Conjunction এর ব্যবহার || Use of Conjunction

ভাষা অনেক উপাদান নিয়ে পঠিত। আমরা একটার পর একটা শব্দ (word) সাজিয়ে সাধারণ ধারণাগুলো প্রকাশ করি। এরপর আমরা এই সাধারণ ধারণাগুলো একটার পর একটা সাজিয়ে আরও জটিলতর ধারণা প্রকাশ করে থাকি। যাহোক, এই সাধারণ ধারণা যেগুলো আরও জটিল ধারণা তৈরি করে, এরা নিজে নিজে একত্রিত বা যুক্ত হতে পারে না। এদের একত্রিত বা যুক্ত করার জন্য কিছু ফিতার (tap) প্রয়োজন হয়। আর Conjunction হচ্ছে ভাষার ফিতা (scotch tape)। এরা words (শব্দসমূহ), phrases (শব্দগুম), clauses (বাক্যাংশ), এবং sentences (বাক্য)-কে যুক্ত বা একত্রিত করে।

নিচের উদাহরণগুলো লক্ষ কর:

Meens and I saw the concert yesterday.

Raju can paint, but he really loves photography.

I would like Chinese or Thai food for dinner.

উপরের প্রতিটি উদাহরণে, একটি conjunction একটি শব্দকে অন্য একটি শব্দের সাথে, অথবা একটি শব্দগুচ্ছকে অন্য একটি শব্দগুচ্ছের সাথে যুক্ত করেছে। এখানে and, but, or-এই conjunction গুলো ব্যবহৃত হয়েছে।

কখনো কখনো দুটি বা তিনটি word একত্রে একটি conjunction হিসেবে ব্যবহৃত হতে পারে। যেমন-

I will go by car so that I can take more luggage.

I will call you as soon as I get to the office.

এই example-গুলোতে দুই এবং তিন word-বিশিষ্ট conjunction 'so that' এবং 'as soon as' ব্যবহৃত হয়েছে।

Conjunction-এর প্রধান কাজ হলো words, phrases এবং clauses-কে যুক্ত করা।

যে word দুই বা ততোধিক word বা phrase বা sentence-কে যুক্ত করে, তাকে Conjunction বলে। যেমন-

Bipul or Royal will help you. He is poor but honest.

প্রথম Sentence-এ 'or' শব্দটি Bipul এবং Royal এ Noun দুটিকে সংযুক্ত করেছে। তাই এটি Conjunction

দ্বিতীয় sentence-এ 'but' শখটি 'he is poor' এবং 'he is honest' এ দুটি Clause-কে সংযুক্ত করেছে। তাই এটি Conjunction। Conjunction-রূপে ব্যবহূত শব্দসমূহ: and, but, or, yet, either, neither, so, as, because, if, unless, whether, since, that, so that, in order that, until, before, after, as well as.


Kinds of Conjunctions | Conjunction-এর প্রকারভেদ

Conjunction চার প্রকার। যথা-

1. Co-ordinating Conjunctions (Co-ordinators)

2. Correlative Conjunctions (Correlatives)

3. Subordinating Conjunctions (Subordinators)

4. Sentence Connectors


1. Co-ordinating Conjunctions (Co-ordinators):

"এরা সমজাতীয় word, phrase ও clause-কে যুক্ত করে। এদেরকে Co-ordinators-ও বলে। and, but, or, nor, neither, for, yet, still, so, ইত্যাদি Co-ordinating Conjunctions হিসেবে ব্যবহৃত হয়। যেমন-'

Mouli and Nobel are coming to visit us.

The train has arrived but there is no sign of Radiba.


2. Correlative Conjunctions (Correlatives):

এই জাতীয় conjunction-গুলো জোড়ায় জোড়ায় বসে। এজন্য এদেরকে Correlatives বলা হয়। এরা শুধু সমজাতীয় Parts of Speech-এর আগে বসে। both... and, not only but also, either... or, neither nor, so... that, hardly..... when, scarcely when, no sooner ..... than, as..... as, so... as, the same.... as, whether ..... or, no/ not never..... or, ইত্যাদি Correlative Conjunctions হিসেবে ব্যবহূত হয়। যেমন-

The shoes are not only expensive but also of high/ good quality.

I want to buy both vegetables and milk.

He has no car or motorbike.

I have never made a film or directed one.


3. Subordinating Conjunctions (Subordinators):

এ জাতীয় Conjunction-গুলো এক বা একাধিক Subordinate clause-কে Principal clause বা Main clause-এর সাথে যুক্ত করতে ব্যবহৃত হয়। Subordinating Conjunction-গুলো আবার তিন প্রকার। যথা-

Simple Subordinating Conjunctions: after, though/ although, as, because, before, if, however, once, since, than, that, till until, unless, when, where, while, whether, ইত্যাদি কতিপয় Simple Subordinating Conjunction, যেমন-

He came after I had left.

I will not go out if it rains.


ii. Compound Subordinating Conjunctions:

as long as, as far as, as soon as, so long as, so far as, just as, in as much as, so that, in order that, provided (that), considering (that), as if, as though, in case, ইত্যাদি এ জাতীয় Conjunction, যেমন-

She welcomed him as soon as he arrived.

You can go there provided you are well.

Take extra money in case you need it.


iii. Correlative Subordinating Conjunctions:

as..... as, so as, such ..... that, so..... that, no sooner...... than, hardly...... when, whether ..... or, though..... yet, if..... then, ইত্যাদি এ জাতীয় Conjunction, যেমন-

No sooner had he gone to bed than he fell asleep.

If I don't return in an hour then call the police.


Note: Relative Pronoun এবং Relative Adverb-গুলোও Subordinating Conjunction হিসেবে ব্যবহৃত হতে পারে। এছাড়া had, should, ইত্যাদি verb-ও Conditional Clause-4 Subordinating Conjunction হিসেবে ব্যবহৃত হতে পারে।


4. Sentence Connectors

এরা পূর্ববর্তী কোন sentence-এ প্রকাশিত কোন ধারণাকে পরবর্তী কোন ধারণার সাথে যুক্ত করতে ব্যবহৃত হয়। এরা সর্বদা ইতোমধ্যে/ পূর্বে প্রকাশিত কোন ধারণার দিকে ইঙ্গিত দেয়। এভাবে এরা বাক্যের অসজাতি এড়াতে পূর্ববর্তী এবং পরবর্তী ধারণার মাঝে একটি যৌক্তিক সম্পর্ক প্রতিষ্ঠা করে। পূর্ববর্তী sentence-এর সাথে সম্পর্কহীন sentence connector অর্থহীন হয়ে পড়ে। উদাহরণস্বরূপ, আমরা বলতে পারি না:

On the contrary, he opposed me.

এর পরিবর্তে আমরা বলি:

He didn't support me. On the contrary, he opposed me.

Sentence Connectors সমূহ:

besides, also/ too, hence, however, likewise, moreover, otherwise, so, still, then, though, thus, yet, only, equally, similarly, on the other hand, on the contrary, ইত্যাদি সাধারণত sentence connectors হিসেবে ব্যবহৃত হয়। যেমন-

Take the umbrella, otherwise you will get wet.

The offer was good, still he refused.

He is tired. Or, at least he looks tired.

He can't sing. He can't dance either. 

Difference between Sentence Connectors and Conjunctions | Sentence Connectors ও Conjunctions এর মধ্যে পার্থক্য


1. Conjunction-এর কাজ হলো words, phrases এবং clauses কে যুক্ত করা; কিন্তু Sentence connector-এর কাজ হলো। কোন একটি ধারণা এবং এর পরবর্তী ধারণার মাঝে সঙ্গতি প্রতিষ্ঠা করা। এটা sentence তৈরি করার জন্য দুই বা ততোধিক words, phrases যা clause-কে যুক্ত করে না। পক্ষান্তরে/ বরং, এটা সাধারণত নতুন sentence-কে উপস্থাপন করে, আর এ ধরনের sentence-গুলো full stop/dash/ comma দ্বারা শেষ হয়/ চিহ্নিত হয়। যেমন- He will buy a car or a bike. ('or' একটি conjunction)

He is tired. Or, at least he looks tired. ('or' একটি sentence connector)

2. অবস্থানের দিক থেকেও sentence connector-গুলো conjunctions থেকে ভিন্নতর। Sentence connector সাধারণত semience-এর প্রথমে বা শেষে বসে; কিন্তু conjunction সাধারণত sentence-এর মাঝখানে বসে। যেমন-

i She will either watch TV or listen to the radio. ('either' একটি conjunction) a. She can't sing. She can't dance either. ('either' একটি sentence connector)


Use of Conjunctions | Conjunction-এর ব্যবহার

1. Co-ordinating conjunctions: And (এবং): দুই বা ততোধিক শব্দ বা বাক্যকে যুক্ত করে। যেমন-

Sabiha and Saima are good friends.. Be attentive and you will succeed. He went to London and joined the seminar.

The sun rises in the cast and sets in the west. But (কিন্তু): বিপরীতার্থক শব্দ বা বাক্যকে যুক্ত করে। যেমন-

He is poor but honest. He tried his best but failed.

Raihan is physically weak but Rakib is healthy. Or (নতুবা/অথবা): বাতীত অর্থে শব্দ বা বাক্যকে যুক্ত করে। যেমন-

Move or you will die.

Sumi or Rumi will come here.

Iqbal or his father will sow the seeds.

Walk fast or you will be late.


2. Subordinating conjunctions:

If (যদি): শর্ত বোঝাতে দুটি clause 'if' দ্বারা যুক্ত হয়। যেমন-

We will not go out if it rains.

You can learn more if you read.

As/ Because (যেহেতু/ কারণ) কারণ বোঝাতে as/ because দ্বারা দুটি sentence/ clause যুক্ত হতে পারে। যেমন- He was absent in the class because he was ill.

He can carry the load easily as he is strong.

Since (যেহেতু): যেহেতু বা কারণ বোঝাতে Since ব্যবহূত হয়। যেমন- I couldn't meet him since I was busy. I helped the boy since he was in danger.

N.B. সময় বোঝাতে since ব্যবহৃত হয়। যেমন- She has been living in London since 2000.


Many years have passed since she has gone abroad.

Though/Although (যদিও): Though he is poor, he is kind.

Though he ran fast, he could not win the race.

Although he was not invited, he joined the party.

Before/After (আগে/ পরে): Before-এর পূর্বে এবং After এর পরে Past perfect tense হয়। যেমন-

The patient had died before the doctor came.

He reached the school after the bell had rung.


When (যখন):

I met him last when he was in class eight.

Every student keeps silent when the lesson begins.

While (এই সময়ের মধ্যে):

He came to me while I was writing.

I saw him while he was eating meals.


Therefore (অতএব, সেই জন্য):

He has not got a job, therefore, he was unable to maintain his family.

I was busy with my studies, therefore, I could not attend the party.


That (যে):

1 said that I would go there.

We eat that we may live,


In order that, So that (সে কারণে):

Dipu works hard so that he may succeed in life.

I get up early in the morning in order that I may get enough time to work.


Lest (নতুবা/পাছে):

Walk fast lest you should miss the train.

Be sincere lest you should make a mistake.


Than (তার চেয়ে): Adjective বা Adverb-এর পরে Comparative Degree-এর ক্ষেত্রে than বসে। যেমন-

Tareq is taller than Dipto.

Gold is more precious than any other metal.


Unless (যদি না):

Unless he pays, they will not do his work.

Unless you work hard, you will fail.


Till/ Until (পর্যন্ত/ যে পর্যন্ত না):

Wait till he returns.

Find it until you get.


As if (যেন):

He speaks as if he were a millionaire.


Whether (কি-না):

He behaves as if he were a leader.

It is all the same whether you go or not.


As..... as:

He is as intelligent as his sister.


So.... that:

He was so tired that he could not walk.


3. Correlative conjunction:


Both .... and:

Gade

Both he and his brother are present in the party.


Neither ..... nor:

Neither he nor his brother has done the work.


4 Either.... or:

Lither she or her brother has done this.


N.B. Neither nor, Either or যুক্ত Sentence-এ যদি Subject দুটি ভিন্ন Number-এর হয় তবে Plural

subject-টি পরে বসে এবং verb plural হয়। যেমন- Neither be nor his classmates have met the teacher.

No sooner... than/ Hardly when/ scarcely.....when: এ ধরনের Conjunction-যুক্ত Sentence-এর প্রথম অংশে Past perfect tense এবং দ্বিতীয় অংশে Past indefinite tense হয়। যেমন-

No sooner had the bell rung than the teacher entered the classroom. Hardly/Scarcely had he reached the station when the train left.


Not only.... but also: একই আতীয় word-কে যুক্ত করতে not only.... but also ব্যবহৃত হয়। যেমন- He is not only healthy but also industrious,

Important Things to Remember about Conjunction:

Conjunction বাবহার করার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি মনে রাখা দরকার তা হলো- conjunction-গুলো বিভিন্ন parts of speech অথবা বাক্যের বিভিন্ন উপাদানসমূহকে যুক্ত করে। এক্ষেত্রে adjective-এর সাথে adjective, adverb-এর সাথে adverb, noun-এর সাথে noun এবং verb-এর সাথে verb-কে যুক্ত করতে হবে। এরা কখনো adverb-এর সাথে noun-কে বা noun-এর সাথে verb-কে যুক্ত করবে না।


তবে একই সাথে noun, verb, adjective, বা adverb একটি phrase-এর সাথে যুক্ত হতে পারে যদি plrase-টি যে word-এর সাথে যুক্ত হবে সেই word-এর মতো কাজ করে। যেমন-

You must choose hot coffee at dinner or sleeping at night.

Raju played well and without error.

me sentence-i conjunction 'or' একটি noun phrase 'hot coffee at dinner'-কে একটি gerund phrase 'sleeping at night'-এর সাথে যুক্ত করেছে। এখানে উভয় উপাদানই noun হিসেবে কাজ করছে। সুতরাং এদেরকে যুক্ত করা যায়।

দ্বিতীয় sentence-এ 'and' conjunction- adverb 'well'- preositional phrase 'without error'-এর সাথে যুক্ত করেছে। এ মুটি উপাদানই sentence-এ adverb-এর ভূমিকা পালন করছে। তাই এদেরকেও যুক্ত করা যায়।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

Timeline Treasures নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url