The story had been told by him.
Past Perfect Continuous Tense:
Structure:
Active: Subject + (had been) + (verb+ing) + Object + (since/for) + Time.
Passive: Object + (had been being) + V3 + by + Subject + (since/for) + Time.
Example:
Active: They had been catching fish since morning.
Passive: Fish had been being caught by them since morning.
Future Tense ভিত্তিকঃ
Asstertive Sentence-এর ক্ষেত্রেঃ
Future Indefinite Tense:
Structure:
Active: Subject + shall/will + Object.
Passive: Object + (shall be/willbe) + V3 + by + Subject.
Example:
Active: I shall help you.
Passive: You will be helped by me.
Future Continuous Tense:
Structure:
Active: Subject + shall be/will be + (verb+ing) + Object.
Passive: Object + (shall be being/will be being) + V3 + by + Subject.
Example:
Active: We shall be playing football.
Passive: Football will be being played by us.
Future Perfect Tense:
Structure:
Active: Subject + shall have/will have + v3 + Object.
Passive: Object + (shall have been/will have been) + V3 + by + Subject.
Example:
Active: They will have finished the work
Passive: The work will have been finished by them.
Future Perfect Continuous Tense:
Structure:
Active: Subject + (shall have been/will have been) + (verb+ing) + Object +
(since/for) + Time.
Passive: Object + (shall have been being/will have been being) + V3 + by +
Subject + (since/for) + Time.
Example:
Active: They will have been playing cricket for 1 hour.
Passive: Cricket will have been being played by them for 1 hour.
Timeline Treasures নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url