Linking Words - Sentence Connector

Linking Word-গুলো প্রধানত বিভিন্ন প্রকার ধারণার মধ্যে সম্পর্ক স্থাপন করার জন্য ব্যবহার করা হয়। Linking Word-গুলো দুই বা ততোধিক  word, phrase এবং দুইটি Sentence বা Clause

-কে যুক্ত করার জন্য ব্যবহার করা হয়। Linking Word-গুলো  বিভিন্ন প্রকার ধারণার মধ্যে সম্পর্ক স্থাপন করার ছাড়াও তুলনা, বৈপরিত্য প্রকাশ, কোন ঘটনার কারণ বর্ণনা করতেও ব্যবহৃত হয়।

নিচের Sentence-টি লক্ষ করুনঃ

I bought take-away  because I was hungry.

I bought take-away because I was very hungry.


এ বাক্যটিতে 'because' শব্দটি ব্যবহূত হয়েছে linking word হিসেবে। এই 'because' শব্দটি ছাড়া উপরের sentence-টি দাঁড়ায় নিম্নরূপ: I bought take-away. I was very hungry.


এই sentence-দুটি দ্বারা সুস্পষ্ট কোন অর্থ প্রকাশ পায় না। Linking word "because' এই বাক্য দুটিকে যুক্ত করে একটি অর্থবহ ও শ্রুতিমধুর বাক্যে পরিণত করেছে।


সুতরাং দেখা যাচ্ছে, linking word-সমূহ অনেকগুলো ছোট ছোট ধারণাকে যুক্ত করে একটি বড় ধারণায় পরিণত করে, এবং বাক্যকে সহজ ও শ্রুতিমধুর করে তোলে।


Linking word-গুলো বাক্যের বিভিন্ন স্থানে বসতে পারে; এরা বাক্যের শুরুতে অথবা মাঝেও বসতে পারে।


বাংলা যে word দুই বা ততোধিক word, phrase, clause বা sentence-কে যুক্ত করে, তাকে Linking Word বলে। যেমন- Take this money and go away.


This is the house that I built.



সাধারণত Conjunction-সমূষ Linking word হিসেবে ব্যবহৃত হয়। চার প্রকারের Linking words রয়েছে। যথা-


1. Coordinators: এদেরকে Coordinating conjunction-ও বলা হয়। এরা একই শ্রেণির না ধরণের grammatical mit-গুলোকে যুক্ত করতে ব্যবহৃত হয়। এ ধরনের linking word-গুলো হচ্ছে- and, but, or, nor, neither, for, yet, still, so, ইত্যাদি।


Example:


I saw a bucket and a ladder on the sidewalk.


এরা দুই বা ততোধিক independent clause-কে যুক্ত করতে পারে।


এরা বিভিন্ন word-কে যুক্ত করে এদের মাঝে বিভিন্ন ধরনের সম্পর্ক প্রকাশ করে থাকে। যেমন- Raju was tiny yet strong. [Yet শব্দটি tiny এবং strong-এর বৈপরিত্য প্রকাশ করে।) Meena cannot mow the lawn, for the lawn mower is broken ['for' শব্দটি cause-and-effect সম্পর্ক প্রকাশ করে।।


It was raining, so we decided not to go out. ['so' এখানে ফলাফল প্রকাশ করছে।। 2. Correlatives: এরা দুই বা ততোধিক word নিয়ে গঠিত এবং একত্রে একটি ইউনিট হিসেবে কাজ করে। এরা জোড়ায়


জোড়ায় ব্যবহূত হয়। এ ধরনের linking word-গুলো হলো- both... and, either..... or, neither.... nor, whether or, not only.... but also, ইত্যাদি।


Examples:


We had both wind and rain, both and-এই linking word-টি wind এবং rain-কে যুক্ত করেছে।। Either Rahim of Karim is honest. [এখানে 'either...... or' linking word-টি Rahim এবং Karim-কে যুক্ত করেছে।)


He is neither intelligent not hardworking. [এখানে 'neither.... nor' linking word-টি intelligent এবং


hardworking-কে যুক্ত করেছে।।


It is not only young but also beautiful. এিখানে 'not only but also' linking word-টি young এবং beautiful-কে যুক্ত করেছে।।


3. Subordinators: এরা subordinate clause-ফে উপস্থাপন করতে এবং এদেরকে Principal/ Main clause-এর সাথে


যুক্ত করতে ব্যবৃহত হয়। এ ধরনের linking word-গুলো হলো- after, although, though, as, because, before, if, however, since, than, that, till/ until, unless, as soon as, as long as, so far as, just as, ইত্যাদি।


Examples:


She came after I had left.


We welcomed him as soon as he arrived. Though he is poor, he is honest.


Just wait till you see it.


Unless I am mistaken, she was back at work yesterday.


4. Sentence connectors: এরা মূলত পূর্ববর্তী কোন sentence-এ উল্লিখিত কোন ধারণাকে পরবর্তী sentence-এর ধারণার সাথে সামঞ্জস্য বিধান করতে ব্যবহৃত হয়। পূর্ববর্তী sentence-এর সাথে সম্পর্কহীন sentence connector অর্থহীন হয়ে পড়ে। যেমন- আমরা বলি না:


On the contrary, he opposed me.


এর পরিবর্তে আমরা বলি:


He didn't support me. On the contrary, he opposed me.


এ ধরনের linking word-গুলো হলো- also, too, besides, hence, moreover, however, thus, yet, otherwise, so, still, then, equally, similarly, on, the otherhand, on the contrary, eithar, or, ইত্যাদি।


Examples:


Take the umbrella, otherwsie you will get wet. The offer was good, still he refused.


He is tired. Or, at least he looks tired. She can't write. She can't read cither.


I don't need a car. Moreover, it is costly.


Nate O


Linking words-এর কাজ হলো conjunction এর ন্যায় words, phrases, clausest sentences-কে যুক্ত করা; কিন্তু sentence connectors এর কাজ হলো একটি ধায়ণা এবং এর পরবর্তী ধারণার মধ্যে একটি সম্পর্ক প্রতিষ্ঠা করা। এরা একটি sentence তৈরির জন্য বিভিন্ন clause-কে যুক্ত করে না। পক্ষান্তরে, এরা একটি নতুন sentence-এর অবতারণা করে এবং sentence-গুলোর মধ্যে একটি সঙ্গতিপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠা করে।


Linking word-সমূহ sentence-এর মাঝে বসে, কিন্তু sentence connector-সমূহ senience-এর প্রথমে বা শেষে বসে। যেমন- He will either watch TV or listen to the radio. (Linking Word)


He can't sing. He can't dance either. (Sentence Connector)


Use of Some Important Linking words | গুরুত্বপূর্ণ কিছু Linking Words-এর ব্যবহার পরীক্ষা উপযোগী ও সর্বাধিক গুরুত্বপূর্ণ Linking Words ও তাদের সাধারণ ব্যবহার নিচে দেখানো হলো-


Linkers


Uses


after


After-এর অর্থ- 'পরে, পিছনে'-এরকম। Sentence-এ উল্লিখিত দুটি কাজ বা ঘটনার কোনো একটি অপরটির পরে সংঘটিত হওয়ার ধারণা নির্দেশ করতে তুলনামূলকভাবে আগে সংঘটিত ঘটনাটির নির্দেশক clause বা phrase-এর পূর্বে after ব্যবহৃত হয়।


although/ though


Although বা Though-এর অর্থ- 'যদিও', 'হলেও' -এমন। Sentence-এ দুটি clause-এর সাথে কার্যকারণ সম্পর্কের বিপরীতমুখিতা নির্দেশ করতে সাধারণত কার্য নির্দেশক clause-এর পূর্বে although ব্যবহৃত হয়। তবে এটা sentence-এর মাঝেও বসতে পারে।


as well as/ and


As well as-এর অর্থ- 'এবং'। কার্যত sentence-এ এটা and এর মতো কাজ করে। তবে পার্থক্য হলো, and দ্বারা যুক্ত হওয়া noun words বা phrase সচরাচর plural ধারণা দেয় কিন্তু as well as দ্বারা noun word বা phrase-গুলো যুক্ত করলেও প্রথম noun-টির number ও person অনুযায়ী verb গ্রহণ করে।


As/ So... as-এর অর্থ- 'এর মতো এতটা'। দুটি নামপদের মধ্যে সমতাসূচক তুলনা বোঝানোর জন্য As/ So .... as ব্যবহৃত হয়।


as/So... as


NB.: So/as... as-যুক্ত sentence-টি সবসময় positive degree হয়।


i


but/ however


But-এর অর্থ- "বিষ্ণু, অথচ, তবুও"- এরকম। সাধারণত sentence-এর বিপরীতধর্মী (contrasting) ধারণাবোধক দুটি clause বা idea- কে সংযুক্ত করতে but ব্যবহার করা হয়।


ii. However দ্বারাও বিপরীতধর্মী ধারণা প্রকাশ পেলেও এর দ্বারা দুটো sentence যুক্ত হয়, clause নয়।


Example


The patient died after the doctor had


come. We returned home after finishing our duties.


I shall start for school after eating


my lunch.


Although it rained a lot, we enjoyed


the holiday. Or, We enjoyed the holiday although it rained a lot. 1 would like to to go out, is a bit late. (al) though it


They as well as their friends went there. Rahim as well as his brother was present on that occasion. I as well as my father am going to the market.


Romeo is not so/ as dull as Shawn. He is as handsome as hard working. I think Bangladesh is not as developed as India


I like going to the beach, but I never go at midday. He is poor but honest. J


He is my classmate but not my friend. They are couple but do not live together.


I've always enjoyed going to the beach. However, I never go there at midday.


Linkers


Uses


Example


either or


Either or-এর অর্থ 'হয় এটা নয় ওটা'। Sentence উল্লিখিত দুটি ধারণার মধ্যে যেকোনো একটি ধারণার সম্ভাবনা নির্দেশ করতে either... or ব্যবহৃত হয়।


Either Rahim of Karim is bonest. He is either intelligent of hardworking.


My mother gither sleeps of works in the afternoon.


neither nor


or


50


Neither... nor-এর অর্থ- 'এটাও না... ওটাও না' -এরকম। কার্যত, sentence-এ উল্লিখিত দুটির মধ্যে 'কোনোটিই না' এমন বোঝাতে neither... nor ব্যবহৃত হয়।


Neither Rahim not Karim is honest, He is neither intelligent nor hardworking. My mother neither sleeps nor works


in the afternoon.


Or-এর অর্থ- 'অথবা, নয়তো'-এরকম। সাধারণত দুটি ধারণার যেকোনো একটি ধারণা নির্দেশ করতে or ব্যবহার করা হয়। তাছাড়া পরস্পর বিপরীতধর্মী বা শর্তসাপেক্ষ ধারণা বিশিষ্ট clause-কে সংযুক্ত করতেও or ব্যবহৃত হয়।


Shipon or Raihan has committed the crime. Do or die.


Read or you will fail.


বাক্যে so দু'ভাবে ব্যবহৃত হতে পারে L Result (ফলাফল) নির্দেশ করতে। লক্ষণীয়, 'because' দ্বারা reason (কারণ/ হেতু) প্রকাশ পায় বিধায় বাক্যটিকে এভাবেও লেখা যায়:


It was raining, so we decided not to go to the beach.


We decided not to go to the beach because it was raining.


ii. So যখন জোর 'emphasis' দেয়ার ক্ষেত্রে ব্যবহৃত হবে তখন এর পর অবশ্যই একটি adjective বা adverb বসবে এবং অবশ্যই explanation clause (বর্ণনাত্মক শব্দগুচ্ছ)-এর পূর্বে বসবে।


It was so hot that we decided not to go to the beach.


Or, We decided not to go to the beach because it was so hot. It was such a hot day that we


such/very/ 50


লক্ষণীয়, such-এর ব্যবহার ৪০ এর অনুরূপ হওয়া সত্ত্বেও। তা noun অথবা adjective noun-এর পূর্বে বসে।


decided not to go to the beach. Or, We decided not to go to the beach because it was such a hot day.


লক্ষণীয়, যখন কোনো explanation clause থাকবে না


তখন present situation (so) ব্যতীত অন্যান্য situation নির্দেশ করতে very ব্যবহৃত হয়।


It was very hot yesterday, wasn't it? It's so nice to see you again!


though


till


too


কথ্য ইংরেজিতে although-এর পরিবর্তে Though ব্যবহূত হতে পারে যখন তা দ্বিতীয় clause-এ ব্যবহৃত হয়। উল্লেখ্য যে, বাক্যের শেষেও though বসতে পারে।


"I didn't get the job though I had all the necessary qualifications." "The house isn't very nice. I like the garden though."


Till-এর অর্থ- 'যতক্ষণ' বা 'যতক্ষণ পর্যন্ত'। কোনো নির্দিষ্ট সময় বা মুহূর্ত পর্যন্ত কোনো ঘটনার ঘটনকাল নির্দেশ করতে till ব্যবহার করা হয়।


They worked in the field till the sun set. We have decided to continue our work till evening.


It is clear to all that we have to struggle till next month.


Too দ্বারা প্রয়োজনের চেয়েও অতিরিক্ত (more than necessary) ধারণার প্রকাশ ঘটে এবং এটি শুধু adjective ও adverb-এর পূর্বে বসে।


The coffee was too hot to drink.


until


Until-এর অর্থ- 'যতক্ষণ না পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না, যতক্ষণ না'- এমন। একই sentence-এ একটি ঘটনা না ঘটা পর্যন্ত আরেকটি ঘটনার ঘটনকালের নির্দেশ করতে until ব্যবহার করা হয়।


Wait here until I return. We continued the work until it was finished.


Our poverty will not be removed until we change our social outlook.



Lekers


when


where


which


while


yet


firstly, secondly..... finally, lastly at first/ first of all


moreover


and


Lives


Win-এর অর্থ 'কখন বা যখন'। Sentence-এ কোনো কাজ হওয়া বা কোনো ঘটনা সংঘটিত হওয়ার কাল বা সময় নির্দেশ করতে অনির্দিধ্য সময় নির্দেশক phrase বা clause এর পূর্বে when ব্যবহার করা হয়।


Where-এর অর্থ- 'সেখানে, যেখানে'-এরকম। Sentence-এ কোনো কাজ হওয়া বা কোনো ঘটনা সংঘটিত হওয়ার স্থান নির্দেশ করতে স্থান নির্দেশক phrase বা clause-এর পূর্বে wherহয়।


Which অর্থ- 'যেটা, যা বা যেটি'-এরকম। Sentence এ অব্যক্তিবাচক ধারণা, ইতর প্রাণী ও অবোধ শিশু নির্দেশক antecedent- relative হিসেবে which ব্যবহৃত হয়।


Example


Do you know when he will come


back? When he arrived, it was quite dark. He wanted to know when I would go.


The name of the village is Shimalia প্রারre I was brought up Nobody knows where he lives.


Where he goes is not your concem


This is the book which is now out of print.


I have bought a pen which is red. They found a child which was crying on the road.


While coming from school, he met his friend on the way.


He came to my house while I was You should not run in the field while it rains. clause-reading a novel.


While অর্থ- যখন বা তখন'। Sentence-এ কোনো কাজ হওয়া বা কোন ঘটনা সংঘটিত হওয়ার চলমান সময় নির্দেশ করতে সময় বা কাল নির্দেশক phrase বা clause-এর পূর্বে while ব্যবহৃত হয়। While phrase পর সচরাচর মূল verb-এর সাথে ing যুক্ত হয়। কার্যত when-এর সাথে while-এর ব্যবহারগত পার্থক্য এখানেই।


Yet দ্বারা কোনোকিছু আদৌ সংঘটিত হয়েছে কি-না তা জানতে চাওয়া হয় কিংবা কোনোকিছু এখনো সংঘটিত হয় নি তা বলা হয়। এটা প্রধানত negative ও question format-এ ব্যবহৃত হয় এবং sentence-এর শেষে বসে। সাধারণভাবে এটি present perfect tense-এ ব্যবহূত হয়।


কোন একটি ঘটনার ধারা (sequence) বর্ণনায় প্রথমত..... দ্বিতীয়ত.... অবশেষে বা সবশেষে বোঝাতে


সর্বপ্রথম অর্থে ব্যবহূত হয়


পূর্বে যা বলা হয়েছে তার সমর্থনে আরও নতুন কিছু যোগ করতে 'অধিকন্তু' বা 'এছাড়া' অর্থে moreover বসে।


plus/addition


ii. also in addition to


iii. sequence


iv. result/consequence


V


purpose


vi. continuing process


vii. gradual increase/ decrease


viii. contrast (between different kinds of same person/thing)


He hasn't finished the report ygt Or, Hasn't the dinner been ready


Firstly we informed him of the fact. Finally we managed him to


advocate for us.


Alfirst Dengue Virus was identified in Africa


A talented artist, he was, moreover, a writer of some notes.


Ten and ten is twenty.


She is young and beautiful.


He took out his gun and fired. (ie, and then)


Give me blood and I will give you freedom.


He came here and saw his mother. (Le... He came here to see his mother.)


She can dance for hours and hours. The baby cried and cried.


It is getting colder and colder. He is getting worse and worse.


There are teachers and teachers. (i.e., There are good teachers and bad teachers as well.)

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

Timeline Treasures নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url