Case কাকে বলে? - Case কত প্রকার ও কি কি?
সূচিপত্রঃ- Case কাকে বলে?-Case কত প্রকার ও কি কি?
Case কাকে বলে?
Sentence-এর মধ্যে Noun, Pronoun বা Noun equivalent কোন Word-এর সাথে অন্য
Word-এর সম্পর্ককে ইংরেজিতে Case বলে।
[Case is the relation of nouns, pronouns or noun equivalents with some other
words in a sentence.]
উদাহরণের মাধ্যমে বিষয়টি বোঝার চেষ্টা করি। যেমন-
She gave me her book.
Sentence-টিতে Book হলো Noun, She, Me, Her হলো Pronoun এবং Gave হলো Verb।
ব্যাখ্যাঃ ওপরের Sentence-টিতে ‘she’ Pronoun টি বাক্যে Subject হিসেবে
ব্যবহৃত হয়েছে এবং ‘gave’ verb-এর সাথে সম্পর্ক রয়েছে। Verb কে (কা / কারা) দিয়ে
প্রশ্ন করলে Subject পাওয়া যায়। ‘কে দিল?’ প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় ‘she’।
অর্থাৎ Subject ‘she’-এর প্রধান সম্পর্ক Verb ‘gave’ এর সাথে। আবার, ‘her’
Pronoun-এর সাথে ‘book’ noun-এর একটি সম্পর্ক রয়েছে। ‘কার বই?’ প্রশ্ন করলে উত্তর
পাওয়া যায় ‘her। অর্থাৎ কলমটি তার, অন্য কারো নয়।
আবার, ‘book’ noun-এর সাথে Verb ‘gave’ এর একটি সম্পর্ক রয়েছে। ‘কী দিল?’
প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় ‘book’।
ওপরের আলোচনা থেকে দেখা যায় যে, she ও her উভয়ই pronoun এবং একই ব্যক্তি, কিন্তু
ভিন্ন ভিন্ন word- এর সাথে সম্পর্ক (যেমন- she-এর সাথে gave-এর এবং her- এর সাথে
book-এর) থাকায় তাদের রূপ পাল্টে গেছে। উভয় স্থানে `she' ব্যবহার করাও যাচ্ছে না।
একেক word-এর সাথে একেক ধরনের সম্পর্ক থাকার কারণে একই Parts of Speech নান রূপে
ব্যবহৃত হয়। শিক্ষার্থীরা যদি এই ‘সম্পর্ক’ বুঝতে না পারে তাহলে কোন স্থানে একটি
word-এর কোন রূপটি বসবে তা জানতে পারবে না।
ওপরের sentence-টিতে আমরা তিন ধরনের সম্পর্ক দেখতে পায়-(i) Subject (noun/pronoun)-এর সাথে Verb- এর সম্পর্ক;
She gave me her pen. (She + gave)
(ii) Verb-এর সাথে Object-এর সম্পর্ক;
She gave me her book. (gave + book)
(iii) Noun/Pronoun-এর সাথে Noun-এর সম্পর্ক;
She gave me her book. (her + book)
Case-এর প্রকারভেদ | Classification of Cases
Case সাধারণত তিন প্রকার। যথা-1. Nominative/Subjective Case (কর্তৃকারক)
2. Objective Case (কর্মকারক)
3. Possessive/Genitive Case (সম্বন্ধ পদ)
Nominative/Subjective Case:
Noun বা Pronoun যখন কোন Sentence-এ Subject হিসেবে ব্যবহৃত হয় এবং verb-এর কাজ
সম্পাদন করে, তখন তাকে Nominative/Subjective Case বলে। যেমন-
Zayan plays football. [কে (who) ফুটবল খেলে?]
উপরের Sentence-টিতে ‘Zayan’ কর্তা বা Subject হিসেবে বসে ‘play’ (খেলা) কাজটি
সম্পন্ন করেছে। সুতরাং ‘Zayan’ এই Noun টি ‘play’ Verb-এর Subject বা Nominative।
Note: Verb-কে “কে, কী বা কারা” দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়,
তাকে Nominative/Subjective Case বলে।
Nominative/Subjective Case এর গঠন || Formation of Nominative/Subjective Case:
এছাড়াও Pronoun, Adjective, Infinitive, Gerund, Verbal noun, Phrase, Clause,
ইত্যাদি বাক্যে Nominative Case হিসেবে ব্যবহৃত হয়। যেমন-
- Nominative রূপে Noun - Zayan goes to school/college.
- Nominative রূপে Pronoun – He visited Rajshahi.
- Nominative রূপে Adjective – The rich are not always happy.
- Nominative রূপে Infinitive – To err is human.
- Nominative রূপে Gerund – Smoking is injurious to helath.
- Nominative রূপে Verbal noun – The reading of newspaper is a good habit.
- Nominative রূপে Phrase – A man of letters visited our school.
- Nominative রূপে Clause – What he said was unknown to us.
Kinds Of Nominative / Subjective Case:
(a) Vocative Case (সম্বোধন সূচক)
যখন কোন noun-কে সম্বোধন করে কিছু বলা হয়, তখন সেই noun-কে Vocative case বা
Nominative of Address বলে। যেমন-
Zahin, can you give me a pen?Friend, listen to me.
উপরের sentence-এ 'Zahin' noun-টি সম্বোধন করতে ব্যবহৃত হয়েছে। তাই 'Zahin' এখানে
Vocative case।
(b) Case in Apposition (সমকারক):
যখন দুইটি Noun পাশাপাশি বসে একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে তখন দ্বিতীয়
Noun টিকে প্রথমটির Apposition বলে। যেমন-
Babur, the founder of the Mughal dynasty, was a pious man.
(c) Nominative Absolute (অসংলগ্ন কর্তা):
কোন Noun বা Pronoun যদি Participle- এর পূর্বে বসে এবং বাক্যের Finite Verb এর
সাথে তার কোন সম্পর্ক না থাকে তবে সেই Nominative, কে Nominative Absolute বলে।
যেমন-
The sun having set, we returned home.(d) Complementary Nominative (সম্পূরক কর্তা):
যখন কোন Noun বা Pronoun Incomplete Verb- এর Complement হিসেবে ব্যবহৃত হয় এবং
বাক্যের ভাবকে পুরোপুরি প্রকাশ করে, তখন তাকে Complementary Nominative বলে।
যেমন-
She is a good girl .Zahin was elected captain.
Objective case:
যখন কোন Noun, Pronoun বা Noun equivalent কোন Word, Verb অথবা Preposition এর
Object রূপে রূপে ব্যবহৃত হয়, তখন তাকে Objective case বলে। যেমন-
Mahima sings a song. [কী (what) করে বা গায়?]
উপরের Sentence-এ ‘sing’ Verb-টিকে “কী করে বা গায়” দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া
যায় ‘song’ গায়।
সুতরাং এখানে ‘song’ Objective case।
Note: Verb-কে “কী (What) বা কাকে (Whom)” দ্বারা প্রশ্ন করলে যে উত্তর
পাওয়া যায়, তাকে Objective Case বলে।
Possessive Case:
যে Case দ্বারা Sentence এ ব্যবহৃত কোন Noun বা Pronoun-এর অন্য কোন ব্যক্তি বা
বস্তুর সাথে তার অধিকার বা মালিকানার সম্বন্ধ প্রকাশ পায়, তাকে Possessive
Case বলে। যেমন-
It is Zayan's bike.
উপরের Sentence-এ ‘Zayan’ Noun-টির সাথে ('s) যুক্ত করে বুঝানো হয়েছে ‘Zayan’
কলমটির মালিক। সুতরাং এখানে Zayan-এর Possessive Case ব্যবহৃত হয়েছে।
Formation of Possessives |Possessives Case গঠনের নিয়ম
Possessives Case কিভাবে তৈরি করতে হয় এ সম্বন্ধে জানা খুব গুরুত্বপূর্ণ। কারণ
Possessives Case তৈরি করতে না পারলে ইংরেজি অনুবাদ করা সম্ভব নয়। যেমন- জাহিনের
বল। আমরা জানি জাহিনের ইংরেজি Zahin এবং বল এর ইংরেজি Ball। এখানে দাঁড়ায় Zahin
ball. কিন্তু এটি ভুল। এর সঠিক অনুবাদ হবে Zahin's ball. বা The ball of Zahin.
Rule 1: প্রাণিবাচক Singular noun এর শেষে apostrophe ও s ('s) যোগ করে
Possessive Case করতে হয়। যেমন-
Zahin's book, Dog's tail, People's right to know. এখানে জাহিনের বই, কুকুরের
লেজ এবং জনগণের জানবার অধিকার বুঝানো হয়েছে।
Note: যেখানে একাধিক স-ধ্বনি থাকে সেখানে s না দিয়ে শুধু apostrophe comma (')
বসানো হয়। যেমন-- For conscience' sake - বিবেকের খাতিরে
- For goodness' sake- দয়ার খাতিরে
- For justice' sake- সুবিচারের খাতিরে
- Exception (ব্যতিক্রম):
- Pity's sake- আল্লাহর দোহাই
Rule 2: Plural noun-এর শেষে s থাকে তাদের শেষে শুধু apostrophe (')
বসালেই Possessive form গঠন করা হয়। যেমন- বর্তমানে apostrophe-s চালু নেই।
(a) Girls' School(b) Boys' College
Zahin is in the boys' hostel.
Students' representatives met the Principal.
Lawyers' association protested against the administrative initiative.
Rule 3: Noun plural হলেও যেখানে শেষে s থাকে না, সেখানে 's হয়। যেমন-
Children's Park.
Women's College
বর্তমানে apostrophe-s এর ব্যবহার নেই।
Rule 4: অপ্রাণিবাচক বস্তুর সঙ্গে of যোগ করে Possessive Case গঠন করা হয়। যেমন-
The leg of the chair is broken. (Chair's leg is broken হবে না।) কিন্তু এই নিয়ম
সকল ক্ষেত্রে প্রযোজ্য নয়।
Rule 5: কিন্তু অচেতন পদার্থ যখন personified হয়, অর্থাৎ সেগুলোর ওপর
প্রাণ আরোপিত হয়, তখন সেই অচেতন পদার্থের সঙ্গে 's বসানো হয়। যেমন-
Arab's heroes- আরবের বীরগণNature's laws প্রকৃতির নিয়মকানুন/ বিধান
At death's door- মরণের দূয়ার
At the country's call- দেশের ডাকে
Rule 6: সপ্তাহ, দিন, মাস প্রভৃতি সময়বাচক, স্থান, দূরত্ব, ওজন প্রভৃতি
অপ্রাণিবাচক noun-এর শেষে 's যোগে possessive করতে হয়। যেমন-
He is on a three day's leave.Three pound's weight.
Rule 7: প্রাণিবাচক Noun-এর পূর্বে 'of' বসিয়ে Possessive গঠন করা হয়। যেমন-
The legs of the elephant are thick.
Rule 8: 'বহুর মধ্যে একটি' বোঝানোর জন্য অনেক সময় Apostrophe এবং s ('s)
যোগ করে possessive গঠন করা হয়। যেমন-
A book of Hasan's. (হাসানের বহু বই আছে। তার মধ্যে একখানা।)কিন্তু A book of Hasan. (হাসানের একখানা বই।)
Timeline Treasures নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url