Sentence কাকে বলে-Sentence কত প্রকার ও কি কি
একটি sentence বা বাক্য হলো কতগুলো শব্দের (word) সমষ্টি যেগুলো সঠিক বিন্যাসে
পাশাপাশি বা একত্রে বসে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে। একটি বাক্য
(sentence) হলো ভাষার মৌলিক একক (basic unit) যা একটি সম্পূর্ণ চিন্তা বা ভাব
প্রকাশ করে থাকে। এটি কতিপয় ব্যাকরণগত নিয়ম অনুযায়ী এই চিন্তা বা মনের ভাব প্রকাশ
করে থাকে।
অন্যথায়, দুই বা ততোধিক শব্দপাশাপাশি বসার পরেও যদি সম্পূর্ণ রূপে মনের ভাব বা
কথা প্রকাশ না করে তাহলে তাকে বাক্য বলা যাবে না। একটি সম্পূর্ণ বাক্য গঠণের জন্য
শব্দগুলোকে অবশ্যই সঠিক ক্রম বজায় রেখে সাজাতে হবে। সঠিক ভাবে সাজানোর পরেও যদি
বাক্যটি দ্বারা সঠিক অর্থ প্রকাশ না পায় তাহলেও তাকে বাক্য (Sentence) বলা
যাবেনা।
Table Of Content: Sentence কাকে বলে-Sentence কত প্রকার ও কি কি
Sentence কাকে বলে
দুই বা ততোধিক শব্দপাশাপাশি বসার পরেও যদি সম্পূর্ণ রূপে মনের ভাব বা কথা প্রকাশ
করে তাহলে তাকে বাক্য বলে।
[A sentence is a group of words which gives a complete meaning and it must
have a subject and a finite verb.] যেমন-
Sneha is the most beautiful girl in the class.
Fahim goes to school.
Cows give milk.
We all love honesty.
এক বা একাধিক clauses (বাক্যাংশ) নিয়ে একটি পূর্ণাঙ্গ বাক্য গঠিত হয়, এবং একটি
বাক্যে কমপক্ষে একটি ‘subject’ এবং একটি ‘Main verb বা Finite verb ‘ থাকে।
যেমন-
She dances.
Moon sleeps.
উপরের বাক্য দুটিতে ‘She ও Moon’ হচ্ছে Subject এবং ‘dances ও sleeps’ হচ্ছে
Verb।
আবার,
একটি subject, একটি verb এবং একটি object বা একটি complement নিয়েও একটি বাক্য
গঠিত হতে পারে। যেমন-
She loves me very much. (Object)
She can play the violin. (Object)
She is beautifu. (Complement)
A few eggs are rotten. (Complement)
একটি বাক্য বা Sentence কখনো single-worded (একপদী), আবার কখনো multi-worded
(বস্তুপদী) হতে পারে। Spoken English- -এ Sentence-এ কখনো verb থাকে, কখনো
থাকেনা।
Single-worded Sentence:
Single-worded sentence-গুলো সাধারণত শুধু verb দিয়ে গঠিত হয়। এগুলো Imperative
sentence-এর অন্তর্ভুক্ত। যেমন-
Do.
Come.
Go.
Verb ছাড়াও single-worded sentence হতে পারে। যেমন-
Yes.
No.
Stop.
Halt.
Thanks. ইত্যাদি।
Multi-worded sentence:
Multi-worded sentence-গুলোতে সাধারণত subject এবং verb থাকে। তবে অনেক ক্ষেত্রে
verb ছাড়াও এ ধরনের sentence হতে পারে। যেমন-
Multi-worded sentence (with verbs)
Multi-worded sentence (without verbs)
What are you reading, Jhuma?
English, Mum.
How many days are there ahead of your exam?
15 days only.
Have you finished reading all the subjects?
No, not yet.
Are you worried?
Not at all.
তবে, Spoken English-এ Berbless Sentence এবং বাক্যের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হলেও
Written English- এ Sentence পূর্ণরূপ ব্যবহার করতে হবে।
আরো পড়ুনঃ
Tense কাকে বলে-Tense কত প্রকার ও কি কি
Kinds of Sentence | বাক্যের প্রকারভেদ
দুটি দিক বিবেচনা করে Sentence কে ভাগ করা হয়ে থাকে।
(১) অর্থের দিক বিবেচনা করে।
(২) গঠনগত দিক বিবেচনা করে।
অর্থগত ভাবে Sentence কত প্রকার | According to meaning:
অর্থভেদে Sentence পাঁচ প্রকার। যথা-
(1) Assertive Sentence (বিবৃতিমূলক বাক্য)
(2) Interrogative Sentence (প্রশ্নবোধক বাক্য)
(3) Imperative Sentence (আদেশ, অনুরোধ বা প্রস্তাবসূচক বাক্য)
(4) Optative Sentence (ইচ্ছাবোধক/ প্রার্থনাসূচক বাক্য)
(5) Exclamatory Sentence (আবেগসূচক বাক্য)
Assertive Sentence (বিবৃতিমূলক বাক্য):
যে Sentence দ্বারা কোন বর্ণনা বা বিবৃতি প্রকাশ পায়, তাকে Assertive Sentence
বলে। অথবা, যে Sentence দ্বারা কেবলমাত্র কোন ব্যক্তি, বস্তু বা পদার্থের বর্ণনা
ওেয়া হয়, তাকে Assertive Sentence বলে।
যেমন-
She sings a song.
They play cricket
The boys are playing in the sun.
I know him.
উপরের Sentence গুলোতে দেখা যাচ্ছে যে এদরে দ্বারা বর্ণনা বা বিবৃতি প্রকাশ
পাচ্ছে। সুতরাং গুলো Assertive Sentence।
Assertive Sentence-এর প্রকারভেদঃ
Assertive Sentence তিন প্রকার। যথাঃ-
(1) Affirmative Sentence (হ্যাঁ-বোধক)
(2) Negative Sentence (না-বোধক)
(3) Emphatic Sentence (জোরালো রূপ)
Affirmative Sentence:
যে Sentence-এ কোন বিবৃতি স্বীকার করা হয়, তাকে Affirmative Sentence বলে। যেমন-
Structure: Subject + Verb + Extension.
Example:
Rubi loves flower.
He is a rich man.
I shall always remember you.
They are runing in the field.
Negative Sentence:
যে Sentence-এ কোন বিবৃতি অস্বীকার করা হয়, তাকে Negative Sentence বলে। যেমন-
Example:
He is not a poor man.
She doesn't take tea.
I shall never forget you.
Does he not go to school?
Emphatic sentence:
Simple present/ Simple past tense-এর sentence-গুলোর main verb-এর পূর্বে do
(do/does/ did) বসিয়ে Emphatic sentence করা হয়। যেমন-
I do like meat.
He does love her.
She did cook fried chicken.
Affirmative বাক্যকে Negative করার নিয়ম:
(১) Affirmative Sentence-এ Auxiliary Verb (am,is,are,was,were,have,has,had,
Modal Auxiliary Verb) ইত্যাদি থাকলে এদের পর Not/No বসালেই বাক্যটি Negative হয়ে
যায়।
Structure: Subject + Auxiliary verb + not + Extension.
Example:
(2) Affirmative Sentence-এ Auxiliary Verb না থাকলে Present Indefinite Tense-এ
‘do not’, ‘does not’ এবং Past Indefinite Tense-এ ‘did not’ বসিয়ে Negative করতে
হয়।
Structure: Subject + do/does/did + not + Main Verb + Extension.
Note 01: (i) Present Indefinite Tense-এর Subject 3rd Person Singular Number
হলে ‘Dos not’ ব্যবহৃত হয়। অন্য ক্ষেত্রে ‘Do not’ বসে। Does ব্যবহৃত হলে Main
Verb-এর শেষে আর ‘s/es’ যুক্ত হয় না।
(ii) Past Indefinite Tense-এ ‘Did not’ ব্যবহুত হয়। ‘Did not’ ব্যবহুত হলে Main
Verb-টি আর Past Form-এ থাকেনা, Present Form হয়।
Note 02: Noun-এর পূর্বে ‘No’ এবং Verb ও Adjective-এর পূর্বে ‘Not’ বসে।
Interrogative Sentence (প্রশ্নসূচক বাক্য):
যেসব Sentence দিয়ে কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে কোনো কিছু জানার জন্য
জিজ্ঞাসা বা প্রশ্ন করা হয়, তাদেরকে Interrogative Sentence বলে।
[A sentence that asks a question is called Interrogative Sentence] যেমন-
Do you play football?
Have you taken your breakfast?
What is your name?
Are you writing a letter?
উপরের Sentence-গুলো দ্বারা প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে, তাই এগুলো Interrogative
Sentence। ২৪টি Auxiliary Verb এবং ৯টি Wh-word দিয়ে Interrogative Sentence তৈরি
করা হয়।
Interrogative Sentence-এ প্রকারভেদঃ
Interrogative Sentence-কে তিন ভাগে ভাগ করা হয়।
(1) ‘Wh’ question.
(2) Yes/no question যা Auxiliary Verb দ্বারা শুরু হয়। যেমন-
(3) Tag question (প্রশ্নের সংক্ষিপ্তরূপ)।
Wh-questions:
যেসব প্রশ্ন wh-word (যেমন- Who, what, when, which, where, how, etc) দিয়ে শুরু
হয়, সেগুলোকে Wh-questions বলে।
Structure-1: Wh-word + verb + subject + extension + ?
Examples:
Who are you?
Why are you here?
What is this?
What is your name?
Structure-2: Wh-word + auxiliary verb + subject + main verb + noun/
extension + ?
Examples:
What are you doing here?
Where will you go tomorrow?
Where did you go yesterday?
What did he tell you?
Yes/No or Verbal questions:
যেসব প্রশ্ন verbs (যেমন- do, did, am, is, are, was, were, have, has, had,
shall, will, ইত্যাদি) দিয়ে শুরু হয়, সেগুলোকে Yes/No বা Verbal questions বলে।
Structure: Auxiliary verb + subject + main verb + extension + ?
Examples:
Are you going to school?
Do you like tea?
Does she go to school?
Have you done your homework?
Is she beautiful?
Note: উপরের Sentence-গুলোকে Yes/ No বা Verbal questions বলা হয়। কারণ,
এই প্রশ্নগুলোর উত্তর শুরু হয় 'Yes' বা 'No' দিয়ে। যেমন-
Ques. Do you like ice-cream?
Ans. Yes, 1 do.
Ques: Are you going to school?
Ans. Yes, I am.
Tag question (প্রশ্নের সংক্ষিপ্তরূপ)
কোন Statement/Sentence-এর শেষে প্রশ্ন জুড়ে দেওয়াকে Tag question বলে। যেমন-
I did the work, didn't I?
She reads a book, doesn't she?
Everybody likes flowers, don't they?
Fahim can play football, can't he?
উপরের বাক্য গুলোর ‘didn't I, doesn't she, don't they, can't he’ এগুলো Tag
question।
এছাড়াও Interrogative sentence-কে দু'ভাগে ভাগ করা যায়। যথা-
(i) Affirmative Interrogative sentence (হ্যাঁ-সূচক)
(ii) Negative Interrogative sentence (না-সূচক)
Examples:
Do they play cricket? (Affirmative Interrogative Sentence)
Is she beautiful? (Affirmative Interrogative Sentence)
Do you play tennis? (Affirmative Interrogative Sentence)
Do they not play cricket? (Negative Interrogative Sentence)
Isn't she beautiful? (Negative Interrogative Sentence)
Don't you play tennis? (Negative Interrogative Sentence)
Imperative Sentence (অনুজ্ঞাসূচক বাক্য):
যে Sentence দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, প্রস্তাব, নিষেধ, ইত্যাদি বুঝায়, তাকে
Imperative Sentence বলে। Imperative sentence-এ সাধারণত subject 'you' উহ্য
থাকে। যেমন-
Go to school.(You go to school.)
Don't run in the sun. (You don't run in the sun.)
Imperative Sentence-এর গঠনঃ
(a) আদেশ বোঝালেঃ Verb + Extension.
Go home.
Wait here.
(b) অনুরোধ বোঝালেঃ Please/ Kindly ইত্যাদি Sentence-এর প্রথমে বা পরে
বসানো হয়। তবে Please যদি বাক্যের শেষে বসানো হয়, সেক্ষেত্রে এটির পূর্বে comma
(কমা) বসাতে হয়। যেমন-
Please give me some money.
Kindly help him.
Lend me your book, please.
আরো পড়ুনঃ
Voice কাকে বলে-Voice কত প্রকার ও কি কি
Note: Imperative sentence-কে Negative করতে sentence-এর প্রথমে 'Do not'
বসাতে হয়। তবে subject 'you' ব্যবহৃত হলে সেক্ষেত্রে Negative করতে 'Don't' বসাতে
হয়। যেমন-
Don't you go there. (Do not you go there. হবে না)
Do not/ Don't call a taxi.
(c) First & Third Person এর ক্ষেত্রে ‘Let’ দ্বারা Command শুরু করতে
হয় এবং first ও third Person-এর Subject-এর পরিবর্তে Object বসে। যেমন-
Structure: Let + me/himthem/her/us + verb + Extension.
Let me go.
Let the baby play.
Let her sing a song.
Let him speak.
Note: তবে অনেক ক্ষেত্রে Adverb দ্বারাও শুরু হতে পারে। যেমন-
Never tell a lie.
Note: Imperatine Sentence কখোন Past বা Future Tense-এ হয়না। এটি সর্বদাই
Present Tense-এ হয়ে থাকে।
Optative Sentence (ইচ্ছা বা আশীর্বাদসূচক বাক্য)
যে Sentence দ্বারা কোন প্রার্থনা, আশীর্বাদ বা ইচ্ছা প্রকাশ করা হয়, তাকে
Optative Sentence বলে। Optative sentence সাধারণত ‘May’ দ্বারা শুরু হয়।
Structure: May + Subject + Verb + Extension.
Examples:
May you be happy.
May Bangladesh prosper day by day.
May your brother pass the exam.
May Allah bless you.
এক ধরনের বাক্য 'May' দ্বারা বা 'May' উহ্য রেখে দু'ভাবেই লেখা যায়। যেমন-
May our president live long.
Or, Long live our president.
Note: Would that দিয়েও Optative Sentence গঠন করা যায়। যেমন-
Would that I could be a child again.
Would that I could buy a car.
Exclamatory Sentence (আবেগসূচক বাক্য)
যে Sentence-এ মনের আকস্মিক আবেগ, বিস্ময় বা ভাব প্রকাশ করা হয়, তাকে Exclamatory
Sentence বলে। যেমন-
What a beautiful bird it is!
Hurrah! We have won the game.
উপরের Sentence-গুলো দ্বারা মনের আকস্মিক ভাব বা উচ্ছাস প্রকাশ পাচ্ছে। তাই এগুলো
Exclamatory Sentence। সাধারণত ‘How বা What’ দ্বারা Exclamatory Sentence শুরু
হয়। Adjective-এর পৃর্বে a/an থাকলে ‘What’ বসে এবং অন্যক্ষেত্রে ‘How’ বসে।
Note: How ও What (very, much, great) অর্থে ব্যবহৃত হয়।
(1) Structure: What a/an বা How + adjective + subject + verb + Note of
Exclamation(!)
What a beautiful flower it is!
How nice the scenery is!
(2) Structure: If/had + subject + verb + extension + Note of
Exclamation(!)
If i were a famous poet!
Had I the wings of a bird!
(3) Structure: Interjection + (!) + Assertive Sentence.
Bravo! You have got the prize.
Alas! His mother is dead.
Fie! you are a thief.
গঠনগত ভাবে Sentence কত প্রকার | According to Structure:
Structure (গঠন) অনুযায়ী Sentence তিন প্রকার। যথা-
1. Simple Sentence (সরল বাক্য)
2. Complex Sentence (জটিল বাক্য)
3. Compound Sentence (মিশ্র/ যৌগিক বাক্য)
Simple Sentence:
যে Sentence-এ একটি Subject এবং একটি Finite Verb (প্রকাশিত বা উহ্য) থাকে, তাকে
Simple Sentence বলে। যেমন-
He can play piano.
She ate an apple.
Birds fly in the sky.
উপরের sentence-গুলোতে একটি করে subject (He, she, birds) এবং এটি করে finite
verb (play, ate, fly) রয়েছে। তাই এগুলো Simple Sentence।
Note 1: অনেক সময় দুটি simple sentence-এর subject-কে conjunction দ্বারা
যুক্ত করে একটি simple sentence তৈরি করা যায়। এক্ষেত্রে and, but, both ....
and, either or, neither.... nor, not only but also- এই conjunction-গুলো
ব্যবহৃত হয়। যেমন-
Zayan is going to village home.
His father is going to village home.
Zayan and his father are going to village home.
উপরের দুইটি simple sentence-এর subject (Zayan ও His father) কে conjunction
‘and’ দ্বারা যুক্ত করে একটি simple sentence তৈরি করা হয়েছে।
Note 2: আবার দুটি simple sentence-এর object-কে 'and', 'both... and',
ইত্যাদি conjunction দ্বারা যুক্ত করে একটি simple sentence তৈরি করা যায়। যেমন-
I greeted Luba.
I greeted her sister.
I greted Luba and her sister.
উপরের দুইটি simple sentence-এর object (Luba ও Her sister) কে conjunction ‘and’
দ্বারা যুক্ত করে একটি simple sentence তৈরি করা হয়েছে।
Note 3: দুটি simple sentence-এর Adjective complements-কে যুক্ত করেও
একটি simple sentence তৈরি করা। যায়। যেমন-
It was cold yesterday.
It was wet yesterday.
It was cold and wet.
উপরের দুইটি simple sentence-এর Adjective complements (Cold ও Wet) কে
conjunction ‘and’ দ্বারা যুক্ত করে একটি simple sentence তৈরি করা হয়েছে।
Note: এছাড়াও simple sentence-এ Gerund, Participle, Infinitive থাকে।
যেমন-
Walking is a good exercise.
He saw a tiger killing a deer.
He went to market to buy a book.
উপরের বাক্য গুলোতে (Walking, killing, to buy) হলো Gerund, Participle,
Infinitive।
Complex Sentence:
যে Sentence-এ একটি Principal Clause এবং এক বা একাদিক Subordinate Clause থাকে,
তাকে Complex Sentence বলে। যেমন-
I know that the girl can dance.
He is the boy who speaks the truth.
উপরের Sentence-এ (He is the boy ও I know) হচ্ছে Principal Clause এবং (that the
girl can dance ও who speaks the truth) Subordinate Clause। তাই বাক্য গুলো
Complex Sentence.
Note: Complex sentence যদি Independent clause দ্বারা শুরু হয়,
সেক্ষেত্রে clause-গুলোর মাঝে কোন comma (,) বসবে না। কিন্তু যদি Dependent/
Subordinate clause দ্বারা শুরু হয়, তাহলে Subordinate clause-এর পরে comma (,)
বসাতে হয়। যেমন-
He is playing well although he is not fit.
উপরের বাক্যটি Independent clause বা Principle Clause দ্বারা শুরু হয়েছে তাই এর
পরে comma (,) বসেনি।
Although he is ill, he is working well.
উপরের বাক্যটি Dependent clause বা Subordinate Clause দ্বারা শুরু হয়েছে তাই এর
পরে comma (,) বসেছে।
Note: Complex Sentence এ Since, As, Because, Though, Although, When,
Wher, Who, Why, So....that, So that, If, Unless ইত্যাদি Conjunction থাকতে
পারে। Complex Sentence এ একের অধিক Finite Verb থাকে।
Compound Sentence:
যখন কোন Sentence-এ একাধিক Principal clause, Coordinating Conjunction দ্বারা
যুক্ত হয়, তখন তাকে Compound Sentence বলে। যেমন-
I went to Dhaka and met my uncle.
He is rich but honest.
Work hard or you will fail in life.
I like an apple but my brother likes a banana.
উপরের প্রথম Sentence-গুলোতে (I went to Dhaka, I met my uncle, He is rich, He
is honest, I like an apple, My brother likes a banana) Principal Clause গুলো
Coordinating Conjunction (and, but, or) দ্বারা যুক্ত হয়েছে। তাই বাক্যগুলো
Compound Sentence।
Note: ‘and’ দ্বারা যুক্ত Compound Sentence-এর Subject যদি একই হয় তবে
'and' এর পরে Subject বসে না।
Timeline Treasures নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url