Clause কাকে বলে-Clause কত প্রকার ও কি কি
ইংরেজি গ্রামারের একটি গুরুত্বপূর্রণ টপিক হচ্ছে Clause। ইংরেজি শিখতে এবং
সাবলীলভাবে ইংরেজিতে কথা বলতে হলে Clause-এর উপর ভালো দক্ষতা থাকতে হবে। Clause
এবং Phrase একই জিনিস নয়। Clause এবং Phrase-এর মধ্যে পার্থক্য রয়েছে।
Clause এবং Phrase-এর মধ্যে পার্থক্য জানা না থাকলে Clause এবং Phrase চিহ্নিত
করা সম্ভব নয়। এখানে Clause কি এবং Clause-এর প্রকারভেদ সম্পর্কে বিস্তারিত
আলোচনা করা হয়েছে।
Table of Content:
Clause কাকে বলে । What is clause?
Clause শব্দের অর্থ বাক্যাংশ বা বাক্যের অংশ। যখন কোন শব্দ সমষ্টিতে একটি
Subject
এবং একটি Finite verb থাকে এবং যেটি নিজেই একটি পূর্রণাঙ্গ
Sentence
গঠন করে অথবা একটি
Part of speech-এর মত ব্যবহৃত হয়ে একটি বৃহৎ Sentence এর অংশ হিসেবে কাজ করে তখন সেই শব্দ
সমষ্টিকে Clause বলে। উদাহরণের মাধ্যমে বিষয়টি পরিষ্কার হওয়া যাক। যেমন-
I know him.
উপরের বাক্যটিতে একটি মাত্র Subject, একটি Finite Verb এবং একটি Object রয়েছে।
এখানে (I = Subject, know = Finite Verb, him = Object) এই শব্দ সমষ্টি Sentence
হওয়ার সকল শর্ত পূরণ করে বলেই এটি একটি Sentence বা Clause।
আবার,
I know his address.
উপরের বাক্যটিতে “ his address.” হচ্ছে দুইটি শব্দের সমন্বয়ে গঠিত একটি Object.
এই শব্দ সমষ্টির মধ্যে কোন Subject বা Finite Verb বা সমাপিকা ক্রিয়া নেই।
সেইসাথে এটি বাক্যে একটি Part of speech-এর মত কাজ করছে। সুতরাং এটি হচ্ছে
Phrase।
এবার নিচের বাক্যটি লক্ষ করুণ-
I know where he lives.
উপরের বাক্যটিতে ‘I’ হলো Subject, ‘know’ হলো Finite Verb এবং “where he lives.”
অংশটি হলো ‘know’ Finite Verb-এর Object। “where he lives.” অংশটি তিনটি শব্দের
সমষ্টি হলেও এটিকে Phrase বলা যাবেনা। কারণ এই অংশে একটি Subject, ‘he’ এবং একটি
Finite Verb বা সমাপিকা ক্রিয়া ‘lives’ রয়েছে। সম্পূর্ণ অংশটি ‘know’ Finite
Verb-এর Object হিসেবে কাজ করছে। আবার, ‘I know where he lives.’ একটি পরিপূর্ণ
বাক্য এবং “where he lives.” অংশটি একটি পরিপূর্ণ বাক্যের অধীনস্ত বাক্যাংশ।তাই
এটি আমরা Clause বলতে পারি।
[A clause is a group of words which forms a sentence or a part of sentence
or acts as a single unit of parts of speech and has a subject and a finite
verb.]
Examples:
I know the boy who is honest.
She has a nose pic which is made of diamond.
উপরের Sentence দুটি লক্ষ করলে আমরা দেখতে পাই “who is poor.” এবং “which is made
of diamond.” এই দুটি বাক্যাংশে একটি করে Subject ও একটি করে Finite verb রয়েছে।
সুতরাং, এ দুটি বাক্যাংশকে আমরা Clause বলতে পারি।
Clause-এর বৈশিষ্ট্য
উপরের আলোচনা থেকে Clause-এর যে বৈশিষ্ট্য গুলো পাওয়া যায়-
(১) Clause হলো কতগুলো শব্দের সমষ্টি।
(২) শব্দ সমষ্টিতে একটি Subject ও একটি Finite verb থাকবে।
(৩) Finite verb তাকা সত্তেও এটি কোন Sentence নয়। কেটি Sentence-এর অংশ হিসেবে
কাজ করে মাত্র।
স্বরণীয়ঃ Clause যে Sentence-এর অংশ হিসেবে কাজ করে সেই Sentence-এর
নিজেস্ব Finite verb থাকে। যেমন-
We eat so that we may live.
বাক্যটিতে “that we may live.” হলো Clause এবং ‘eat’ হলো প্রধান Sentence-এর
Finite verb।
Clause-এর প্রকারভেদ । Kinds of Clause
Clause তিন প্রকার। যথা-
1. Principal Clause or Independent Clause
2. Subordinate Clause or Dependent Clause
3. Coordinate Clause
Principal Clause:
যে Clause-এ একটি Subject ও একটি Finite verb (সমাপিকা ক্রিয়া) থাকে এবং মূল
Sentence থেকে আলাদা করা হলেও স্বতন্ত্রভাবে অর্থ প্রকাশ করতে পারে তাকে
Principal Clause বলে। অর্থাৎ, যে Clause অন্য কোন Clause-এর ওপর নির্ভরশীল না
হয়েও স্বাধীনভাবে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে, তাকে Principal Clause বলে।
Example:
He is honest though he is poor.
Everybody respects a man who is honest.
He passed the exam as he worked hard.
উপরের Sentence গুলোতে Bold করা অংশ গুলো Principal Clause, কারণ এরা Sentence-এর
অন্য অংশের ওপর নির্ভরশীল নয় এবং মূল Sentence থেকে আলাদা করলেও সম্পূর্ণ অর্থ
প্রকাশ করতে পারে। তাই এরা Principal Clause।
Sub-ordinate Clause:
যে Clause এর একটি Subject ও একটি Finite verb থাকা সত্তেও স্বাধীনভাবে অর্থ্য
প্রকাশ করতে পারে না। অর্থ্য প্রকাশের জন্য Principal Clause-এর সাহায্যের
প্রয়োজন হয়। তাকে Sub-ordinate Clause বলে। Principal Clause-এর নির্ভরশীল বলে
এদেরকে Dependent Clause ও বলা যায়।
Example:
I saw him on the field when he was playing football.
He doesn't know when I will go.
He could not attend the meeting because he was ill.
উপরের Sentence গুলোতে Underline করা অংশ গুলো Principal Clause। এবং Bold করা
অংশ গুলো Sub-ordinate Clause। কারণ, Sub-ordinate Clause গুলো Principal Clause
এর সাহায্য ছাড়া সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না।
Sub-Ordinate Clause-এর প্রকারভেদঃ
Sub-Ordinate Clause আবার তিন প্রকার। যথা-
(i) Noun Clause
(ii) Adjective Clause
(iii) Adverbial Clause
Noun Clause:
যে Sub-ordinate clause কোন Sentence-এ
Noun-এর কাজ করে তাকে Noun Clause বলে।
Example:
I know that he is brilliant.
Can you tell me how he finished it?
That he is a scholar is known to all.
The fact is that I am tired.
উপরের Sentence গুলোতে Italic করা অংশ গুলো Sub-ordinate clause। এবং এরা বাক্যে
Noun-এর কাজ সম্পন্ন করছে তাই এরা Noun Clause।
Adjective Clause:
যে Sub-Ordinate Clause, Sentence-এ
Adjective-এর কাজ করে তাকে Adjective Clause বলে। অর্থাৎ Adjective Clause বাক্যে
Adjective এর মত Noun কে modify করে। Adjective সাধারণত Noun এর আগে অথবা Linking
Verb এর পরে বসে। কিন্তু Adjective Clause সর্বদা Noun এর পরে বসে।
Examples:
This is the boy who made the mistake.
I know the time when he comes.
The boy whose mobile was lost was poor.
There is no mother but loves her child.
উপরের Sentence গুলোতে Italic করা অংশ গুলো Adjective Clause।
Adverbial Clause:
যে Sub-Ordinate Clause,
Sentence-এ
Adverb-এর কাজ করে তাকে Adverbial Clause বলে। Adverbial Clause বাক্যে Adverb-এর মত
Adjective,
Verb
বা অন্য কোনো Adverb-কে, এমনকি একটি Sentence কে Modify করে।
Adverbial Clause-এর প্রকারভেদ
Adverbial clause নিম্নোক্ত ভাবে কাজ করে থাকেঃ
Adverb Clause of Time (সময়):
কাজের সময় বোঝানোর জন্য এ ধরনের Clause ব্যবহার করা হয়। Adverb Clause of Time
সাধারণত Before, After, When, While, Whenever, Till, Until, Since, ইত্যাদি
দ্বারা শুরু হয়।
আরো পড়ুনঃ
Case কাকে বলে? - Case কত প্রকার ও কি কি?
Examples:
Wait untill I come.
He came in this village when he was a child.
He came here after I had left.
Adverb Clause of Place (স্থান):
যে কোন স্থান বোঝানোর জন্য এ ধরণের Clause ব্যবহার করা হয়। Adverb Clause of
Place সাধারণত Where, Wherever, Whence ইত্যাদি দ্বারা শুরু হয়।
Examples:
We will visit where you live.
Stay where you are.
You may travel wherever you want.
Adverb Clause of Manner (ধরণ):
কোন কাজ সংঘটিত হওয়ার ধরণ বোঝানোর জন্য এ ধরণের Clause ব্যবহার করা হয়। Adverb
Clause of Manner সাধারণত As দ্বারা শুরু হয়।
Examples:
He helped as we expected.
Write down as I say.
Adverb Clause of Reason (কারণ):
Principal Clause-এর কার্য সম্পাদন হওয়া বা না হওয়ার কারণ বোঝানোর জন্য এ ধরণের
Clause ব্যবহার করা হয়। অর্থাৎ, এরা কোন প্রশ্নের উত্তর প্রদান করে।
Adverb Clause of Reason সাধারণত Since, As, Because, That ইত্যাদি দ্বারা শুরু
হয়।
Examples:
Since he was ill, he could not join the class.
As he is ill, he cannot play the game.
I am pleased that you have helped me.
Adverb Clause of Purpose (উদ্দেশ্য):
কোন উদ্দেশ্য বোঝানোর জন্য এ ধরণের Clause ব্যবহার করা হয়। Adverb Clause of
Purpose সাধারণত That, So that, Lest, In order that ইত্যাদি দ্বারা শুরু হয়।
Examples:
We eat so that we may live.
He works hard in order that he may shine in life.
Read attentively lest you might fail in the exam.
Adverb Clause of Result (ফলাফল):
কাজের ফলাফল বোঝানোর জন্য এ ধরণের Clause ব্যবহার করা হয়। Adverb Clause of
Result সাধারণত That, So.....that, Such.... that ইত্যাদি দ্বারা শুরু হয়।
Examples:
He is so weak that he cannot walk.
You are such a fool that nobody can trust you.
Adverb Clause of Condition (শর্ত):
কোন শর্ত বোঝানোর জন্য এ ধরণের Clause ব্যবহার করা হয়। Adverb Clause of
Condition সাধারণত If, Unless, Whether, In case, Provided, Provided that,
Supposing that, on condition ইত্যাদি দ্বারা শুরু হয়।
Examples:
If I can I will help you.
You must wait until I come back.
It is all the same whether you come or not.
Adverb Clause of Concession:
বক্তব্যের বিপরীতে কোন ধারণা প্রকাশের জন্য এ ধরণের Clause ব্যবহার করা হয়।
Adverb Clause of Concession সাধারণত Though, Although, Even though, Even, Even
if ইত্যাদি দ্বারা শুরু হয়।
Examples:
Though the man is poor, he is honest.
Although he was present in the judgement, he said nothing.
Even if you are in deep water, I will help you.
Adverb Clause of Comparison (তুলনা):
তুলনা বোঝানোর জন্য জন্য এ ধরণের Clause ব্যবহার করা হয়। Adverb Clause of
Comparison সাধারণত As.... as, Such .... as, So.... as, Than, The same.....as
ইত্যাদি দ্বারা শুরু হয়।
Examples:
You are not so clever as your brother.
My friend is smarter than I.
You are not as short as your brother.
Co-ordinate Clause:
যখন দুই বা তার অধিক একই জাতীয় Clause/Pricnipal Clause কোন Co- ordinating
Conjunction
দ্বারা সংযুক্ত হয় তখন তাকে Co-ordinate Clause বলে। বাক্যে সাধারণত Co-
ordinating Conjunction হিসেবে And, Both, Both and, Also, Too, Either...or,
Neither...nor, As well as, Not only....but also, But, Still, Only, Therefore,
Now, Well, Otherwise, Or, Yet, While, The, So, So then, No less than, No more
than Novertheless, Nonetheless, However, Whereas, Else ইত্যাদি ব্যবহৃত হয়।
Examples:
He is poor but he is honest.
Do or die.
Fahim and Mahim went to market.
The sky was clear and the weather was fine.
উপরের Sentence গুলোতে “buty, or, and” হলো Co- ordinating Conjunction। এরা
প্রত্যেকেই দুটি করে Principal Clause কে যুক্ত করে একটি Sentence তৈরি করেছে।
সুতরাং এরা প্রত্যেকে Co-ordinate Clause।
More Examples:
It was dark everywhere and we could not go out.
He was poor but he was honest.
Timeline Treasures নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url