বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সমুহ

বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সমুহ

সুচিপত্রঃ- বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান

■ বাংলা একাডেমি

  • বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় ১৯৫৫ সালের ৩ ডিসেম্বর।
  • বাংলা একাডেমি পূর্ব নাম বর্ধমান হাউস।
  • ভাষা আন্দোলনের ফলে যে প্রতিষ্ঠানটি সৃষ্টি হয় বাংলা একডেমী।
  • বাংলা একাডেমির প্রথম সভাপতি মওলানা মুহম্মদ আকরাম খাঁ।
  • বাংলা একাডেমির প্রথম পরিচালক ছিলেন ড. মাযহারুল ইসলাম।
  • বাংলা একাডেমির প্রথম প্রকাশনা বাংলা একাডেমি পত্রিকা (১৩৬৩ বঙ্গাব্দ, ইংরেজি ১৯৫৭)।
  • 'নজরুল চত্বর' ও 'নজরুল মঞ্চ' অবস্থিত বাংলা একাডেমিতে।
  • বর্তমানে বাংলা একাডেমিতে বিভাগ রয়েছে ৪টি।
  • বর্তমানে বাংলা একাডেমি থেকে সাময়িকী প্রকাশিত হয় ৫টি।
  • বাংলা একাডেমি স্বাধীনতা পুরস্কার লাভ করে ২০১০ সালে।

■ বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (BARD)

  • বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির প্রতিষ্ঠাতা আখতার হামিদ খান।
  • BARD নামক বহুমুখী সমবায় প্রতিষ্ঠানটি অবস্থিত- কুমিল্লার কোটবাড়িতে।
  • BARD প্রতিষ্ঠা লাভ করে ২৭ মে, ১৯৫৯।
  • বর্তমানে BARD এর পৃষ্ঠপোষক বাংলাদেশ সরকার।
  • BARD-এর প্রধান কর্মকর্তার পদ মহাপরিচালক।

■ পল্লী উন্নয়ন একাডেমি (RDA)

  • পল্লী উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠিত হয় ১৯ জুন, ১৯৭৪।
  • পল্লী উন্নয়ন একাডেমি LGRDC-এর অধীন।
  • পল্লী উন্নয়ন একাডেমির অবস্থান শেরপুর, বগুড়া।

■ বাংলাদেশ শিশু একাডেমি

  • বাংলাদেশ শিশু একাডেমি প্রতিষ্ঠিত হয় ১৯৭৬।
  • বাংলাদেশ শিশু একাডেমির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
  • শিশু একাডেমি প্রকাশিত সচিত্র মাসিক পত্রিকাটির নাম শিশু।
  • শিশু একাডেমি জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতা প্রবর্তন করে ১৯৭৮ সাল থেকে।

■ উপজাতীয় সাংস্কৃতিক ইনস্টিটিউট

  • ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক একাডেমি অবস্থিত বিরিশিরি, নেত্রকোনা।
  • উপজাতীয় সাংস্কৃতিক প্রতিষ্ঠান ৮টি Our succe
  • বাংলাদেশের প্রথম উপজাতীয় সাংস্কৃতিক ইনস্টিটিউট অবস্থিত রাঙ্গামাটিতে।
  • বাংলাদেশে প্রথম উপজাতীয় সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। ১৯৭৮ সালে।
  • উপজাতীয় সাংস্কৃতিক ইনস্টিটিউটের প্রধান কর্মকর্তার পদবি পরিচালক।
  • রাখাইন সাংস্কৃতিক ইনস্টিটিউট অবস্থিত রামু, কক্সবাজার।

■ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI)

  • বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়- ১৯৭৬ সালের ৪
  • আগস্ট।
  • বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট অবস্থিত- জয়দেবপুর, গাজীপুর।
  • BARI-এর অধীন শস্য গবেষণা কেন্দ্র রয়েছে ৭টি।
  • BARI-এর অধীন আঞ্চলিক গবেষণা শাখা রয়েছে ৬টি।

■ দুর্নীতি দমন কমিশন

  • দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠিত হয়- ২১ নভেম্বর, ২০০৪।
  • দুর্নীতি দমন কমিশন- ৩ সদ্য বিশিষ্ট (১ জন চেয়ারম্যান ও ২ জন সদস্য)।
  • দুর্নীতি দমন কমিশন প্রধানের পদবি- চেয়ারম্যান।
  • দুর্নীতি দমন কমিশনের প্রথম চেয়ারম্যান- বিচারপতি সুলতান হোসেন খান।
  • দুর্নীতি দমন কমিশনের বর্তমান চেয়ারম্যান- মোহম্মদ মঈন উদ্দীন আবদুল্লাহ (২০২১-বর্তমান)
  • দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের পদমর্যাদা- পূর্ণাঙ্গ মন্ত্রীর সমান।
  • দুর্নীতি দমন কমিশনের সদস্যদের পদমর্যাদা- হাইকোর্টের বিচারপতির সমান।

■ জাতীয় মানবাধিকার কমিশন

  • জাতীয় মানবাধিকার কমিশন প্রতিষ্ঠিত হয়- ১ ডিসেম্বর ২০০৮।
  • জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বা সদস্য নিয়োগ দেন- রাষ্ট্রপতি।
  • জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বা সদস্যদের বয়সসীমা- ন্যূনতম ৩৫ বছর, সর্বোচ্চ ৭০ বছর।
  • জাতীয় মানবাধিকার কমিশনের বর্তমান চেয়ারম্যান- ড. কামাল উদ্দিন আহমেদ (৮ ডিসেম্বর ২০২২-বর্তমান)

■ বাংলাদেশ পরমাণুশক্তি কমিশন (BAEC)

  • BAEC এর পূর্ণরূপ Bangladesh Atomic Energy Commission.
  • বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (BAEC)-এর প্রতিষ্ঠা- ২৭ ফেব্রুয়ারি, ১৯৭৩।
  • বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের পূর্ব নাম বাংলাদেশ আণবিক শক্তি কমিশন।
  • বাংলাদেশ পরমাণু কমিশনের সদর দপ্তর আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা।
  • বাংলাদেশ পরমাণু চিকিৎসা কেন্দ্র ১৩টি।

■ বংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (BCSIR)

  • BCSIR এর পূর্ণরূপ Bangladesh Council of Science and Industrial Research. BCSIR প্রতিষ্ঠিত হয়- ১৯৫৫ সালে।
  • BCSIR এর প্রথম ও প্রধান গবেষক ছিলেন ড. কুদরত-ই-খুদা।
  • বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ হলো সর্বাপেক্ষা তথ্যবহুল গবেষণা কেন্দ্র। বিজ্ঞান ও শিল্পবিষয়ক
  • বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প সংস্থা (BSCIC)
  • BSCIC এর পূর্ণরূপ Bangladesh Small Cottage Industry Corporation.
  • BSCIC প্রতিষ্ঠিত হয় ১৯৫৭ সালে।
  • সারা দেশে BSCIC শিল্পনগরী রয়েছে ৬৫টি।

■ বারডেম

  • বাংলাদেশ প্রধান ডায়াবেটিস চিকিৎসা প্রতিষ্ঠানের নাম- বারডেম (BIRDEM)।
  • বারডেম প্রতিষ্ঠা করেন জাতীয় অধ্যাপক ড. মোহাম্মদ ইব্রাহীম, ১৯৮০ সালে।
  • বারডেমের অবস্থান শাহবাগ, ঢাকা।
  • আন্তর্জাতিক উদরাময় রোগ গবেষণাকেন্দ্র (ICDDRB)
  • আন্তর্জাতিক উদরাময় গবেষণাকেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর, বি)-এর প্রতিষ্ঠা ১৯৭৮ সালে।
  • ICDDRB-এর অবস্থান মহাখালী, ঢাকা।
  • 'বেবি জিঙ্ক' ট্যাবলেটের বাজারজাত উদ্বোধন করা হয় ২৬ নভেম্বর, ২০০৬ (আবিষ্কার করে ICDDRB)।

∎ বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি

  • এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় ১৭৮৪ সালে কলকাতায়।
  • এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা স্যার উইলিয়াম জোনস।
  • বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি কর্তৃক প্রকাশিত বিশ্বকোষটির নাম বাংলাপিডিয়া।
  • স্যার উইলিয়াম জোনস ছিলেন – সুপ্রিম কোর্টের তৎকালীন কনিষ্ঠ বিচারক।
  • 'পাকিস্তান এশিয়াটিক সোসাইটি' নাম এশিয়াটিক সোসাইটি নামকরণ করা হয় পরিবর্তন করে বাংলাদেশ ১৯৭২ সালে।
  • এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশের প্রধান - রাষ্ট্রপতি।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

Timeline Treasures নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url