Mood কাকে বলে-Mood কত প্রকার ও কি কি

আমরা Verb-এর কাজকে ভিন্ন ভিন্ন ভাবে প্রকাশ করে থাকি। বাক্যে কর্তার ভাবকে ভিন্ন ভিন্ন ভাবে প্রকাশ করার জন্য Verb-এর Mood ব্যবহার করা হয়।
Mood কাকে বলে-Mood কত প্রকার ও কি কি

Table of Content:-

Mood কাকে বলে

Verb-এর কাজের বিভিন্ন প্রকার প্রকাশ ভঙ্গী বা রীতিকে Mood বলা হয়।
(A Mood shows the mode or manner in which a statement is made by the verb.)
নীচের বাক্যগুলো পড়ুন-
He gave me a pen. (সে আমাকে একটি কলম দিয়েছিল।)
Please give me a pen. (দয়া করে আমাকে একটি কলম দিন।)
If you give me a pen, I shall give you a ice-cream.
(তুমি যদি আমাকে একটি কলম দাও, তাহলে আমি তোমাকে একটি বই দিব।)
উপরের বাক্যগুলোতে একই verb ‘give’ বিভিন্ন ভাবে মনের ভাব প্রকাশ করছে। (১ম বাক্য) বিবৃতি প্রকাশ করছে, (২য় বাক্য) অনুরোধ প্রকাশ করছে, (৩য় বাক্য) শর্ত প্রকাশ করছে। মনের ভাব প্রকাশ করার জন্য Verb এর এই রীতিকে Mood বা “ভাব” বলে।

Mood-এর প্রকারভেদ

Mood-কে প্রথমত দুই ভাগে ভাগ করা হয়।

(১) Finite Mood.
(২) Infinitive Mood.

Finite Mood তিন প্রকার। যথাঃ

(1) The Indicative Mood.
(2) The Imperative Mood.
(3) The Subjunctive Mood.

The Indicative Mood

যে ‘Verb’ দ্বারা সাধারণভাবে কোন কাজের বর্ণনা বা কোন প্রশ্ন জিজ্ঞাসা করা বুঝায়, তাহাকে Indicative Mood বলে। এখানে মাত্র দুইটি শব্দের উপর গুরুত্ব দেয়াই যথেষ্ট। বর্ণনা ও প্রশ্ন।
(A verb that makes a simple statement or asks any question is called the Indicative Mood.)
যথা-
She goes to school.
Are you ill?
She dances.

Indicative Mood- এর ব্যবহার

(a) Affirmative বা Negative Sentence-এ কোন ঘটনা বা কাজের সাধারণভাবে বর্ণনা দিতে-
We play.
She doesn't read a book.
Time and tide wait for none.
(b) কোন প্রশ্ন জিজ্ঞাসা করিতে-
Will you go to school?
Do you play cricket?
(c) কোন অনুমান বা কল্পনাকে সত্য বলে প্রকাশ করতে-
If you try, you understand the problem.

The Imperative Mood

আদেশ, উপদেশ, অনুরোধ, প্রার্থনা, এগুলো প্রকাশ করতে Verb এর যে Mood হয় তাকে Imperative Mood বলে। এখানে, আদেশ, উপদেশ, অনুরোধ, ও প্রার্থনা শব্দ চারটি বিশেষ শব্দের প্রতি মনোযোগ রাখতে হবে।
(A verb which expresses an advice, an order or a request is called the Imperative Mood.)
যথাঃ-
Please run to the doctor for my sake.

Imperative Mood- এর ব্যবহারঃ

(a) Imperative Mood-এ শুধু 2nd Person হয় এবং কর্তা প্রকাশ থাকে না। তবে বাক্যে 1st এবং 3rd Person কে Imperative Mood- এ ব্যবহার করলে বাক্যের প্রথমে ‘Let’ বসাতে হয়। যথা-
Let her go there.
(b) Imperative Mood- এর Verb সর্বদাই Present Tense হয়। যথাঃ-
Go home.
Walk in the morning.
Read attentively.
আরো পড়ুনঃ Sentence কাকে বলে - Sentence গঠনের এর শর্তগুলো কি কি
(c) নিষেধ বুঝাইতে- Do not make a noise.
(d) আদেশ বুঝাইতে- Go out at once.
(e) অনুরোধ বুঝাইতে- Please, Allah help us. Kindly lend me your pen.
(f) উপদেশ বুঝাইতে- Always speak the truth.
(g) শর্ত বুঝাইতে- Come in and I will save you.
Note: প্রশ্নবোধক বাক্যে এই Mood-এর ব্যবহার চলে না।

The Subjunctive Mood

যে Verb দ্বারা কোন কাজ সম্পন্ন হওয়ার শর্ত, অনুমান, সন্দেহ, মতামত ইত্যাদি বুঝায়, তাকে Subjunctive Mood বলে।
(The Subjunctive Mood is the mood of uncertainty. It expresses an action under a condition.) যথা-
May you live long.
May Allah save us.
NOTE: Subjunctive Mood সব সময় কাল্পনিক ঘটনাকে প্রকাশ করে। এতে সাধারণত একটি বাক্য একের অধিক Clause দ্বারা যুক্ত হয়। এজন্যে এর এরূপ নাম হয়েছে Subjunctive = সংযোজক।

Subjunctive Mood- এর ব্যবহার

ইচ্ছা বা প্রার্থনা বোঝাতে-
May Allah bless us. (আল্লাহ আমাদের মঙ্গল করুন।)
I wish that you were a doctor. (তুমি যদি একজন ডাক্তার হতে।)
সন্দেহ বোঝাতে-
Believe it or not (বিশ্বাস কর বা না কর), the Titanic was such a vast ship.
অবাস্তব কামনা বোঝাতে-
Would that I were a bird! (আমি যদি একটি পাখি হতাম).
If I were a king, I would give you what you wanted.
If I were a cuccoo I would sing for you.
NOTE. Subjunctive Mood এর অবাস্তব কামনা বুঝাতে first, second, third person-এর “be” Verb হিসাবে “Were” ব্যবহৃত হয়।
Inc. If I was a king, I would give you much property. (সম্পত্তি),
Cor. If I were a king, I would give you much property.
Inc. I wish I was a doctor (আমি যদি ডাক্তার হতাম)
Cor. I wish I were a doctor.
NOTE: নিচের বাক্যটি পড়ুন-
If Sima gives me fifty taka, I will give her the book.
প্রস্তাব বোঝাতে-
It is proposed that the matter should be dropped.
শর্ত বোঝাতে-
If he goes, I shall come.
উদ্দেশ্য বোঝাতে-
We eat that we may live
সন্দেহ প্রকাশ করতে-
How can he succeed unless he works hard?
ইচ্ছা বা অভিপ্রায়-
নিচের Verb গুলো দ্বারা কর্তার ইচ্ছা প্রকাশিত হয়। এদের পরে যদি কোন that-clause থাকে তবে তার verb এর সাথে s/es/ing/ed-কিছুই যুক্ত হয় না। Verb গুলো হল-
Advise, Command , Ask, Decree, Demand, Insist, Move, Order, Prefer. Propose, Recommend, Request, Require, Stipulate (চুক্তি করা), Suggest, Urge ইত্যাদি।
বাক্য গুলো নিম্নরূপে গঠিত হয়-
Subject + verb (উপরের একটি) +that + subj + verb simple + Extension.
যেমন-
The judge insisted that the jury return (returns নয়) a verdict (রায়) immediately.
The university requires that all its students take (should take নয়) this course.
The doctor suggested that his patient stop (stops বা should stop নয়) smoking.
We proposed that he take a vacation. (ছুটি)
আবার নিচের Structure অনুসারে বাক্য গঠিত হলে Verb simple টির subjunctive mood হয়।
It + be (any tense) + adj + that + subject + verb simple.
এখানে adjective হিসেবে নিচের যে কোন একটি ব্যবহৃত হবে।
Advised, Necessary, Recommended, Urgent, Important, Obligatory, Required, Imperative, Mandatory, Proposed, Suggested. যেমন-
It is necessary that he find (finds বা should find নয়) a job.
It was urgent (জরুরী) that she leave this place at once.
NOTE. Verb গুলোর সাথে s / es / ing / ed / d / t যোগ করা যাবে না। American English অনুসারে should-ও ব্যবহৃত হবে না।

The Infinitive Mood

যখন কোন Verb দ্বারা কোন ব্যক্তি বা বস্তুর কর্তৃত্ব না বুঝিয়ে কেবল কোন Verb-এর নাম বোঝায়, তখন Verb-এর Infinitive Mood হয়। Verb-এর পূর্বে to থাকলে Infinitive Mood হয়। তবে অনেক ক্ষেত্রে to প্রকাশ থাকে না।
(The word 'to' is usually placed before the verb to indicate this Mood. The Infinitive Mood describes the action of the verb without any reference to time. number or person.) যেমন-
To smoke is injurious to health.
I went to visit my uncle.
N.B. পূর্বে Infinitive কেও Mood বলা হতো। কিন্তু আধুনিক ইংরেজিতে Infinitive Mood কে কোন ভিন্ন Mood বলে না। কেননা, এই Mood দ্বারা কেবলমাত্র অনির্দিষ্টভাবে কোন কাজকে বুঝায়, কিন্তু ক্রিয়ার কোন বিশেষ প্রকাশ রীতিকে বুঝায় না।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

Timeline Treasures নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url