Essay কি-Essay লেখার সহজ নিয়ম-Essay লেখার কৈাশল

মানসম্পন্ন Essay লেখার কৌশল

An essay is a short piece of writing on one particular subject. অর্থাৎ একটি সুনির্দিষ্ট ও সুস্পষ্ট বিষয়ের উপর গদ্যরূপে লিখিত স্বয়ংসম্পূর্ণ ও আলোচনায় পরিপূর্ণতাপ্রাপ্ত লেখাকে Essay বা রচনা বলে। তবে Essay-এর বৈশিষ্ট্য, বিভিন্ন Parts এবং তাদের Functions জানলেই Essay সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা পাওয়া যাবে।

একটি মানসম্পন্ন Essay-এর বৈশিষ্ট্যাবলী

একটি মানসম্পন্ন Essay লেখার জন্য একটি ভালো Essay'র বৈশিষ্ট্যাবলী জানা অত্যাবশ্যক। একটি মানসম্পন্ন essay-এর অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে। যথা:

1. Definite Subject (সুনির্দিষ্ট বিষয়): Essay লেখার পূর্বে অবশ্যই এর Subject ঠিক করে নিতে হবে এবং এই Subjectটি সুনির্দিষ্ট ও সুস্পষ্ট হতে হবে।

2. Transition (ধারাবাহিকতা): একটি Paragraph একাধিক Sentence-এর সমন্বয়ে গঠিত এবং একটি Essay একাধিক Paragraph-এর সমন্বয়ে গঠিত। প্রত্যেকটি Paragraph আবার একটি স্বতন্ত্র Point বা Idea নিয়ে আলোচনা করে এবং সবগুলো Point মিলে Essay-র মূল বিষয় বা Subject টিকে ফুটিয়ে তোলে। ফলে Sentence এর সাথে অন্য একটি Sentence-এর যেমন ধারাবাহিকতা থাকা উচিত তেমনি একটি Paragraph-এর সাথে অন্য একটি Paragraph-এর ধারাবাহিকতা থাকা উচিত যাতে এদের সবগুলোকে একটি Essay-র বিভিন্ন Relevant অংশ মনে হয়।

3. Grammatical Accuracy: একটি মানসম্পন্ন Essay-কে Grammatically Accurate হতে হয়। তাই Essay লেখার সময় অবশ্যই Correct spelling (সঠিক বানান), Punctuation (বিরাম চিহ্নের ব্যবহার), Grammatical Structure, Word order or syntax (বাক্য রীতি) ইত্যাদি ব্যাকরণগত দিকগুলোর প্রতি লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ Essayটি যাতে Grammatically accurate হয় তা নিশ্চিত করতে হবে। কেননা একটি মানসম্পন্ন Essay কে শুধু Informative হলেই হয় না, Grammatically- Accurate হতে হয়।


4. The Arguments (Relevant issues of a topic): A writer may have strong opinions about a topic or a question but he should also state the opposing arguments to show that he understands both sides of the problem. Essay-এর বিষয়টি সম্পর্কে খুঁটিনাটি সবদিক নিয়ে Essay-তে আলোচনা করা উচিত যাতে বিষয়টির আলোচনায় একটি পরিপূর্ণতা থাকে। অর্থাৎ কোনো একটি বিষয়ের উপকারিতা বা সুবিধা নিয়ে আলোচনা করলে, তার অপকারিতা বা অসুবিধা নিয়েও আলোচনা করা উচিত এবং তবেই বিষয়টির আলোচনায় পরিপূর্ণতা আসবে। যেমন- Democracy বা গণতন্ত্রের Advantages বা সুবিধাসমূহ নিয়ে আলোচনা করলে এর Disadvantages বা অসুবিধাসমূহ নিয়ে আলোচনা করা উচিত। অথবা কোনো একটি সমস্যার কারণসমূহ নিয়ে আলোচনা করলে, তা সমাধানের উপায় বা উপায়সমূহ নিয়েও আলোচনা করা উচিত। যেমন- Causes of unemployment বা বেকারত্বের কারণসমূহ নিয়ে আলোচনা করলে, বেকারত্ব সমস্যার সমাধানের উপায় নিয়েও আলোচনা করা উচিত।

5. Cohesion (সংযোগ প্রবণতা):

In a good essay, each sentence should be linked logically to the sentence before and the sentence after. অর্থাৎ একটি ভালো Essay-তে প্রত্যেকটি Sentence অবশ্যই তার পূর্ববর্তী ও পরবর্তী Sentence-এর সাথে যৌক্তিকভাবে সম্পর্কযুক্ত করতে হবে এবং দুটি উপায়ে এটি করা যায়। যথা- (1) Cause and effect (কারণ ও ফলাফল), (ii) Contrast (বৈসাদৃশ্য)

(i) Cause and Effect (কারণ ও ফলাফল): Cause and effect কে logically প্রকাশের মাধ্যমেও Cohesion বৃদ্ধি করা যায়। যেমন-

I was ill so I could not attend the calls.

Or, I was ill. Therefore I could not attend the class.

এখানে প্রথম বাক্যটি দ্বিতীয় বাক্যটির কারণ বুঝানো হচ্ছে। 'So' ব্যবহার করলে বাক্য দুটিকে একত্রে যুক্ত করা হয়। কিন্তু Therefore ব্যবহার করলে বাক্য দুটিকে Separately লেখা হয়। আবার Because অথবা as ব্যবহার করেও cause and effect প্রকাশ করা যায়। যেমন-


I could not attend the class because I was ill.


Or, I could not attend the class as I was ill.


এখানে প্রথম বাক্য দ্বারা ফলাফল (effect) এবং দ্বিতীয় বাক্য দ্বারা কারণ (cause) বুঝানো হচ্ছে।

Rule: (i) Cause + so/therefore + effect.

(ii) Effect + because/as + cause.

(ii) Contrast (বৈসাদৃশ্য): Contrast বা বৈসাদৃশ্য বোঝাতে although, but, however ব্যবহার করেও Cohesion বৃদ্ধি করা যায়। যেমন-

Bangladesh is a small country but it has a huge population.

Or, Bangladesh is a small country. However, it has a huge population. Or, Although Bangladesh is a small country, it has a huge population.

6. A Wide Variety of Sentence Structure: Essay-এর প্রত্যেকটি Sentence-এর দৈর্ঘ্য ও গঠন এক রকম হলে পুরো Essay-টিকে Monotonous বা একঘেয়ে মনে হবে। ফলে Essay-টিকে আকর্ষণীয় করার জন্য Sentence-এর দৈর্ঘ্য ও গঠনে Variety বা বৈচিত্র্য থাকা দরকার। যেমন- কখনো Active voice, আবার কখনো Passive voice, অথবা Simple, Complex ও Compound sentence অথবা Assertive, Interrogative, Exclamatory sentence ইত্যাদির সংমিশ্রণ থাকা উচিত।

7. Orderly Arrangement: একটি সার্থক Paragraph লেখার জন্য যেমন এর অন্তর্গত বিভিন্ন Sentence কে orderly সাজাতে হয় তেমনি একটি সার্থক Essay লেখার জন্য এর অন্তর্গত বিভিন্ন Paragraph কে Orderly সাজাতে হয়। Essay যেহেতু কতগুলো Paragraph এর সমষ্টি, তাই Good essay লেখার জন্য Good paragraph লেখা অপরিহার্য।

8. Paragraph Development and its Structure: একটি ভালো Paragraph লেখার জন্য Paragraph-এর Different parts, sentences এবং তাদের functions জানা গুরুত্বপূর্ণ। একটি Paragraph-এ সাধারণত তিনটি Part থাকে। যথা:

(i) Paragraph Introducer or Topic Sentence: The first sentence is a topic sentence and it tells the topic or main idea of the paragraph. অর্থাৎ Paragraph-এর প্রথম বাক্যটিকে Paragraph Introducer বা Topic Sentence বলে এবং Paragraph-এর মূল বিষয়টি কি তা প্রকাশ করাই Paragraph introducer বা Topic Sentence-এর কাজ।

(ii) Paragraph Developers: The next few sentences that develop the theme of the topic sentence are called paragraph developers. Paragraph developers explain or prove the paragraph introducer and are joined by smooth transitions. অর্থাৎ Paragraph Introducer-এর পর যে Sentence-গুলোর মাধ্যমে Topic sentence-এর বিষয়টি ব্যাখ্যা বা প্রমাণ করা হয় অথবা বিকাশ লাভ করে তাকে Paragraph developers বলে এবং এ Sentence গুলো বিভিন্ন Transitional words দিয়ে logically যুক্ত থাকে।


(iii) Paragraph Terminator: Paragraph Terminator is the concluding or the last sentence and it does three functions such as-

(a) To restate the paragraph introducer. (Paragraph-এর মূল বিষয়টিকে পুনরায় ব্যক্ত করা) (b) To summerize the paragraph. (Paragraph-টির একটি সারাংশ করা)

(c) To add a final comment (একটি চূড়ান্ত মন্তব্য জুড়ে দেয়া)

But, in a good essay, the last sentence or paragraph terminator of a paragraph should logically lead into the next paragraph. Note: একটি ভালো Paragraph লেখার জন্য এর Unity ও Coherence-এর প্রতিও লক্ষ্য

রাখতে হবে। যেমন-

* Unity বা ঐক্য: Unity of a paragraph means every paragraph must deal with only one idea and the best way to maintain unity is to pay close attention to the

paragraph introducer, অর্থাৎ প্রত্যেকটি Paragraph-এর আলোচনা অবশ্যই একটি মাত্র Point-এ সীমাবদ্ধ হওয়া উচিত এবং ঐ Point-টির সাথে প্রাসঙ্গিক নয় এমন Point- কে এর সাথে include করা যাবে না।

• Coherence (সামঞ্জস্য): Coherence is an important quality of a paragraph. It means sentences of a paragraph must follow one another without abrupt changes.

9. Different Parts of an Essay and their Functions: একটি ভালো Essay লেখার জন্য এর বিভিন্ন Parts এবং তাদের Functions জানা প্রয়োজন। একটা Essay কে সাধারণত তিনটি প্রধান অংশে ভাগ করা যায়। যথা:

i. Introduction (ভূমিকা): A good beginning or introduction attracts the readers attention. তাই Introduction কে অবশ্যই attractive ও Interesting হতে হবে। কেননা Introduction টি attractive ও interesting না হলে পুরো Essayটিই প্রাণহীন ও নিরস হয়ে পড়বে। Introduction টিকে এমন হতে হবে যাতে তা পড়লে পুরো Essay সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। The morning যেমন shows the day, তেমনি The 'introduction' must show the development and structure of a good and successful essay. The introduction to be effective and indicative of a good essay must consist of the followings:

(a) A restatement of the question;

(b) Writer's opinion;

(c) What and how the writer is going to discuss the question;

(d) An outline of the arguments the writer will use, etc. But, writer should not-

(i) Copy the question word for word or directly.

(ii) Give a lot of background information.

ii. The body (গর্ত): The body of an essay consists of a number of paragraphs that expand and support the ideas presented in the introduction. In the body of an essay, the ideas are discussed in detail, with evidence to support these ideas.

iii. The conclusion (উপসংহার): The 'conclusion' is the concluding paragraph of an essay. কথায় আছে, All is well that ends well. অর্থাৎ শেষ ভালো যার সব ভালো তার। তাই The conclusion কে আকর্ষণীয় ও কার্যকর করতে না পারলে পুরো Essay টাই বৃথা। A good ending or conclusion satisfies and stimulates the readers and brings all ideas of the essay to a logically and psychologically satisfying completion. Usually, a conclusion does the following functions such as- (a) To summerize the ideas presented in the text (b) To restate the writers opinion.

(c) To reach a final decision

(d) To specify the most important ideas, etc.

একটি ভালো Essay লিখতে হলে অবশ্যই Essay তে উপরোক্ত বৈশিষ্ট্যাবলীর প্রতিফলন ঘটাতে হবে।

আরও যেসব বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হবে-

1. Generating Ideas or Idea Development: Essay লেখার প্রথম পদক্ষেপ হচ্ছে- Essay টিতে কোন কোন Idea বা Point গুলো নিয়ে আলোচনা করা হবে তা Identify করা। Main idea বা Pointগুলো নির্দিষ্টকরণের পর এদের Relevant Subpoint গুলোও নির্দিষ্ট করতে হবে এবং Idea বা Point গুলোকে কিভাবে analyse বা discuss করা হবে তাও Identify করতে হবে। Essay-র বিষয়টিকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে প্রশ্ন করে বা analyse করে Essay-র প্রয়োজনীয় Relevant idea গুলো generate বা develop করা যায় এবং এর জন্য WH-word যেমন- What (কি), When (কখন), Why (কেন), Who (কে), How (কিভাবে); এর যেগুলো প্রাসঙ্গিক তা Use করা যেতে পারে। Analysis is the act of breaking down a substance or entity into its component parts. You can point out the various points and subpoints of the essay by emalysing the subject of the essay.


2. Structuring Ideas: Your decision about the orderly arrangement of the materials (ideas) is crucial to the success of your writing. You have to decide how you will group your ideas and sequence them considering the priorities and your focal idea. Idea generation বা Point গুলো Identify করার পর সেগুলোকে Correct order- এ সাজাতে হবে। অর্থাৎ Essay তে Point গুলোর কোনটির পর কোনটি আসবে তা Carefully ঠিক করতে হবে। কেননা, একটি good paragraph-এর বিভিন্ন Sentence যেমন সঠিক order-এ সাজানো থাকে তেমনি একটি good essay-এর বিভিন্ন Paragraph ও সঠিক Order-এ সাজানো থাকা অত্যাবশ্যক এবং তা Essay লেখা শুরু করার পূর্বেই ঠিক করে নিতে হবে।


3. To Start Writing: Ideaগুলো নির্দিষ্টকরণ এবং সেগুলো সঠিক Order- এ সাজানোর পর Essay লেখা শুরু করতে হবে। Essay লেখার সময় একটি ভালো Essay'র যেসব বৈশিষ্ট্যাবলী রয়েছে সেগুলো যাতে Essay টিতে প্রতিফলিত হয় তা নিশ্চিত করতে হবে। Paragraph-এ একটি Sentence-এর সাথে অন্য একটি Sentence-এর যেমন সম্পর্ক, Essay তে একটি Paragraph- এর সাথে অন্য একটি Paragraph-এরও সেরূপ সম্পর্ক। তাই Paragraph-এর জন্য যেমন Sentence গুরুত্বপূর্ণ তেমনি Essay-এর জন্য Paragraph-ও গুরুত্বপূর্ণ। তবে Paragraph-কে Paragraph-এর নিয়মে এবং Essay-কে Essay-এর নিয়মেই লিখতে হবে। এর জন্য Paragraph ও Essay'র বৈশিষ্ট্যাবলী, বিভিন্ন Parts এবং তাদের Functions জানা অপরিহার্য। Essay-র বৈশিষ্ট্যাবলী অংশে Paragraph ও Essay'র নিয়ম কানুন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তাই এ Part-টি মনোযোগ দিয়ে পড়া প্রয়োজন।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

Timeline Treasures নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url