Assertive থেকে Exclamatory করার নিয়ম - Assertive to Exclamatory Rules
Assertive to Exclamatory Transformation ইংরেজি গ্রামারের অন্যতম গুরুত্বপূর্ণ
টপিক। বিশেষ করে SSC ও HSC-র শিক্ষার্থীদের জন্য এই Transformation (Assertive To
Imperative) টপিকটি খুব গুরুত্বপূর্ণ।সাধারণত Assertive Sentence-কে Exclamatory
Sentence-এ রুপান্তার করা যায় না। তবে যে সব Assertive Sentence-এ
Adjective/Wish/Had থাকে, তাদেরকে Exclamatory Sentence-এ রুপান্তার করা যায়। এই
পোষ্টে কিভাবে একটি Assertive Sentence-কে Exclamatory Sentence-এ রুপান্তর করবেন
সেই নিয়ম গুলো উদাহরণ ও ব্যাখ্যাসহ আলোচনা করা হয়েছে। বোঝার সুবিধার্থে
Assertive to Exclamatory Examples এবং অনুশীলনের জন্য Assertive to Exclamatory
Exercises দেওয়া হয়েছে।
1. Assertive Sentence-এ I wish থাকলেঃ
- I wish-এর পরিবর্তে If বসে।
- বাক্যের বাকি অংশ বসে।
- বাক্যের শেষে বিস্ময়সূচক চিহ্ন (Note of exclamation) ‘!’ বসে।
উদাহরণঃ
Assertive Sentence: I wish I were a bird.
Exclamatory Sentence: If I were a bird!
Assertive Sentence: I wish I could travel the whole world.
Exclamatory Sentence: If I could travel the whole world!
ব্যাখ্যাঃ উভয় বাক্যেকে Exclamatory Sentence করার সময় I wish-এর পরিবর্তে
If বসেছে তার পরে বাকি অংশ + Note of exclamation বসেছে।
2. Assertive Sentence-এ I wish-এর সাথে Subject-এর পরে Had থাকলেঃ
- শুরু থেকে wish পর্যন্ত বাদ যায়।
- বাক্যের শুরুতে Had বসে।
- বাক্যের Subject এবং বাকি অংশ বসে।
- বাক্যের শেষে বিস্ময়সূচক চিহ্ন (Note of exclamation) ‘!’ বসে।
উদাহরণঃ
Assertive Sentence: I wish I hd the wings of a bird.
Exclamatory Sentence: Had I the wings of a bird!
Assertive Sentence: I wish I had been a poet.
Exclamatory Sentence: Had I been a poet!
ব্যাখ্যাঃ উভয় বাক্যেকে Exclamatory sentence করার সময় বাক্যের শুরুতে Had
বসেছে তার পরে বাক্যের Subject এবং বাকি অংশ + Note of exclamation বসেছে।
3. Assertive Sentence-এ ‘very/great’ + Adjective/Adverb থাকলেঃ
- ‘very/great’ এর পরিবর্তে How বসে।
- Adjective/Adverb বা পরের Noun বসে।
- বাক্যের Subject বসে।
- সাহায্যকারী Verb বসে।
- বাক্যের শেষে বিস্ময়সূচক চিহ্ন (Note of exclamation) ‘!’ বসে।
উদাহরণঃ
Assertive Sentence: The bird is very beautiful.
Exclamatory Sentence: How beautiful the bird is!
Assertive Sentence: The scenery is very beautiful.
Exclamatory Sentence: How beautiful the scenery is!
Assertive Sentence: This is very beautiful lake.
Exclamatory Sentence: How beautiful lake this is!
ব্যাখ্যাঃ উপরের বাক্যে গুলোকে Exclamatory Sentence করার সময় বাক্যের
শুরুতে How বসেছে তার পরে Adjective/Adverb বা পরের Noun + বাক্যের Subject এবং
বাকি অংশ + Note of exclamation বসেছে।
4. Assertive Sentence-এ ‘a very/ a great’ অথবা Adjective/Adverb-এর পূর্বে a/an থাকলেঃ
- বাক্যের শুরুতে What a/an বসে।
- a/an বসে।
- বাক্যের Subject বসে।
- সাহায্যকারী Verb বসে।
- বাক্যের শেষে বিস্ময়সূচক চিহ্ন (Note of exclamation) ‘!’ বসে।
উদাহরণঃ
Assertive Sentence: He is a great fool.
Exclamatory Sentence: What a fool he is!
Assertive Sentence: It is a very nice toy.
Exclamatory Sentence: What a nice toy it is!
Assertive Sentence: This is a great idea.
Exclamatory Sentence: What an idea this is!
ব্যাখ্যাঃ উপরের বাক্যে গুলোকে Exclamatory Sentence করার সময় বাক্যের
শুরুতে What a/an বসেছে তার পরে a/an + বাক্যের Subject + সাহায্যকারী Verb +
Note of exclamation বসেছে।
অঅরো পড়ুনঃ Assertive থেকে Imperative করার নিয়ম
5. Interjection ব্যবহার করে Exclamatory করার নিয়মঃ
অনকে সময় Assertive Sentence-এর অর্থ বুঝে Interjection ব্যবহার করে Exclamatory
করতে হয়।
⮞ বাক্যে It is a matter of joy যুক্ত Assertive Sentence দ্বারা আনন্দ প্রকাশ
করলেঃ
- বাক্যের শুরুতে Hurrah! বসে।
- It is a matter of joy + that বাদ যায়।
- বাক্যের বাকি অংশ বসে।
Note: বিস্ময়সূচক চিহ্ন (Note of exclamation) ‘!’ Interjection-এর পরে
বসে।
উদাহরণঃ
Assertive Sentence: It is a matter of joy that we have won the match.
Exclamatory Sentence: Hurrah! We have won the match.
ব্যাখ্যাঃ Assertive Sentence-টি দ্বারা আনন্দ প্রকাশ করেছে তাই Hurrah!
বসেছে এবং বাক্যের বাকি অংশ বসেছে।
⮞ বাক্যে It is a matter of sorrow যুক্ত Assertive Sentence দ্বারা দুঃখ প্রকাশ
করলেঃ
- বাক্যের শুরুতে Alas! বসে।
- It is a matter of sorrow + that বাদ যায়।
- বাক্যের বাকি অংশ বসে।
Note: বিস্ময়সূচক চিহ্ন (Note of exclamation) ‘!’ Interjection-এর পরে
বসে।
উদাহরণঃ
Assertive Sentence: It is a matter of sorrow that the man died in a
road accident.
Exclamatory Sentence: Alas! The man died in a road accident.
ব্যাখ্যাঃ Assertive Sentence-টি দ্বারা দুঃখ প্রকাশ করেছে তাই Alas!
বসেছে এবং বাক্যের বাকি অংশ বসেছে।
Note: একই ভাবে বিস্ময় বোঝালে Wow! এবং লজ্জা বোঝালে Fie Fie! ইত্যাদি
ব্যবহৃত হয়।
Self Assessment
⮞ Change the following Assertive Sentences to Exclamatory Sentences
1. Mother Teresa was a very passionate woman.
2. I was very excited to see the sea-beach.
3 . It is really sensible.
4. An idle man leads a very miserable life.
5. Some books are very interesting.
6. Reading books is a very good habit.
7. He becomes very happy when the students achieve good results in public
examinations.
8. This book brought a huge name and fame in his life.
9. A corrupt man leads a very unhappy life.
10. A successful man is very happy.
11. The recent flood was very devastating.
12. They are very concerned with the quantity of food.
13. The rose is a very nice flower.
14. Madhusudan Dutt was a very popular poet.
15 . I wish I could help the poor.
16. It is a very valuable thing.
17. Good health is very valuable.
18. It assumes a very terrible shape in the rainy season.
19. Cricket is a very exciting game.
20. It is a very beautiful flower.
21. The ant is a very industrious insect.
22. I wish I were a fairy.
23. I wish I could fly.
24. The painting is very nice.
25. You are a great fool.
26. The Padma is a very big river.
27. I earnestly desire to see her once.
28. The sun shone very hotly overhead.
29. My hair grows very fast.
30. It is a very beautiful bird.
31. The girl sings very sweetly.
32. I have got a very nice gift for you.
33. I wish I had the wings of a dove.
34. You are a great fool.
35. The heat was very terrible.
36. The scenery of the place is very charming.
37. I wish I were young again.
38. It was a very lucky day.
39. The sight is very pathetic.
40. The next few days were very terrible.
41. He leads a most unhappy life.
42. She was very talkative.
43. A little learning is a very dangerous thing.
44. It was an exciting game.
45. I wish I could fly in the sky.
46. I wish I could go there in time.
Note:
ইংরেজি গ্রামার ও স্পোকেন ইংলিশ সম্পর্কে যে কোন প্রশ্ন থাকলে কমেন্টের
মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন।
Timeline Treasures নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url