Phrase কাকে বলে - Phrase কত প্রকার ও কি কি

ইংরেজি গ্রামারের অন্যতম গুরুত্বপূর্ণ টকি হলো Phrase। নিজেকে ইংরেজিদে দক্ষ করতে এবং নিজের ইংরেজিকে সমৃদ্ধ করতে হলে Phrase সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে। এখানে বোঝার সুবিধার্থে সকল প্রকার Phrase কে উদাহরণ সহ আলোচনা করা হয়েছে।

সূচিপত্রঃ- Phrase কাকে বলে - Phrase কত প্রকার ও কি কি

Phrase কাকে বলে || What is Phrase?

কয়েকটি উদাহরণের মাধ্যমে Phrase কে বোঝা ও চেনার চেষ্টা করি।
নিচের Sentence-গুলো লক্ষ করুনঃ
Mr. Hossain is a man of letters.
He tried heart and soul.
Tell us the matter in brief.
উপরের Sentence-গুলোতে a man of letters, heart and soul এবং in brief শব্দগুচ্ছ গুলো বাক্যে একটি part of speech এর মতো কাজ করছে। এসব শব্দগুচ্ছের কোন Subject বা Finite verb নেই, তার পরেও এরা একটি নির্দিষ্ট অর্থ প্রকাশ করছে।
সংজ্ঞাঃ
Subject ও Finite verb বিহীন কত গুলো Word একত্রে ব্যবহৃত হয়ে যদি কোন বাক্যে একটি Part of speech-এর মতো কাজ করে এবং একটি নির্দিষ্ট অর্থ প্রকাশ করে, তখন তবে তাকে Phrase বলে।
[A group of words without a subject and a finite verb, especially one that works as a part of speech and has a particular meaning when used together is called Phrase.]

Phrase কত প্রকার ও কি কি || Kinds of Phrase

Phrase গুলোকে Parts of speech-এর নামানুসারে নামকরণ হয়। যেহেতু প্রতিটি Phrase বাক্যে Parts of speech-এর কাজ কর সেহেতু শব্দগুচ্ছ বা Phrase গুলো যখন যে Part of speech-এর মতো কাজ করে তখন তাদেরকে সেই Part of speech অনুসারে নামকরণ হয়।
Phrase সাধারণত সাত প্রকার। যথা-
1. Noun phrase;
2. Adjective phrase;
3. Verb phrase;
4. Adverb phrase;
5. Prepositional phrase,
6. Conjunctional phrase;
7. Interjectional phrase

Noun phrase

কোন Phrase যখন একটি বাক্যে Noun এর কাজ করে, তখন তাকে Noun Phrase বলে।
Examples:
To rise early is beneficial to health.
Everybody wishes to be happy.
Weal and woe come by turns.
উপরের প্রথম Sentence-এ “To rise early” এই Phrase-টি ‘is’ Verb-এর Subject হিসেবে ব্যবহৃত হয়েছে এবং Noun-এর কাজ করেছে। দ্বিতীয় Sentence-এ “To be happy” এই Phrase-টি ‘wish’ Verb-এর Object হিসেবে ব্যবহৃত হয়েছে এবং Noun এর কাজ করেছে। তৃতীয় Sentence-এ "Weal and woe" এই Phrase-টি ‘come’ Verb-টির Subject রূপে ব্যবহূত হয়েছে এবং Phrase-টি Noun-এর কাজ করেছে। তাই উপরোক্ত Phrase-গুলো Noun Phrase।

Adjective Phrase

কোন Phrase যখন একটি বাক্যে Adjective এর কাজ করে, তখন তাকে Adjective Phrase বলে।
Examples:
Mahin is a man of word.
Zahin was at a loss what to do.
উপরের Sentence-গুলোতে 'a man of word', 'at a loss' এই দুটি Phrase যথাক্রমে Mahin ও Zahin এই দুটি Noun-কে Qualify করেছে। অর্থাৎ, Phrase দুটি Adjective এর মতো কাজ করেছে। তাই এগুলো Adjective Phrase।

Verb Phrase

কোন Phrase যখন একটি বাক্যে Verb এর কাজ করে, তখন তাকে Verb Phrase বলে।
Examples:
He could not make out the theme of the poem.
Do not run after money.
উপরের Sentence-গুলোতে ‘make out’ এবং ‘run after’ Phrase দুটি Verb-এর কাজ করেছে। তাই এরা Verb phrase।

Adverb Phrase

যে Phrase বাক্যে Adverb এর কাজ করে, তাকে Adverb Phrase বলে।
Examples:
We faced problem at every step.
I meet him now and then.
উপরের Sentence দুটিতে "at every step" এবং "now and then" এই Phrase দুটি যথাক্রমে ‘faced’ এবং ‘meet’ এই Verb দুটি সম্বন্দ্বে অতিরিক্ত তথ্য দিয়ে Adverb এর কাজ সম্পন্ন করেছে। অতএব, উপরোক্ত Phrase-গুলো Adverb Phrase।

Prepositional Phrase

যে Phrase বাক্যে Preposition-এর কাজ করে, তাকে Prepositional Phrase বলে।
Examples:
I was absent owing to my illness.
Shammy took English instead of History.
উপরের Sentence-গুলোতে “owing to” এবং “instead of” Phrase দুটি যথাক্রমে illness, history এই Noun-গুলোর পূর্বে বসে উক্ত Noun-গুলোর সাথে Sentence-এর অন্যান্য অংশকে সম্পর্কযুক্ত করেছে। অর্থাৎ, Phrase-গুলো Preposition-এর মতো কাজ করেছে। তাই Phrase দুটি Prepositional Phrase।

Conjunctional Phrase

যে Phrase বাক্যে Conjunction এর কাজ করে, তাকে Conjunctional Phrase বলে।
Examples:
He as well as his friends attended the meeting.
The students stood up as soon as the teacher entered the classroom.
উপরের Sentence-দুটির মধ্যে প্রথম Sentence-এ “as well as” Phrase-টি He এবং his friends এই দুটি Subject-কে যুক্ত করেছে। দ্বিতীয় Sentence-এ “as soon as” Phrase-টি Sentence-এর মাঝে বসে Sentence দুটিকে যুক্ত করেছে। এখানে দুটি Phrase-ই Conjunction-এর মতো কাজ করেছে তাই এগুলো Conjunctional Phrase।

Interjection Phrase

যে Phrase বাক্যে Interjection এর কাজ করে, তাকে Interjection Phrase বলে।
Examples:
By God! I shall help you:
What a pity! You failed in the examination.
উপরের Sentence দুটিতে “By God” এবং “What a pity” এই দুটি Phrase দ্বারা আবেগ, দুঃখ, ইত্যাদি প্রকাশ পেয়েছে। Phrase-গুলো বাক্যে Interjection-এর মতো কাজ করেছে তাই এগুলো Interjectional Phrase।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

Timeline Treasures নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url