Assertive থেকে Exclamatory করার নিয়ম - Assertive to Exclamatory Rules

Assertive to Exclamatory Transformation ইংরেজি গ্রামারের অন্যতম গুরুত্বপূর্ণ টপিক। বিশেষ করে SSC ও HSC-র শিক্ষার্থীদের জন্য এই Transformation (Assertive To Imperative) টপিকটি খুব গুরুত্বপূর্ণ।সাধারণত Assertive Sentence-কে Exclamatory Sentence-এ রুপান্তার করা যায় না। তবে যে সব Assertive Sentence-এ Adjective/Wish/Had থাকে, তাদেরকে Exclamatory Sentence-এ রুপান্তার করা যায়। এই পোষ্টে কিভাবে একটি Assertive Sentence-কে Exclamatory Sentence-এ রুপান্তর করবেন সেই নিয়ম গুলো উদাহরণ ও ব্যাখ্যাসহ আলোচনা করা হয়েছে। বোঝার সুবিধার্থে Assertive to Exclamatory Examples এবং অনুশীলনের জন্য Assertive to Exclamatory Exercises দেওয়া হয়েছে।

1. Assertive Sentence-এ I wish থাকলেঃ

  • I wish-এর পরিবর্তে If বসে।
  • বাক্যের বাকি অংশ বসে।
  • বাক্যের শেষে বিস্ময়সূচক চিহ্ন (Note of exclamation) ‘!’ বসে।
উদাহরণঃ
Assertive Sentence: I wish I were a bird.
Exclamatory Sentence: If I were a bird!
Assertive Sentence: I wish I could travel the whole world.
Exclamatory Sentence: If I could travel the whole world!
ব্যাখ্যাঃ উভয় বাক্যেকে Exclamatory Sentence করার সময় I wish-এর পরিবর্তে If বসেছে তার পরে বাকি অংশ + Note of exclamation বসেছে।

2. Assertive Sentence-এ I wish-এর সাথে Subject-এর পরে Had থাকলেঃ

  • শুরু থেকে wish পর্যন্ত বাদ যায়।
  • বাক্যের শুরুতে Had বসে।
  • বাক্যের Subject এবং বাকি অংশ বসে।
  • বাক্যের শেষে বিস্ময়সূচক চিহ্ন (Note of exclamation) ‘!’ বসে।
উদাহরণঃ
Assertive Sentence: I wish I hd the wings of a bird.
Exclamatory Sentence: Had I the wings of a bird!
Assertive Sentence: I wish I had been a poet.
Exclamatory Sentence: Had I been a poet!
ব্যাখ্যাঃ উভয় বাক্যেকে Exclamatory sentence করার সময় বাক্যের শুরুতে Had বসেছে তার পরে বাক্যের Subject এবং বাকি অংশ + Note of exclamation বসেছে।

3. Assertive Sentence-এ ‘very/great’ + Adjective/Adverb থাকলেঃ

  • ‘very/great’ এর পরিবর্তে How বসে।
  • Adjective/Adverb বা পরের Noun বসে।
  • বাক্যের Subject বসে।
  • সাহায্যকারী Verb বসে।
  • বাক্যের শেষে বিস্ময়সূচক চিহ্ন (Note of exclamation) ‘!’ বসে।
উদাহরণঃ
Assertive Sentence: The bird is very beautiful.
Exclamatory Sentence: How beautiful the bird is!
Assertive Sentence: The scenery is very beautiful.
Exclamatory Sentence: How beautiful the scenery is!
Assertive Sentence: This is very beautiful lake.
Exclamatory Sentence: How beautiful lake this is!
ব্যাখ্যাঃ উপরের বাক্যে গুলোকে Exclamatory Sentence করার সময় বাক্যের শুরুতে How বসেছে তার পরে Adjective/Adverb বা পরের Noun + বাক্যের Subject এবং বাকি অংশ + Note of exclamation বসেছে।

4. Assertive Sentence-এ ‘a very/ a great’ অথবা Adjective/Adverb-এর পূর্বে ‍a/an থাকলেঃ

  • বাক্যের শুরুতে What a/an বসে।
  • a/an বসে।
  • বাক্যের Subject বসে।
  • সাহায্যকারী Verb বসে।
  • বাক্যের শেষে বিস্ময়সূচক চিহ্ন (Note of exclamation) ‘!’ বসে।
উদাহরণঃ
Assertive Sentence: He is a great fool.
Exclamatory Sentence: What a fool he is!
Assertive Sentence: It is a very nice toy.
Exclamatory Sentence: What a nice toy it is!
Assertive Sentence: This is a great idea.
Exclamatory Sentence: What an idea this is!
ব্যাখ্যাঃ উপরের বাক্যে গুলোকে Exclamatory Sentence করার সময় বাক্যের শুরুতে What a/an বসেছে তার পরে a/an + বাক্যের Subject + সাহায্যকারী Verb + Note of exclamation বসেছে।

5. Interjection ব্যবহার করে Exclamatory করার নিয়মঃ

অনকে সময় Assertive Sentence-এর অর্থ বুঝে Interjection ব্যবহার করে Exclamatory করতে হয়।
বাক্যে It is a matter of joy যুক্ত Assertive Sentence দ্বারা আনন্দ প্রকাশ করলেঃ
  • বাক্যের শুরুতে Hurrah! বসে।
  • It is a matter of joy + that বাদ যায়।
  • বাক্যের বাকি অংশ বসে।
Note: বিস্ময়সূচক চিহ্ন (Note of exclamation) ‘!’ Interjection-এর পরে বসে।
উদাহরণঃ
Assertive Sentence: It is a matter of joy that we have won the match.
Exclamatory Sentence: Hurrah! We have won the match.
ব্যাখ্যাঃ Assertive Sentence-টি দ্বারা আনন্দ প্রকাশ করেছে তাই Hurrah! বসেছে এবং বাক্যের বাকি অংশ বসেছে।
বাক্যে It is a matter of sorrow যুক্ত Assertive Sentence দ্বারা দুঃখ প্রকাশ করলেঃ
  • বাক্যের শুরুতে Alas! বসে।
  • It is a matter of sorrow + that বাদ যায়।
  • বাক্যের বাকি অংশ বসে।
Note: বিস্ময়সূচক চিহ্ন (Note of exclamation) ‘!’ Interjection-এর পরে বসে।
উদাহরণঃ
Assertive Sentence: It is a matter of sorrow that the man died in a road accident.
Exclamatory Sentence: Alas! The man died in a road accident.
ব্যাখ্যাঃ Assertive Sentence-টি দ্বারা দুঃখ প্রকাশ করেছে তাই Alas! বসেছে এবং বাক্যের বাকি অংশ বসেছে।
Note: একই ভাবে বিস্ময় বোঝালে Wow! এবং লজ্জা বোঝালে Fie Fie! ইত্যাদি ব্যবহৃত হয়।

Self Assessment

Change the following Assertive Sentences to Exclamatory Sentences
1. Mother Teresa was a very passionate woman.
2. I was very excited to see the sea-beach.
3 . It is really sensible.
4. An idle man leads a very miserable life.
5. Some books are very interesting.
6. Reading books is a very good habit.
7. He becomes very happy when the students achieve good results in public examinations.
8. This book brought a huge name and fame in his life.
9. A corrupt man leads a very unhappy life.
10. A successful man is very happy.
11. The recent flood was very devastating.
12. They are very concerned with the quantity of food.
13. The rose is a very nice flower.
14. Madhusudan Dutt was a very popular poet.
15 . I wish I could help the poor.
16. It is a very valuable thing.
17. Good health is very valuable.
18. It assumes a very terrible shape in the rainy season.
19. Cricket is a very exciting game.
20. It is a very beautiful flower.
21. The ant is a very industrious insect.
22. I wish I were a fairy.
23. I wish I could fly.
24. The painting is very nice.
25. You are a great fool.
26. The Padma is a very big river.
27. I earnestly desire to see her once.
28. The sun shone very hotly overhead.
29. My hair grows very fast.
30. It is a very beautiful bird.
31. The girl sings very sweetly.
32. I have got a very nice gift for you.
33. I wish I had the wings of a dove.
34. You are a great fool.
35. The heat was very terrible.
36. The scenery of the place is very charming.
37. I wish I were young again.
38. It was a very lucky day.
39. The sight is very pathetic.
40. The next few days were very terrible.
41. He leads a most unhappy life.
42. She was very talkative.
43. A little learning is a very dangerous thing.
44. It was an exciting game.
45. I wish I could fly in the sky.
46. I wish I could go there in time.
Note: ইংরেজি গ্রামার ও স্পোকেন ইংলিশ সম্পর্কে যে কোন প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

Timeline Treasures নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url