A Street Accident - Road Accident

একাডেমিক ও চাকরিসহ বিভিন্ন প্রতিযোগিতা মুলক পরীক্ষা গুলোতে Paragraph থেকে প্রশ্ন আসে। সে জন্য এখানে একই Paragraph দুই ভাবে উপস্থাপন করা হয়েছে। সেই সাথে বঙ্গানুবাদ করে দেওয়া হয়েছে।
A Street Accident - Road Accident
Write a paragraph in your own words on "A Street Accident" by answering the following questions.
(a) How did the accident take place? (কীভাবে দুর্ঘটনাটি সংঘটিত হলো?)
(b) Who was/were the victim/victims? (কে বা কারা দুর্ঘটনার শিকার হলো?)
(c) What are the main causes of street accident? (সড়ক দুর্ঘটনার প্রধান কারণগুলো কি কি?)
(d) What is your feeling? (তোমার অনুভূতি কেমন?)
(c) What should we do to protect it? (এটি প্রতিরোধে আমাদের কী করা উচিত?)

A Street Accident (Format-01)

Generally street accidents take place in the urban areas and in the highways. The causes of street accidents are reckless driving, brake failures of vehicles, overtaking of one vehicle by another, driving by unskilled drivers. Another reason is violation of traffic rules. However, recently I witnessed a terrible street accident at Farmgate in Dhaka. A rickshaw puller was pulling two college girls to Farmgate. At that time, a driver of a pick-up van pushed back the rickshaw. Then and there the two girls were run over by the van. They were spot dead. But the rickshaw puller escaped narrowly. On the other hand, the driver of the van fled away. The road was covered with blood. I could not but shed tears. Meanwhile, the police came to the spot. They seized the van. And the dead bodies were sent to the the hospital for autopsy. I really feel very sorry for those who face unnatural death by street accident. Street accident can be prevented by all out efforts from both the authorities and the general mass. To do so, first our general people will have to be made aware of traffic rules. The drivers will have to be skilled. Unskilled drivers should not be given any license. And the authorities should be more strict to enforce the traffic rules. If anyone violates traffic rules, he/ she should be given exemplary punishment.
বঙ্গানুবাদঃ
সাধারণত শহরাঞ্চলে ও হাইওয়েতে সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। বেপরোয়া গাড়ি চালানো, যানবাহনের ব্রেক অকেজো হওয়া, এক গাড়ি কর্তৃক অন্য গাড়িকে ওভারটেক করা, অদক্ষ ড্রাইভার দ্বারা গাড়ি চালানো, ইত্যাদি সড়ক দুর্ঘটনার কারণ। ট্রাফিক নিয়ম না মানা আর একটি কারণ। যাহোক, সম্প্রতি ঢাকায় ফার্মগেটে আমি একটি মারাত্মক সড়ক দুর্ঘটনা দেখেছি। এক রিকশাচালক দুই কলেজছাত্রীকে ফার্মগেটের দিকে নিয়ে যাচ্ছিল। সে সময় এক পিক-আপ ভ্যানের ড্রাইভার রিকশার পিছনে ধাক্কা দিল। আর তৎক্ষণাৎ মেয়ে দুটি ভ্যানের নিচে চাপা পড়লো। তারা সাথে সাথে মারা গেল। রিকশাচালক কোনক্রমে বেঁচে গেল। অন্যদিকে ভ্যানের ড্রাইভার পালিয়ে গেল। রাস্তা রক্তাক্ত হয়ে গেল। আমি না কেঁদে পারলাম না। ইতোমধ্যে পুলিশ ঘটনাস্থলে এলো। তারা ভ্যানটি জব্দ করল। আর মৃতদেহগুলোকে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হলো। সড়ক দুর্ঘটনায় যারা অকাল মৃত্যুবরণ করে আমি সত্যিই তাদের জন্য খুবই দুঃখিত হই। কর্তৃপক্ষ এবং সাধারণ জনগণের সর্বাত্মক প্রচেষ্টায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করা যেতে পারে। আর তা করার জন্য আমাদের সাধারণ জনগণকে ট্রাফিক নিয়মগুলো সম্বন্ধে সচেতন করতে হবে। ড্রাইভারদেরকে দক্ষ করতে হবে। অদক্ষ ড্রাইভারদেরকে কোন লাইসেন্স দেয়া যাবে না। আর ট্রাফিক নিয়ম প্রয়োগ করার ক্ষেত্রে কর্তৃপক্ষকে কঠোর হতে হবে। যদি কেউ ট্রাফিক নিয়ম অমান্য করে, তাহলে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

A Street Accident (Format-02)

When a vehicle generally collides with another while plying on road is called a road accident. In a densely populated country like Bangladesh road accidents are the most common daily occurrences. It is increasing by leaps and bounds day by day in our country. Everyone can see the news of accidents in the daily newspapers and T.V. Narrow, zigzag and uneven roads are the major causes of accidents. Careless driving is also responsible for many accidents. The careless drivers often drive their vehicles carelessly avoiding traffic rules and regulations. Road accidents often carry away a lot of valuable lives. It may cause a lot of tears to anybody. It is high time we took necessary steps to avoid such accidents. Both the drivers and the passers-by should follow the traffic rules in order to avoid = road accident. They should bear in mind that life is more valuable that time.

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

Timeline Treasures নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url