Tense এর ব্যবহার
Present Indefinite Tense-এর ব্যবহার
1. অভ্যাস/ রীতিনীতি বুঝাতে Present Indefinite Tense ব্যবহূত হয়। যেমন- He takes exercise regularly. We celebrate the Independence Day.
ii. চিরন্তন সত্য বুঝাতে Present Indefinite Tense ব্যবহূত হয়। যেমন- The moon gives us light. ব্যবহৃত হয়। যেমন-
ঐতিহাসিক সত্য বুঝাতে Present Indefinite Tense
Akbar ascends the throne at the age of only twelve.
iv. নিকট ভবিষ্যৎ বুঝাতে Present Indefinite Tense ব্যাবহৃত হয়। যেমন-
I sell the book tomorrow.
সাধারণ বর্তমান বুঝাতে Present Indefinite Tense ব্যবহূত হয়।
যেমন- Selim likes sweets.
V
vi. বর্তমান কালের কাজ বুঝাতে Present Indefinite Tense ব্যবহূত হয়। যেমন- You see a bird.
vii. কোন বস্তা বা লেখকের উক্তি উদ্ধৃত করতে Present Indefinite Tense ব্যবহৃত হয়। যেমন- Shakespeare says, "Life is a tale told by an idiot."
viii. Often, usually, sometimes, always, occasionally, on Fridays, twice, everyday, every week, ইত্যাদি শব্দ বা phrase এর সাথে Present Indefinite Tense ব্যবহৃত হয়। যেমন- Muslims go to mosque everyday.
Present Continuous Tense-এর ব্যবহার
এই মুহূর্তে কোন কিছু ঘটছে বা চলছে এরূপ বুঝাতে Present Continuous Tense ব্যবহূত হয়। যেমন- I am driving a car.
She is singing a song.
৪. সাময়িক কোন কাজ বা ঘটনা বর্ণনা করতে Present Continuous Tense ব্যবহূত হয়। যেমন- Rana is staying with his uncle.
NaRO এক্ষেত্রে ঘটনাটি অতীতে শুরু হয়েছে, এখনো চলছে এবং ভবিষ্যতে কিছুদিন চলতে পারে।
ভবিষ্যৎ ঘটনা বুঝাতে এ tense ব্যবহৃত হয়। এক্ষেত্রে এ tense ব্যবহার করতে হলে সময়ের উল্লেখ করতে হবে। যেমন- Riad is going to Bangkok tomorrow.
IV. ইদানিং কোন কাজ বা ঘটনা হচ্ছে এরূপ বুঝাতে Present Continuous Tense ব্যবহূত হয়। যেমন-
I am reading in this school. He is working in the nearby factory.
V. কোন বিশেষ কাজ হাতে নেওয়া হয়েছে কিন্তু এখনও চলছে, শেষ হয়নি এরূপ বুঝালে এ Tense ব্যবহৃত হয়। যেমন-
Now I am reading a novel by Rabindranath.
vi. Emotional comment on present habit বুঝালে এ tense ব্যবহূত হয়। যেমন-
Zahir is always complaining.
vii. নিম্নলিখিত শ্রেণির verb-গুলোর Present Continuous Tense না হয়ে Present Indefinite Tense হয়।
(a) Verbs of sensory perception (ইন্দ্রিয়গ্রাহ্য verbs): See, hear, taste, smell.
(b) Verbs of mental perception (অনুভবযোগ্য verbs): know, believe, doubt, understand, remember. Verbs of measurement (পরিমাপ আপক verbs): weigh, cost, measure, equal.
Verbs of relationship (সম্পর্ক প্রকাশক verbs): have, own, contain, belong Verbs of emotion (আবেগ প্রকাশক verbs): want, desire, love, hate, like, dislike.
Present Perfect Tense-এর ব্যবহার
1. কোন কাজ এইমাত্র শেষ হয়েছে এরূপ বুঝালে verb এর Present Perfect Tense হয়। এক্ষেত্রে বাক্যে have/has এর পরে just, just now, already, recently, ইত্যাদি adverb ব্যবহার করা যায়।
Examples:
I have bought an umbrella. ii. Kabir has just won a prize.
i.
iii. I have already completed my home task.
কোন কাজ অতীতের কোন এক সময়ে শুরু হয়েছে এবং বর্তমান সময় পর্যন্ত চলছে এরূপ বুঝালে verb-এর Present Perfect Tense হয়। এক্ষেত্রে Point of time বা নির্দিষ্ট সময়ের পূর্বে অর্থাৎ বাংলায় হতে, হইতে বা থেকে বুঝাতে since বসে। কিন্তু Period of time বা ব্যাপক/ অনির্দিষ্ট সময়ের পূর্বে অর্থাৎ বাংলায় ধরে বা যাবৎ কথার উল্লেখ থাকলে for বসে। যেমন-
i I have known him for a long time.
ii. She has been ill for a week.
iii. Masum has been in this college since 1996.
3. অতীতে সম্পন্ন কোন কাজের সুনির্দিষ্ট সময়ের উল্লেখ না থাকলে বা সময় জানা না থাকলে বাক্যটির Present Pefect Tense হয়। যেমন-
Ripon has passed the H.S.C examination.
ii. Partha has written many letters.
iii. She has read 'Hamlet',
4. কোন কাজ অতীতে সম্পন্ন হয়েছে কিন্তু তার ফলাফল এখনও বর্তমান বা অভিজ্ঞতার অংশ হিসেবে রয়েছে এরূপ বুঝালে verb এর Present Perfect Tense হয়। যেমন-
Mazhar has seen Himalayas.
ii. Nazrul Islam has composed many poems.
iii. They have visited Rangamati.
5. কোন কাজ অতীতকালে সংঘটিত হয়েছে এবং ভবিষ্যতে আবারও সংঘটিত হতে পারে এরূপ বুঝালে verb এর Present Perfect Tense হয়। যেমন-
We have seen a nice car in this area,
ii. He has seen many snakes in the jungle.
6. কোন কাজ সম্পন্ন করতে যে সময়ের কথা উল্লেখ করা হয়েছে তা এখনও শেষ হয়নি এরূপ বুঝালে verb এর Present Perfect Tense হয়। এক্ষেত্রে বাক্যের সাথে সাধারণত today, this week/ month/ year/ season (summer, winter, oto) ইত্যাদি উল্লেখ থাকে। যেমন-
1. Nafisa has passed H.S.C exam this year.
ii. He has not met her today.
7. When, before, after, as soon as, till, until, ইত্যাদি সময়জ্ঞাপক conjunction দ্বারা যুক্ত বাক্যের Principal clause- Present Indefinite / Future Indefinite বা Imperative Sentence এর হলে Sub-ordinate clause-টির Present Perfect Tense হয়।
Structure: Conj + Present perfect+,+ Present/Future Indefinite/Imperative.
Or, Present/ Future Indefinite / Imperative + conjunction + Present perfect.
Examples:
1. He will inform me when he has reached home.
ii. Don't come until I have finished my meal.
iii. After he has called on her, he will come to me.
৪. কোন বাকো just, just now, ever, never, yet, not yet, till now, so far, up to the present, up to now, often, already, recently, Iately, since, for, today, this morning/ noon/ week/ month/year/ summer/ winter ইত্যাদি Adverb বা Adverbial phrase থাকলে বাক্যটির সাধারণত present perfect tense হয়। যেমন-
1. He has already resigned.
ii. I have not yet done the work.
iii. I have never been down a coal mine,
iv, Up to the present, everything has run smoothy and well.
Present Perfect Continuous Tense-এর ব্যবহার
কোন কাজ পূর্বে/ অতীতে কোন নির্দিষ্ট সময় শুরু হয়ে এখনও চলছে বুঝাতে Present Perfect Continuous Tense ব্যবহূত হয়। যেমন-
The maid servant has been cooking since morning.
ii. স্থিতিশীলতার কতকগুলো verb যেমন- stay, wait, sit, stand, study, lie, live, learn, sleep, rest, ইত্যাদি আধুনিক ইংরেজিতে Present Perfect Continuous Tense হিসেবে ব্যবহূত হওয়ার বিশেষ প্রবণতা দেখা যায়। যেমন- I have been waiting for an hour.
Raihan has been lying there since 10 am.
Simple Past Tense / Past Indefinite Tense-এর ব্যবহার
1. অতীতকালে সম্পন্ন কোন কাজ বা ঘটনা বর্ণনা করতে verb এর Past Indefinite Tense হয়। এ ধরনের বাক্যে সাধারণত 'অতীত নির্দেশক শব্দ বা শব্দাবলী যেমন- yesterday, ago, long ago, long since, long before, last day/ week/ month/year/ season (summer, winter), ইত্যাদি উল্লেখ থাকে। যেমন-
i. He went home yesterday.
ii. He left for Dhaka last night.
ii. The man died long ago.
2. অতীতকালের কোন অভ্যাসগত কাজ বা ঘটনার বর্ণনা করতে verb এর Past Indefinite Tense হয়। এক্ষেত্রে নিয়মিত অভ্যাস বুঝালে used to এবং অনিয়মিত অভ্যাস বুঝালে would বসে। যেমন-
He used to play football before his marriage.
ii. Father used to walk in the morning.
iii. I would meet him often.
iv. He would go to cinema.
3. অতীতকালে কোন কাজ বা ঘটনা কিছুক্ষণ বা কিছুদিন ধরে চলেছিল বা হয়েছিল এরূপ বুঝালে verb এর Past Indefinite Tense হয়। যেমন-
1. Mahfuz lived in London for five years.
ii. He studied in this college for two years.
4. অতীতকালে কোন একটি কাজ বা ঘটনা চলা অবস্থায় অন্য একটি কাজ বা ঘটনা ঘটলে এটির বর্ণনা verb-এর Past Indefinite Tense হয়। যেমন-
i. I saw when he was going there.
ii. While she was walking in the garden, a snake bit her.
iii. When he was sleeping, the phone rang.
5. অতীতকালে দুটি কাজ প্রায় একই সাথে সংঘটিত হয়েছিল এরূপ বোঝালে as soon as, as, when, while, ইত্যাদির সাথে past indefinite tense ব্যবহৃত হয়। যেমন-
1. While they danced, we sang.
ii. As soon as he reached the station, the train left.
iii. As the dog lay close to him, it found a comfort there.
iv. When he saw me, I wrote a letter to my brother.
6. বিনয়, অদ্রতা, নম্রতা বা অনুমোদন ইত্যাদি প্রকাশ করতে বর্তমান ও ভবিষ্যৎকালের পরিবর্তে Past Indefinite Tense ব্যবহৃত হয়। যেমন-
Could you please tell me the way to the hotel?
ii. Would you lend me some money?
7. অতীতকালের কোন সময়, কারণ বা উদ্দেশ্য সম্পর্কে জানতে এ Tense ব্যবহৃত হয়। যেমন-
i. When did you go to New Market?
ii. Why did you beat the boy?
iii. When did Bangladesh gain independence?
8. And, but, who, which, that, when, where, if, though, ইত্যাদি Conjunction বা Relative Adverbs বা Pronoun দ্বারা যুক্ত বাক্যের একটি Past Tense এর হলে অন্যটিরও Past Tense হয়। যেমন-
i. ii. We went to Dhaka and visited the Zoo. If you came, I would help you.
iii. Dr. Zoha, who was a professor of Chemistry, rushed to the spot and took the injured
students to the hospital.
9. Unreal past বা Conditional (অবাস্তব বা শর্তমূলক) বাক্যে as though, as if, wish, fancy, it is time, it is high time, would sooner, would rather, if বা unless, ইত্যাদি দ্বারা যুক্ত বাক্যের পরবর্তী বাক্যটির Past Indefinite Tense হয়। যেমন-
i. He talks as if he were mad.
ii. I wish I danced.
iii. Unless he rejected her proposal, she would never commit suicide.
iv. I fancy I turned pale.
10. Since এর পূর্ববর্তী clause-টি present indefinite বা Present Perfect Tense এর হলে পরবর্তী clause-টির Past Indefinite Tense হয়।
Structure: Present Indefinite/ Present Perfect + since + Past Indefinite, যেমন-
1. It is long since we met her.
ii. It is fifteen years since he lived in London.
iii. Many years have passed since they left their village.
11. কিন্তু since এর পূর্ববর্তী clause-টি Past Indefinite Tense-এর হলে পরবর্তী clause-টির Past Perfect Tense হয়।
Structure: Past Indefinite + since + Past Perfect যেমন-
i. It was long since I had seen her last.
ii. It was twelve years ago since Jerry had come to the orphanage.
Past Continuous Tense-এর ব্যবহার
1. অতীতকালে কোন কাজ কিছু সময় চলছিল এরূপ বুঝাতে verb-এর Past Continuous Tense হয়। যেমন-
He was writing a letter.
ii. They were playing cricket.
iii. We were dancing on the stage.
2. অতীতকালে একটি কাজ চলাকালীন সময়ে অন্য একটি কাজ সংঘটিত হলে চলমান কাজটির Past Continuous Tense হয় এবং অন্যটির Past Indefiite Tense হয়। যেমন-
I was writing an essay when he called me.
While we were waiting for the coffee, the waiter came with a basket full of peaches.
iii. I was talking on the phone when he arrived.
Nলায় কিন্তু কাজ দুটি যদি একটার পর অন্যটি সংঘটিত হয় সেক্ষেত্রে দুটি কাজই Past Indefiite Tense এর হয়। যেমন-
When he saw me, he put the receiver down.
3. অতীতকালে দুটি কাজ একই সাথে শুরু হয়েছিল এবং চলছিল এরূপ অর্থে দুটিরই Past Continuous Tense হয়। যেমন-
i. He was reading a book while I was writing a letter.
ii. When he was singing a song, I was dancing. iii. Mila was cleaning the window and Momo was sweeping the floor.
4. অতীতের কোন ইচ্ছা যা পূরণ হয়নি এমন বুঝালে verb এর Past Continuous Tense হয়। যেমন- I was trying to become a doctor, but I failed.
5. অতীতে কোন কাজ বা ঘটনা বারবার সংঘটিত হচ্ছিল এরূপ অর্থে always, continually, constantly, forever, ইত্যাদি
adverb এর সাথে Past Continuous Tense ব্যবহৃত হয়। যেমন-
L He was always making sound.
ii. She was continually ringing me up.
iii. She was forever asking her husband for money. সময়ের উল্লেখ না করে কোন কাজ বা ঘটনার ক্রম অগ্রগতি বুঝাতে verb এর Past Continuous Tense ব্যবহূত হয়। যেখন-
The weather was getting warmer.
ii. It was getting darker.
7. অতীতের কোন বিরামহীন বা অব্যাহত কাজ বোঝাতে (yesterday, today, last night, in the morning, in the afternon) ইত্যাদি সময়বাচক শব্দের সাথে Past Continuous Tense ব্যবহৃত হয়। যেমন- i.
Last night I was dancing and singing.
ii. It was raining in the morning.
কোন কিছুর বর্ণনা করতে verb এর Past Continuous Tense হয়। যেমন-
i. The night was beaming with full moon.
ii. The moon was shining brightly.
iii. The stars were twinkling in the sky.
iv. The wind was blowing gently.
9. অতীতকালের দুটি কাজের মধ্যে পরিকল্পিত পরবর্তী কাজটির Past Continuous Tense হয়। যেমন- He was busy packing, for he was leaving that night.
Past Perfect Tense-এর ব্যবহার
1. Since, as, because, when, while, before, after, as soon as, till, until, once, now, than, that, ইত্যাদি সময়জ্ঞাপক Conjunction দ্বারা যুক্ত Clause এর একটি Past Indefinite Tense এর হলে অন্যটির Past Perfect Tense হয়।
Structures
Conjunction+ Past Perfect+,+Past Indefinite
ii. Past Perfect + conjunction + Past Indefinite.
যেমন-
As soon as they had finished breakfast, they sat to do homework.
ii. They had sailed away to the south until they arrived in cold grey sea.
iii. We watched a movie after we had eaten our dinner.
iv. He said that he had done the work
2. No sooner than, Scarcely... when, Hardly... when/ before ইত্যাদি Co-relative conjunctions খারা দুটি clause যুক্ত হলে ১ম clause-টির past pefect tense হয় এবং পরের clause-টির past indefinite tense হয়। Structure: No sooner! Scarcely/ Hardly + had + মূল verb & past participle extension + than/
when/before past indefinite যেমন-
L No sooner had the thief seen the police than he ran away.
ii. Scarcely had we reached the college when the bell rang
iii. We had hardly reached the college before the class began.
3. অতীতের অপূর্ণ আশা, আকাঙ্ক্ষা বা অভিলাষ, ইত্যাদি বুঝাতে কখনো কখনো hope, expect, think, intend, mean, suppose, want, ইত্যাদি verb এর সাথে Past Perfect Tense ব্যবহূত হতে পারে। যেমন-
We had hoped that you would be able to visit us. ii. They had wanted to help us but couldn't get here in time.
Past Perfect Continuous Tense-এর ব্যবহার
1. অতীতকালে বিশেষ সময়ের আগে কোন কাজ বা ঘটনা শুরু হয়েছিল এবং উল্লিখিত সময় পর্যন্ত চলছিল এরূপ ধারণা প্রকাশ করতে verb এর Past Perfect Continuous Tense হয়। যেমন-
1. When he joined this office he had been serving there for two years.
ii. She had been learning the poem by heart for an hour. 2. অতীতকালে একটি কাজ বা ঘটনা বেশ কয়েকবার হয়েছিল বা ঘটেছিল এরূপ ধারণা প্রকাশ করতে verb এর Past Perfect Continuous Tense হয়। যেমন-
He had been trying several times to do the sum.
3. অতীতে কোন কাজ বা ঘটনা কিছুক্ষণ ধরে বা যাবৎ চলছিল এরূপ বোঝাতে verb এর Past Perfect Continuous Tense হয়। যেমন-
i. Della had been saving every penny for months.
ii. They had been playing all the evening.
Future Indefinite Tense-এর ব্যবহার
1. ইচ্ছা, সম্ভাবনা, নিশ্চয়তা, অভিলাষ, ইত্যাদি না বুঝিয়ে শুধু ভবিষ্যৎকালে কোন কাজ বা ঘটনা হবে বা ঘটবে এরূপ বুঝাতে verb এর Future Indefinite Tense হয়। যেমন-
i. Tomorrow will be Monday.
ii. Topon will buy a house.
iii. We shall visit Rangamati.
2. কোন বস্তার ভবিষ্যৎ মতামত, ধারণা বা অনুমান বুঝাতে Future Indefinite Tense হয়। এক্ষেত্রে বাক্যে assume, be afraid, feel, sure, believe, daresay, doubt, expect, hope, know, suppose, think, wonder, ইত্যাদি verb এবং perhaps, possibly, probably, surely ইত্যাদি adverb থাকে। যেমন-
i. I am sure he will come back.
ii. Probably they will wait for us.
3. ভবিষ্যৎকালের কোন নিয়মতান্ত্রিক বা অভ্যাসগত কাজ বুঝাতে verb এর Future Indefinite Tense হয়। যেমন- 7
i. Spring will come again. ii. People will make plan.
4. কোন কিছু নিয়মিত বা অভ্যাসগত নয় বরং আপতিক বা বর্তমানে মাঝে মাঝে ঘটে এরূপ বোঝাতে verb এর Future te indefinite tense হয়। যেমন-
i. At times he will work for six or seven hours without stoppage. ii. He will sit near the gate for hours at a time, looking at the passing traffic.
ভদ্রতা ও নম্রতা সহকারে কারো কাছে কোন প্রশ্ন বা অনুরোধ আপন করতে এ Tense ব্যবহৃত হয়। যেমন-
5.Will you show me the way to the hospital?
6. If, unless, as soon as, in case, ইত্যাদি দ্বারা যুক্ত clause-টি Present Indefinite Tense এর হলে অন্য clause-টির Future Indefinite Tense হয়। যেমন-
If he comes, I shall go with him.
ii. If it rains, I shall stay at home.
7. ভবিষ্যতে কারও কোথায় উপস্থিত থাকা বা হওয়া, কিছু ঘটবে বা হবে এরূপ অনুমান বা ভবিষ্যদ্বাণী করতে এ tense ব্যবহূত হয়। এক্ষেত্রে Subject এর পরে shall be বা will be বসে।
i. The guests will be here by 4 pm.
ii. Tiya will be a famous doctor one day.
Note:
(a) কোন কিছু করার কথা আছে বা ব্যবস্থা হয়ে আছে এরূপ বোঝাতে Future indefinite tense এর ধারণা প্রকাশ করতে Subject এর পরে Be (am, is, are) + infinitive to (to+v₁)-এ গঠনটি ব্যবহার করা যায়।
Structure: Subj + be + to + verb এর present form ext. যেমন-
i He is to attend here today.
ii. Hafiz is to leave for Canada tomorrow.
(b) ভবিষ্যতে কোন কাজ বা ঘটনা হবে- এ ধরনের সম্ভাবনা, অভিপ্রায়, ইচ্ছা বা পরিকল্পনা অর্থে এ tense-এর পরিবর্তে Subj + be (am, is, are) + going to এই form-টি ব্যবহূত হয়। যেমন-
i. He is going to open a bank next year.
ii. I am going to attend the party this evening.
Future Continuous Tense-এর ব্যবহার
1. ভবিষ্যৎকালে কোন কাজ বা ঘটনা কোন নির্দিষ্ট বা ব্যাপক সময়ের আগে শুরু হয়ে পরেও চলতে থাকবে এরূপ বুঝাতে এ tense ব্যবহৃত হয়। যেমন-
i. They will be waiting at the airport to greet us.
ii. Julia will be reading a book.
2. ভবিষ্যতে কোন কাজ বা ঘটনা কিছুক্ষণ বা ব্যাপক সময়ের পুরোটা ধরেই চলতে বা ঘটতে থাকবে এরূপ বোঝাতে verb এর Future Continuous Tense ব্যবহূত হয়। যেমন- i.
They will be gossiping all night.
ii. Boys will be playing cricket all afternoon.
3. ভবিষ্যতের কোন পরিকল্পিত কাজ বা ঘটনা চলতে থাকবে এরূপ বুঝাতে এ Tense ব্যবহূত হয়। যেমন-
i. Karim will be reaching there next month.
ii. Rafiq will be staying home till Monday.
Future Perfect Tense-এর ব্যবহার
1. ভবিষ্যতে কোন এক নির্দিষ্ট সময়ে কোন কাজ শেষ হবে এরূপ বুঝাতে এ Tense ব্যবহৃত হয়। যেমন- He will have built a house by the end of this year.
ii. She will have left this place by next January.
2. অতীত সম্ভাবনা (past possibiltiy) প্রকাশ করতে প্রায়ই এ tense ব্যবহূত হয়। এক্ষেত্রে will ছাড়াও modal হিসেবে can এবং may ব্যবহৃত হতে পারে। যেমন- He may/ can/ will have won the lottery.
উপরের তিন ধরনের sentence-ই বোঝায় যে "তার লটারিটি জেতার সম্ভাবনা ছিল", কিন্তু সে জিতেছিল কি না, তা আমরা জানি না।
Future Perfect Continous Tense-এর ব্যবহার
ভবিষ্যতে কোন একটা নির্দিস্ট সময় ধরে (period of time) কোন কাজ চলবে প্রকাশ করতে এই tense ব্যবহূত' হয়। তাই, এই Tense এর সাথে সময়ের উল্লেখ থাকে। যেমন-
By the end of this month, we will have been working here for 25 years.
Future Perfect Continuous Tense 'চলমান' কাজকে বোঝায়, আর Future Perfect Tense 'সম্পন্ন' (শেষ হওয়া) কাজকে বোঝায়। যেমন- By the end of this year, she will have been travelling for 8 months, (চলমান কাজ) (Future Perfect Continuous)
ii. By the end of this year, she will have travelled 8 months: (সম্পন্ন কাজ) (Future Perfect)
Timeline Treasures নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url