Conditional Sentences Rules In Bangla

The Conditional
নিচের বাক্যগুলো লক্ষ করো-
If you come, I shall go.
If it rains, they will not play.
ওপরের প্রত্যেকটি বাক্যের দুটি অংশ রয়েছে। এখানে উভয় বাক্যে If অংশে একটি শর্ত আরোপ করা হয়েছে এবং বলা হয়েছে, যদি কোনো কিছু ঘটে, তবে অন্য কিছু ঘটবে। এ ধরনের শর্তযুক্ত বাক্যকে বলে Conditional.
Conditional কথাটির অর্থ হচ্ছে শর্ত। যে সব Sentence কোনো Condition বা শর্ত প্রকাশ করে, সেগুলোকে Conditions Conditional Sentence বলে। Conditional Sentence-এর যে Clause বা অংশটি দ্বারা Condition বা শর্তটি প্রকাশিত হয় তার পূর্বে সাধারণত If থাকে। একে বলা হয় If Clause।
সুতরাং, যেসব Sentence-এর Subordinate Clause, Principal Clause বা Independent Clause-এর ওপর শর্ত আরোপ করে তাদেরকে Conditional Sentence বা শর্তাধীন বাক্য বলা হয়।
Conditional Sentence-এ দুটি অংশ থাকে। প্রথম অংশকে If Clause বা Dependent Clause বলা হয় এবং দ্বিতীয় অংশকে Principal Clause বা Independence Clause বলা হয়। তবে কখনো কখনো Principal Clause কে sentence-এর শুরুতে এবং Subordinate বা Dependent Clause-কে Sentence-এর শেষে লেখা হয়।
If you want, I shall help you. You will catch cold if you play in the rain.
Note: If clause-টি Principal Clause-এর পূর্বে বসলে তারপর কমা (,) বসে এবং পরে বসলে কমা বসবে না। Imperative Sentence এ Subject উহ্য থাকে এবং মূল verb দিয়ে বাক্য শুরু হয়। যেমন:
If you want to prosper, work hard.
Work hard if you want to prosper. Note: If clause ছাড়াও Conditional Sentence গঠিত হতে পারে। If clause যুক্ত sentence-কে বলা হয় Open Conditional Sentence এবং If clause বিহীন Conditional Sentence-কে বলা হয় Closed Conditional If you come, I shall go. (Open conditional)
When grandfather came to visit, he would bring me a present. (Closed conditional)
Zero Conditional:
নিচের বাক্যগুলো লক্ষ করো:
If it rains, we use umbrella.
If you are hungry, have something.
If you have finished everything, go home.
Unless she asks you, don't tell her. When I am working, please be quiet.
ওপরের বাক্যগুলোর if, unless, when দিয়ে শুরু শর্তযুক্ত বাক্যাংশে Present tense এবং অপর অংশে Present tense কিংবা imperative বা আদেশসূচক বাক্য ব্যবহৃত হয়েছে। এ ধরনের শর্ত আরোপিত বাক্যকে Zero
Conditional বলা হয়।
(If ও When)-এর মধ্যে পার্থক্য আছে।
If অর্থ কোনো কিছু সম্ভবত হতে পারে।
When অর্থ কোনো কিছু নিশ্চিত হয়।
শর্তযুক্ত কাজটি ঘটার সম্ভাব্যতার ওপর ভিত্তি করে Conditional Sentence-কে তিন ভাগে ভাগ করা যায়। যথা:
1ª Conditional বা Probable Conditional Sentence;
1. 2. 2d Conditional বা Improbable Conditional Sentence;
3. 3rd Conditional বা Impossible Conditional Sentence;
Note: 336
Radiant Learner's Communicative English Language & Literature | Class-9
1" Conditional বা Probable Conditional Sentence:
যেসব Conditional Sentence-এ If clause-এর কাজটি ঘটা পুরোপুরি সম্ভব সেগুলোকে 1" Conditional Sentence বা Probable Conditional Sentence, বলা হয়। যেমন:
If I get the news, I will tell you.
If you want, I will help you.
Structure & Use of 1st Conditionals:
If+ present + future (certainty বা নিশ্চয়তা বোঝাতে ব্যবহৃত হয়।)
If you come, I will go.
If it rains, we will not play.
If you study hard, you will pass.
• If + present + may/might/can (may/might সম্ভাবনা বা অনুমতি বোঝাতে এবং can সামর্থ্য বোঝাতে ব্যবহৃত হয়।)
If you want, you may go. (অনুমতি)
If you run fast, you may win. (সম্ভাবনা)
If I get an opportunity, I can prove myself fit. (সামর্থ্য)
If + present + present (অভ্যাসগত কর্ম, স্বয়ংক্রিয় ফলাফল বা বিজ্ঞানসম্মত সত্য প্রকাশ করতে ব্যবহৃত হয়।)
If I like a book, I buy it.
If price gets higher, demand fall.
If you heat water at 100°C, it boils.
Note: এগুলো zero conditional-এর অন্তর্ভুক্ত।
If + present + must (বাধ্যবাধকতা বা obligation বোঝাতে ব্যবহৃত হয়।)
If you want to succeed, you must work hard.
2nd Conditional বা Improbable Conditional Sentence:
যে সব Conditional Sentence-এর if clause-এর কাজটি ঘটা সম্ভব নয় বা বাস্তব তথ্যের বিরোধী সেগুলোকে 2 Conditional বা Improbable Conditional Sentence বলা হয়। যেমন:
If I knew the answer, I would tell you.
Note: 2nd Conditional Sentence-এর if clause-এর be verb সর্বদা were হয়।
If I were a bird, I would fly.
Structure and Use of 2nd Conditionals:
If + past + should/would (certainty বা নিশ্চয়তা অর্থে ব্যবহৃত হয়। তবে উচিত বোঝাতে should-এর ব্যবহার
পরিহার করা হয়।)
If you came, I would go.
If I knew the answer, I would tell you.
If past + might (সম্ভাবনা বা probability বোঝাতে ব্যবহৃত হয়।)
If you worked hard, you might succeed.
If we had power, we might control all evils.
If past + could (সামর্থ্য বা ability বোঝাতে ব্যবহৃত হয়।)
If you worked hard, you could succeed.
If he read, he could pass.
3rd Conditional বা Impossible Conditional Sentence:
কিছু কিছু Conditional Sentence-এর If clause-টি এমন শর্ত প্রকাশ করে যা অতীতকালে ঘটার কথা ছিল, কিন্তু সে শর্ত পূরণ হয়নি বলে এখন আর পূরণ হওয়া সম্ভব নয়। এরূপ Conditional Sentence-কে 3rd Conditional বা Impossible
Conditional Sentence বলে। যেমন:
If you had asked him, he might have helped you.
Section A: Language The Conditionals
337
Structure and Use of 3rd Conditionals:
If+ past perfect + perfect conditional. (অবাস্তব নিশ্চয়তা, সামর্থ্য বা সম্ভাবনা বোঝাতে ব্যবহৃত হয়।) If you had studied hard, you could have passed in the exam.
গঠনটিকে নিম্নরূপেও লেখা যায়-
If+ past perfect + perfect conditional
(Perfect Conditional Subject + would/could/might + have + verb-এর Past participle form). Note: Certainty বা নিশ্চয়তা বোঝাতে would, ability বা সামর্থ্য বোঝাতে could এবং probability বা সম্ভাবনা বোঝাতে might ব্যবহৃত হয়।
3rd Conditional-এ if clause-টির had-কে Sentence-এর প্রথমে বসিয়ে if-কে বাদ দিয়ে-
Had + subject + verb এর past participle form + perfect conditional-এ গঠন অনুযায়ীও লেখা যায়। Had you asked him, he might have helped you. Had you studied well, you would have passed.
Note: কিছু ব্যতিক্রমধর্মী conditionals:
• সবিনয় অনুরোধ বা Polite request বোঝাতে If you will/if you would ব্যবহার করা হয়। তবে if you would- ব্যবহার করা অধিক বিনয় প্রকাশ করে।
If you would help me, I shall be grateful to you.
• বস্তা যখন ধরে নেয় যে শ্রোতা তার শর্ত বা অনুরোধ পূরণ করবে তখন If you could + verb-এর Present form দ্বারা clause শুরু করতে হয় এবং এক্ষেত্রে Principal Clause উহ্য থাকে।
If you could fill up this form (In an office). If you could keep silent (In a classroom).
• If + want/wish-এর পরিবর্তে would like/would care-ও ব্যবহার করা যায়।
If you want to buy this shirt, I will buy it for you. If you would like to buy this shirt, I will buy it for you.
• Conditional Sentence-এ would-এর পর object না থাকলে would-কে বাদ দেওয়া যায়।
If you come, I shall wait for you
কিন্তু would like-এর পর Object থাকলে would-কে বাদ দেওয়া যায় না। If
you would like to buy a ticket, I shall manage one for you.
Exercise
1. Join list A and B to make Conditional Sentences.
List A
If anybody asks you what you're doing, When we become tired, Unless the rain stops, If you are feeling unwell, If you pour oil into water, If I don't get up till nine,
When I'm studying,
List B
wake me, please. don't disturb me. say you're with me. don't go outdoors.
you need to see a doctor. we take some rest.
the oil floats.

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

Timeline Treasures নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url