Assertive To Interrogative-এ রূপান্তর করার নিয়ম

Assertive To Interrogative Transformation ইংরেজি গ্রামারের একটি গুরুত্বপূর্ণ টপিক। ইংরেজি গ্রামার শেখা বা ইংরেজিতে নির্ভুল ভাবে কথা বলার ক্ষেত্রে Transformation এর ভুমিকা অনেক। বিশেষ করে SSC ও HSC-র শিক্ষার্থীদের জন্য এই Transformation (Assertive To Interrogative) টপিকটি খুব গুরুত্বপূর্ণ। আমরা এই পোষ্টে কিভাবে একটি Assertive Sentence-কে Interrogative Sentence-এ রুপান্তর করবেন সেই নিয়ম সম্পর্কে উদাহরণ ও ব্যাখ্যাসহ আলোচনা করা হয়েছে।

Assertive To Interrogative-এ রূপান্তরের সময় নিচের বিষয় গুলো মনে রাখতে হবেঃ

  • বাক্যের অর্থের পরিবর্তন করা যাবে না।
  • অর্থের পরিবর্তন না করা Assertive বাক্যকে Interrogative করার সময় বাক্যে ব্যবহৃত সাহায্যকারী Auxiliary / Helping Verb সব সময় বাক্যের শুরুতে বসবে।
  • প্রদত্ত বাক্যে Auxiliary / Helping Verb না থাকে তাহলে Tense ও Subject-এর Person অনুযায়ী Present Indefinite Tense বা Simple Present Tense -এর ক্ষেত্রে‘do, does’ বসে। Past Indefinite Tense বা Simple Past Tense -এর ক্ষেত্রে did’ বসে।
  • ‘does’ ব্যবহার করলে শেষে যুক্ত থাকা উঠে যায়।
  • ‘did’ ব্যবহার করলে Main Verb -টির Present Form বা Base Form হয়।

1. বাক্যের মধ্যে Auxiliary Verb থাকলেঃ

Auxiliary Verb বলতে সাধারণত ‘do, does, did’, ‘to be’, ‘to have’ ও ‘modal verb’ গুলোকে বোঝায়।
প্রদত্ত বাক্যটি Affirmative Sentence হলেঃ
  • Auxiliary Verb-টি বাক্যের শুরুতে বসবে।
  • Auxiliary Verb-এর সাথে ‘not’ যুক্ত হবে।
  • বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন ‘?’ বসে।
উদাহরণঃ
Assertive Sentence: Zahin is a good boy.
Interrogative Sentence: Isn't Zahin a good boy?
ব্যাখ্যাঃ বাক্যে Auxiliary verb ‘is’ আছে এবং বাক্যটি Affirmative। তাই বাক্যের শুরুতে (Is + not) = Isn't বসিয়ে Interrogative করা হয়েছে। অর্থাৎ বাক্যটিকে Negative Interrogative করা হয়েছে।
প্রদত্ত বাক্যটি Negative Sentence হলেঃ
  • Auxiliary Verb-টি বাক্যের শুরুতে বসবে।
  • Auxiliary Verb-এর সাথে যুক্ত থাকা ‘not’ উঠে যাবে।
  • বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন ‘?’ বসে।
উদাহরণঃ
Assertive Sentence: They are not playing football.
Interrogative Sentence: Are they playing football?
ব্যাখ্যাঃ বাক্যটিতে Auxiliary verb ‘are’ আছে এবং বাক্যটি Negative। তাই বাক্যের শুরুতে ‘Are’ বসিয়ে Interrogative করা হয়েছে। Not-কে বাদ দেওয়া হয়েছে।

2. বাক্যের মধ্যে Auxiliary Verb না থাকলেঃ

প্রদত্ত বাক্যটি Affirmative Sentence হলেঃ
  • বাক্যটি Present Indefinite Tense হলে বাক্যের শুরুতে Don't/Doesn't বসবে। এবং Main Verb-এর শেষে থাকা ‘s/es’ উঠে যাবে।
  • বাক্যটি Past Indefinite Tense হলে বাক্যের শুরুতে Didn't বসবে। এবং Main Verb-টি আর Past Form-এ থাকবে না। Verb-টির Present Form বা Base Form হবে।
  • বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন ‘?’ বসে।
উদাহরণঃ
Assertive Sentence: Lima sings very well.
Interrogative Sentence:Doesn't Lima sing very well?
ব্যাখ্যাঃ প্রদত্ত বাক্যটি Affirmative এবং Present Indefinite Tense এবং Subject 3rd Person, Singular Number তাই ‘Doesn't’ ব্যবহার করা হয়েছে। এবং Main Verb-এর শেষে থাকা ‘s/es’ বাদ দেয়া হয়েছে।
উদাহরণঃ
Assertive Sentence: Mahin caught a bird.
Interrogative Sentence: Didn't Mahin catch a bird?
ব্যাখ্যাঃ প্রদত্ত বাক্যটি Affirmative এবং Past Indefinite Tense তাই বাক্যের শুরুতে Didn't বসেছে। এবং Main Verb-টি আর Past Form-এ নেই। Verb-টির Present Form বা Base Form হয়েছে।
প্রদত্ত বাক্যটি Negative Sentence হলেঃ
  • বাক্যটি Present Indefinite Tense হলে বাক্যের শুরুতে Do/Does বসবে। এবং ‘Not’ উঠে যায়।
  • বাক্যটি Past Indefinite Tense হলে বাক্যের শুরুতে Did বসবে। এবং ‘Not’ উঠে যায়।
  • বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন ‘?’ বসে।
উদাহরণঃ
Assertive Sentence: Lubna doesn't read attentively.
Interrogative Sentence:Does Lubna read attentively?
ব্যাখ্যাঃ প্রদত্ত বাক্যটি Negative এবং Present Indefinite Tense এবং Subject 3rd Person, Singular Number তাই ‘Does ব্যবহার করা হয়েছে। এবং Not-কে বাদ দেওয়া হয়েছে।
উদাহরণঃ
Assertive Sentence: They did not go to school.
Interrogative Sentence:  Did they go to school?
ব্যাখ্যাঃ প্রদত্ত বাক্যটি Negative এবং Past Indefinite Tense. তাই ‘Did ব্যবহার করা হয়েছে। এবং Not-কে বাদ দেওয়া হয়েছে।

3. বাক্যে Everybody, Everyone, All থাকলেঃ

প্রদত্ত বাক্যটি Present Indefinite Tense হলেঃ
Everybody, Everyone, All-এর পরিবর্তে-
  • বাক্যের শুরুতে Who + does not/do not বসে। Subject 3rd Person, Singular হলে ‘does not’ অন্য সকল ক্ষেত্রে ‘do not’ বসে।
  • অথবা, Who + Auxiliary verb + not বসিয়ে Interrogative করতে হয়।
  • Main Verb-এর শেষে ‘s/es’ থাকলে উঠে যাবে।
  • মূল Verb-এর পরের অংশ বসে।
  • বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন ‘?’ বসে।
উদাহরণঃ
Assertive Sentence:
Everybody knows him.
Interrogative Sentence: Who does not know him?
ব্যাখ্যাঃ প্রদত্ত বাক্যটি Present Indefinite Tense. তাই ‘does not’ ব্যবহার করা হয়েছে। এবং Main Verb-এর সাথে যুক্ত ‘s/es’কে বাদ দেওয়া হয়েছে।
প্রদত্ত বাক্যটি Past Indefinite Tense হলেঃ
Everybody, Everyone, All-এর পরিবর্তে-
  • বাক্যের শুরুতে Who + did not বসে।
  • মূল Verb-এর Present Form বসে।
  • মূল Verb-এর পরের অংশ বসে।
  • বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন ‘?’ বসে।
উদাহরণঃ
Assertive Sentence: All loved the baby.
Interrogative Sentence: Who did not love the baby??
ব্যাখ্যাঃ প্রদত্ত বাক্যটি Past Indefinite Tense. তাই ‘did not’ ব্যবহার করা হয়েছে। এবং Main Verb-এর Present Form বসেছে।

4. বাক্যে Every + Noun থাকলেঃ

  • Every-এর পরিবর্তে বাক্যের শুরুতে Is there any বসে।
  • Every-এর পরের Noun-টি বসে।
  • Who doesn't বসে।
  • মূল Verb-এর Base Form বসে।
  • মূল Verb-এর পরের অংশ বসে।
  • বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন ‘?’ বসে।
উদাহরণঃ
Assertive Sentence: Every man hates war.
Interrogative Sentence: Is there any man who doesn't hate war?
ব্যাখ্যাঃ Every-এর পরিবর্তে বাক্যের শুরুতে Is there any বসেছে।
Note: এ ধরণের Sentence-এ Must থাকলে Interrogative-এ রুপান্তরের সময় ‘doesn't’ এর পরিবর্তে ‘will not’ বসে।
উদাহরণঃ
Assertive Sentence: Every man must die.
Interrogative Sentence: Is there any man who will not die.?

5. বাক্যে Nobody, None, No one থাকলেঃ

  • বাক্যের শুরুতে এদের পরিবর্তে Who বসে।
  • বাক্যের বাকী অংশ বসে।
  • বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন ‘?’ বসে।
উদাহরণঃ
Assertive Sentence: Nobody believes a liar.
Interrogative Sentence: Who believes a liar?
Assertive Sentence: Nobody could ever count my love for my wife.
Interrogative Sentence: Who could ever count my love for my wife?
Note: অনেক সময় Who-এর পরিবর্তে Auxiliary Verb দিয়েও Interrogative Sentence-এ রুপান্ত করা হয়। সেক্ষেত্রে Auxiliary Verb এর পরে anyone ব্যবহৃত হয়।
উদাহরণঃ
Assertive Sentence: No one can solve this.
Interrogative Sentence: Who can solve this?
Or,
Can anyone solve this?
Assertive Sentence: Nobody could ever count my love for my wife.
Interrogative Sentence: Who could ever count my love for my wife?
Or,
Could anyone ever count my love for my wife?

6. Introductory ‘there’ যুক্ত বাক্যকে Interrogative-এ রুপান্তর করার নিয়মঃ

  • There is no-এর পরিবর্তে what/who বসে।
  • প্রদত্ত Sentence-টির বাকী অংশ বসে।
  • বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন ‘?’ বসে।
উদাহরণঃ
Assertive Sentence: There is no use of this law.
Interrogative Sentence: What is the use of this law?
Assertive Sentence: There is no girl more beautiful than Helen.
Interrogative Sentence: Who is more beautiful than Helen?
Note: There is no পরে ব্যক্তি বাচক শব্দ থাকলে ‘who’ এবং বাক্তির পরিবর্তে অন্য কিছুর উল্লেখ থাকলে ‘what’ বসে। তবে এ ধরণের বাক্যের শুরুতে Is there any ব্যবহার করেও Interrogative-এ রুপান্তর করা যায়।
উদাহরণঃ
Assertive Sentence: There is no use of this law.
Interrogative Sentence: What is the use of this law?
Or,
Is there any use of this law?
Assertive Sentence: There is no girl more beautiful than Helen.
Interrogative Sentence: Who is more beautiful than Helen?
Or,
Is there any girl more beautiful than Helen?

৭. বাক্যে ‘nothing but’ থাকলেঃ

  • Interrogative-এ রুপান্তর করার সময় ‘What is’ বা ‘Isn't’ ব্যবহার করেও Interrogative করা যায়।
উদাহরণঃ
Assertive Sentence: Friendship is nothing but a name.
Interrogative Sentence: What is friendship but a name?
Or, Isn't friendshp but a name?
Assertive Sentence: Life is nothing but a walking shadow.
Interrogative Sentence: What is life but a walking shadow?
Or,
Isn't life but a walking shadow?

8. বাক্যে It is no use থাকলেঃ

  • It is no use-এর পরিবর্তে Why বসে।
  • use-এর পরের ‘ing’ যুক্ত Verb টির Present Form হয়।
  • প্রদত্ত Sentence-টির বাকী অংশ বসে।
  • বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন ‘?’ বসে।
অথবা,
  • Is there any use ব্যবহার করেও Interrogative Sentence-এ রুপান্তর করা যায়।
উদাহরণঃ
Assertive Sentence: It is no use memorising answer for any examination.
Interrogative Sentence: Why memorise answer for any examination?

9. It does not matter যুক্ত বাক্যের ক্ষেত্রেঃ

  • It does not matter এর পরিবর্তে What though বসে।
  • প্রদত্ত Sentence-টির বাকী অংশ বসে।
  • বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন ‘?’ বসে।
উদাহরণঃ
Assertive Sentence: It does not matter if we lose the game.
Interrogative Sentence: What though if we lose the game?

Exercise

⮞ Change the following Assertive Sentences to Interrogative Sentences.

1. Mother Teresa is an icon to many people.
2. He inherited a vast property from his father and sister.
3. We got our independence for their sacrifice.
4. The books of great writers contain noble thoughts and great ideas.
5. There was an old man in a village.
6. Science and technology have made our life easy and comfortable.
7. They were talking about their love for each other.
8. He was only 13 years old when his father died.
9. Nobody respects him.
10. One can't be successful without it.
11. He lived with his family and worked on a farm.
12. Bangladesh is a low-lying country.
13. People of all ages like to watch television.
14. He can succeed in life.
15. A flower is a glowing gift of nature..
16. He thought that he was born on the wrong side of the planet.
17. He was an ardent follower of Lord Byron.
18. We were talking about him.
19. Wasting time is harmful for them.
20. They have visited the national museum.
21. He goes to school regularly.
22. We should never look down upon the poor. 23. A book delights us.
26. Everyone prefers walking as an exercise usually in the morning.
27. Everybody knows this.
28. He lived with his family.
29. Everybody likes flowers.
30. My friend invited me to pay a visit to Cox's Bazar.

⮞ Change the following Interrogative Sentences to Assertive Sentences.

1. Who does not know about the charity of Mother Teresa?
2. Who does not want to succeed in life? 
3. Is there anybody who does not want to succeed in life?
4. Who does not know the consequence of Tsunami?
5. Who loves them then?
6. Don't you know about e-books?
7. Who does not like a book?
8. Who does not want to succeed in life?
9. Who does not love him very much?
10. Is this not a reward in itself?
11. Did I ever ask you to do it?
12. Is there any sense in doing that?
13 . Who does not know the vulture?
14 . Can you gather grapes from thorns?
15. Can't you do the work?
16. Who can beat him?
17. Who doesn't love flower?
18. When can their glory fade?
20. Shouldn't we respect our betters?
24. They are a great source of food and vitamins.
25. Something is better than nothing.
19. Isn't it likely to rain today?
Note: ইংরেজি গ্রামার ও স্পোকেন ইংলিশ সম্পর্কে যে কোন প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

Timeline Treasures নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url