ইন্টারনেট কাকে বলে, কত প্রকার ও কি কি
ইন্টারনেট এর সাথে আমরা সবাই পরিচিত। আমাদের জীবনের প্রতিটি মূহূর্ত ইন্টারনেটের
সাথে অতপ্রতভাবে জড়িত। আমাদের অনেকের দিনের শুরুটা হয় Facebook, Twitter,
WhatsApp সহ সকল সামাজিক যোগাযোগ মাধ্যম Check করার মাধ্যমে।
কিন্তু আমাদের অনেকেরই ইন্টারনেট সম্পর্কে স্পষ্ট ধারণা নেই। যে জিনিসটা সবসময়
ব্যবহার করি সে সম্পর্কে আমাদের ভালো ধারণা থাকা উচিত।ইন্টারনেট আমাদের দৈনন্দিন
কাজের সাথে জড়িত। ইন্টারনটের মাধ্যমে আমাদের জীবন প্রতিনিয়ত প্রভাবিত হচ্ছে।
সূচিপত্রঃ- ইন্টারনেট কাকে বলে কত প্রকার ও কি কি
ইন্টারনেট কাকে বলে
ইন্টারনেট হলো একটি বিশাল নেটওয়ার্ক যা সারা বিশ্বের কম্পিউটারকে সংযুক্ত করে
রেখেছে। মানুষ ইন্টারনেট সংযোগের মাধ্যমে যেকোনো জায়গা থেকে তথ্য আদান-প্রদান
করতে পারে এবং যোগাযোগ করতে পারে। ইন্টারনেট হলো পৃথিবীর বিস্তৃত কম্পিউটার
নেটওয়ার্ক। এটি অসংখ্য নেটওয়ার্কের সংযোগে তৈরি নেটওয়ার্ক। এটা বিশেষ ধরণের
গেটওয়ে বা রাউটারের মাধ্যমে কম্পিউটার নেটওয়ার্কগুলো একে-অপরের সাথে সংযোগ করার
মাধ্যমে গঠিত হয়।
১৯৮২ সালে বিভিন্ন নেটওয়ার্কের মধ্যে সংযোগের উপযোগী টিসিপি/আইপি (TCP/IP:
Transmission Control Protocol/ Internet Protocol) প্রোটোকল উদ্ভাবনের সাথে
ইন্টারনেট শব্দটি চালু হয়। ইন্টারনেট ব্যবহারের জন্য প্রধানত নিম্নলিখিত
উপাদানগুলো প্রয়োজন-
১. কম্পিউটার, ২. মডেম, ৩. টেলিফোন লাইন, ৪. ইন্টারনেট সংযোগ এবং ৫. সফটওয়্যার।
ইন্টারনেট এর পূর্ণরূপ কি
ইন্টারনেট একটি ইয়রেজি শব্দ। ইন্টারনেট বা Internet এর পূর্ণরুপ হচ্ছে
Interconnected network (ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক)। ইন্টারনেট বা Internet
শব্দটি এসেছে ‘Inter’ এবং ‘net’ এই দুইটি শব্দ থেকে। ‘Inter’ শব্দের অর্থ ভেতরে
এবং ‘net’ শব্দের অর্থ জাল। সুতরাং, Internet শব্দের অর্থ হলো ভেতরের জাল বা
অন্তর্জাল। Internet কে সংক্ষেপে ‘Net’ নামে পরিচিত।
ইন্টারনেটের উপাদান
ইন্টারনেটের উপাদানগুলো হলো User বা ব্যবহারকারী, তথ্য, টেলিযোগাযোগ ব্যবস্থা এবং
কম্পিউটার ইত্যাদি।
ইন্টারনেট এর জনক কে
ইন্টারনেট আবিষ্কৃত হয় ১৯৮৩ সালের ১লা জানুয়ারী। ১৯৮৩ সালের পূর্বে অনেক
নেটওয়ার্ক থাকলেও সেগুলোর নির্দিষ্ট স্ট্রাকচার না থাকার কারণে সেই নেটওয়ার্ক
গুলো সফলতা পায়নি। তবে Internet আবিষ্কারের কথা বলতে গেলে দুইজন ব্যক্তির নাম
প্রথমেই আসে তাঁরা হলেন রবার্ট ই কান এবং ভিনটন জি কার্ফ। এই দুইজনের মধ্যে
ইন্টারনেট এর জনক হলেন Vinton Gray Cerf. ইন্টারনেট আবিষ্কারের মূলে রয়েছে
Transmission Control Protocol (TCP) এবং Internet Protocol (IP) এই দুইটি জিনিস।
(TCP) এবং (IP) আবিষ্কারের মাধ্যমে গোটা বিশ্ব ইন্টারনেট জগতে প্রবেশ করে।
প্রযুক্তির উন্নতির ধারার ফলে নতুন নতুন সংযোজনের ফলে ইন্টারনেট আজকে দ্রূতগতি
সম্পন্ন এবং ব্যাপক সুবিধাসম্পন্ন হয়েছে।
ইন্টারনেট আবিষ্কার এর ইতিহাস
ইন্টারনেট আবিষ্কারের গোড়াপত্তন হয়েছিলো মার্কিন যুক্তরাষ্ট্রে। মার্কিন
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার
উদ্দেশ্যে ইন্টারনেট এর যাত্রা শুরু হয়েছিলো। প্রথমবারের মতো আমেরিকার
ক্যালিফোর্নিয়ায় যোগাযোগের জন্য ১৯৬৯ সালে ১৪ ই জানুয়ারি একটি নেটওয়ার্ক
ব্যবস্থার তৈরি করা হয়। এই যোগাযোগ ব্যবস্থা তৈরি করেছিলো মার্কিন প্রতিরক্ষা
দফতরের গবেষণাকারীরা। ইন্টারনেটের পূর্বনাম ছিলো “আর্পানেট” (ARPANET)।
আরো পড়ুনঃ
কম্পিউটারের ইতিহাস এর বিবর্তন
“নিউক্লিয়ার ইবেন্ট” এর মাধ্যমে মার্কিন সামরিক বাহিনী ও সরকারের মধ্যে তথ্য
আদান-প্রদান করার উদ্দেশ্য “আর্পানেট” (ARPANET) আবিষ্কার করা হয়েছিলো। পরবর্তিতে
১৯৭৪ সালে “আর্পানেট” (ARPANET) নামক নেটওয়ার্ক সিস্টেমটি ইন্টারনেট নাসে পরিচিতি
লাভ করে। ইন্টারনেট একটি নিদ্দিষ্ট সময়ে আবিষ্কৃত হয়নি তাই ইন্টারনেট আবিষ্কারের
সঠিক সময় বলা সম্ভব নয়। একটি প্রযুক্তি আবিষ্কারের পর ধীরে ধীরে সম্প্রসারণের ফলে
ইন্টারনেট ব্যবস্থার সম্প্রসারণ ঘটেছে। ১৯৯০ সালের দিকে Internet service
provider এর আবির্ভাব ঘটে। ১৯৯০ সালের মাঝামাঝি সময়ে Internet বাণিজ্যিক রূপ
আত্নপ্রকাশ করে।
ইন্টারনেটের প্রকারভেদ
সাধারণত ব্যবহারকারীগণ দুভাবে ইন্টারনেট গ্রাহক হতে পারেন। যথা-
(১) অনলাইন ইন্টারনেট। (২) অফলাইন ইন্টারনেট।
অনলাইন ইন্টারনেটঃ
Online Internet হচ্ছে একটি কম্পিউটারে সার্বক্ষণিক ইন্টারনেটে সংযোগ রাখা। এর
জন্য কম্পিউটারের একটি নির্দিষ্ট IP (Internet Protocol) Address-এর প্রয়োজন পড়ে।
অনলাইন ইন্টারনেটে সাধারণত বড় বড় কোম্পানি সংযোগ স্থাপন করে থাকে।
অফলাইন ইন্টারনেটঃ
ব্যবহারকারীর নিকটবর্তী কোনো ISP (Internet Service Provider)-এর সার্ভারের
মাধ্যমে ইন্টারনেট সংযোগ স্থাপন করার প্রক্রিয়াই অফলাইট ইন্টারনেট বলে পরিচিত।
এছাড়াও ইন্টারনেটকে বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে কয়েকভাগে ভাগ করা হয়েছে। যেমন-
- ডায়াল-আপ (Dial-up)
- ডিএসএল (DSL)
- স্যাটেলাইট (Satellite)
- ক্যাবল ( Cable)
- ওয়ারলেস (Wireless)
- সেলুলার (Cellular)
ডায়াল-আপ ইন্টারনেট (Dial up internet)
স্ট্যান্ডার্ড মোবাইল লাইন ব্যবহার করে যে Internet সংযোগ পাওয়া যায় তাকে
ডায়াল-আপ ইন্টারনেট বলে। এই প্রক্রিয়ার মাধ্যমে মোবাইলে ইন্টারনেট কানেকশন পেতে
১০ সেকেন্ড সময় লাগে। এই ইন্টারনেট সংযোগ ধীরগতি সম্পন্ন। তাই এটি ব্যবহারকারীর
কাছে এই সংযোগটি গ্রহণযোগ্যতা পায়নি।
ডিএসএল ইন্টারনেট (DSL internet)
ব্যবহারকারীর কাছে গ্রহণযোগ্যতা বাড়াতে ধীরগতির ডায়াল-আপের পরিবর্তে দ্রুতগতি
সম্পন্ন ডিএসএল ইন্টারনেট বাজারে আসে।
আরো পড়ুনঃ
বুটিং কি - বুটিং কত প্রকার ও কি কি?
ডিএসএল ইন্টারনেটটি ছিলো মূলত cable connection. ডিএসএল ইন্টারনেটের গতি ছিলো
ডায়াল-আপের চেয়েও ১০০ গুণ বেশি। এটি ব্যবহারকারীর কাছে যথেষ্ট গ্রহণযোগ্যতা
পেয়েছে।
স্যাটেলাইট ইন্টারনেট (Satellite internet)
Satellite হলো তারবিহীন দ্রুতগতিসম্পন্ন ইন্টারনেট পরিসেবা। ব্যবহারকারীরা
স্যাটেলাইট ইন্টারনেটের মাধ্যমে সর্বোচ্চ ইন্টারনেট পরিসেবা পেয়ে থাকে।
ক্যাবল ইন্টারনেট (Cable internet)
ক্যাবল ইন্টারনেট সংযোগের মাধ্যমে কম্পিউটার কিংবা ল্যাপটপে Internet সংযোগ দেওয়া
হয় যেটি ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ নামে পরিচিত। এটি ব্যবহারকারীদের কাছে
সবচেয়ে জনপ্রিয় এবং দ্রুতগতিসম্পন্ন একটি মাধ্যম।
ওয়ারলেস ইন্টারনেট (Wireless internte)
দুটি মাধ্যম স্বল্প দূরত্বে অবস্থান করে একে অন্যের সাথে সংযোগ স্থাপনের মাধ্যমে
যখন তথ্য আদান-প্রদান করে তখন তাকে ওয়ারলেস ইন্টারনেট কানেকশন বলে।
সেলুলার ইন্টারনেট (Cellular Internet)
আমরা মোবাইল ফোনে যে ইন্টারনেট সংযোগ ব্যবহার করি তাকে সেলুলার ইন্টারনেট বলে।
সেলুলার ইন্টারনেট কানেকশন ব্যবহারকারীদের কাছে খুবই জনপ্রিয়। সেলুলার ইন্টারনেট
কানেকশনের সবচেয়ে বড় সুবিধা হলো এটি যেকোন জায়গায় ব্যবহার করা যায়।
Timeline Treasures নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url