বিমানবন্দরে ইমিগ্রেশন প্রশ্নের ইংরেজিতে উত্তর দেওয়ার উপায়

আপনি যদি বিমানে করে বিদেশে যেতে চান তাহলে আপনাকে অবশ্যই ইমিগ্রেশন বা অভিবাসন ডেক্স/কাউন্টার পার হতে হবে। আপনি যখন ইমিগ্রেশনের জন্য যাবেন তখন ইমিগ্রেশন বা অভিবাসন কর্মকর্তারা আপনাকে কিছু প্রশ্ন করে থাকেন। বিমানবন্দরে আপনাকে কী ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করা হতে পারে এবং সেগুলোর উত্তর দেওয়ার সর্বোত্তম উপায় সম্পর্কে এই আর্টিকেলে আলোচনা করা হয়েছে।
বিমানবন্দরে ইমিগ্রেশন প্রশ্নের ইংরেজিতে উত্তর দেওয়ার উপায়
আপনি যখন ইমিগ্রেশন পাসিং এর জন্য অফিসারের কাছে যাবেন তখন আপনার হাতে আপনার পাসপোর্ট এবং আগমনের কার্ড (Passport and Arrival Card) এবং ভিসা সহ প্রয়োজনীয় কাগজ পত্র থাকতে হবে। আপনাকে পরিষ্কার এবং সংক্ষিপ্ত ভাবে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।ইমিগ্রেশন অফিসাররা আপনাকে সাহায্য করার জন্য রয়েছে। তাদের প্রতি বিনয়ী এবং শ্রদ্ধাশীল হন এবং তারা আপনাকে দ্রুত এবং দক্ষতার সাথে আপনার কাজটি সম্পন্ন করে দিবেন।

(১) আপনার পাসপোর্ট এবং আগমনের কার্ড (Passport and Arrival Card)

ইমিগ্রেশন/অভিবাসন কর্মকর্তাঃ
প্রশ্নঃ “Passport and Arrival Card, Please!”
বিমানবন্দরের ইমিগ্রেশন/অভিবাসন কর্মকর্তা যখন আপনার পাসপোর্ট এবং আগমন কার্ডের জন্য আপনাকে জিজ্ঞাসা করেন। কারণ, আপনি যে দেশে যাচ্ছে সে দেশে প্রবেশের জন্য আপনার সবকিছু ঠিক আছে কিনা তা নিশ্চিত করতে তারা আপনার কাগজ-পত্র পরীক্ষা করেন। কাগজ-পত্র চেক করা পদ্ধতিটি সারা বিশ্বের বিমানবন্দরে হয়ে থাকে।
উত্তরঃ
এর বিপরীতে আপনি নিচের সহজ বাক্যাংশ গুলো ব্যবহার করতে পারেন। যেমন-
  • "Here you are."
  • "Here you go."
কারো কাছে কোন কিছু ভদ্রভাবে হস্তান্তর করার জন্য ইংরেজিতে এই বাক্যাংশগুলো ব্যবহার করা হয়। এগুলো দ্বারা বোঝানো হয় যে আপনি তাদের অনুরোধ বুঝতে পেরেছেন এবং সহযোগিতা করছেন।
তবে আপনি বাক্য গুলোর সাথে “Sir, Madam, Mam” বলতে পারেন।
টিপসঃ
  • ইমিগ্রেশন কাউন্টারে পৌঁছানোর আগে সর্বদা আপনার পাসপোর্ট এবং আগমন কার্ড প্রস্তুত রাখুন।
  • তাহলে ইমিগ্রেশন কর্মকর্তারা বুঝবেন যে আপনার সব কিছু প্রস্তুত আছে এবং কাজটি সহজ করার জন্য আপনি তাদেরকে সাহায্য করছেন।
  • হাসি খুশি থাকুন এবং বন্ধুত্বপূর্ণ আচরণ বজায় রাখুন। এমনকি যদি আপনি নার্ভাস হন, আপনার ক্রিয়াকলাপের মধ্যে ভদ্রতা বজায় রাখুন।
  • অফিসার কি বলছেন আপনি যদি বুঝতে না পারেন, তাহলে সে বিষয়ে পরিষ্কার হওয়ার জন্য তাদেরকে জিজ্ঞাসা করতে পারেন।
আপনি বলতে পারেনঃ-
Could you please repeat that?
Or,
I'm sorry, I didn't understand.

(২) আপনাকে ক্যামেরার দিকে তাকাতে বলতে পারেঃ

ইমিগ্রেশন/অভিবাসন কর্মকর্তাঃ
“Please look into the camera.”
নিরাপত্তার জন্য ছবি তোলার জন্য অফিসার আপনাকে একটি ক্যামেরার মুখোমুখি হতে অনুরোধ করে। অনেক আন্তর্জাতিক বিমানবন্দরে আপনার পরিচয় যাচাই করার জন্য এটি একটি সাধারণ পদ্ধতি মাত্র। এই কাজ সম্পন্ন করার জন্য আপনি নিচের উপায়গুলো অনুসরণ করতে পারেনঃ
ইংরেজী শেখার সহজ উপায় - ইংরেজিতে কথা বলার সহজ উপায়
পড়ুন
  • আপনাকে সোজা হয়ে দাাঁড়াতে হবে, সানগ্লাস বা টুপি থাকলে সেগুলো খুলে সরাসরি ক্যামেরার দিকে তাকাতে হবে।
  • আপনার এক্সপ্রেশন স্বাভাবিক রাখুন।
  • গুরুত্বপূর্ণঃ হাসবেন না বা মুখ ভেংচি করবেন না; একদম সরল ও স্বাভবিক চেহারা বজায় রাখুন।
টিপসঃ
এই প্রক্রিয়া চলাকালীন সময়ে আরও স্বাচ্ছন্দ্য বোধ করার জন্য আপনার ভ্রমণের আগে একটি আয়নার দিকে তাকিয়ে অনুশীলন করতে পারেন।

(৩) ফিংগারপ্রিন্ট

ইমিগ্রেশন/অভিবাসন কর্মকর্তাঃ
Please place your thumb on the fingerprint reader.
আপনার পরিচয় যাচাই ও নিরাপত্তার স্বার্থে ইমিগ্রেশন কর্মকর্তা আপনার আঙ্গুলের বায়োমেট্রিক ছাপ নিতে পারেন। সে জন্য একটি ডিভাইসে আপনার থাম্ব/আঙ্গুল রাখতে বলবেন।
বায়োমেট্রিবের ধাপঃ
  • কর্মকর্তারা কোন থাম্ব/বৃদ্ধা আঙ্গুল ডিভাইসে রাখতে বলেছে তা মনোযোগ দিয়ে শুনুন; এটা ডান বা বাম হাতের হতে পারে।
  • আপনার বুড়ো আঙুলটি ধীরে কিন্তু শক্ত ভাবে ডিভাইসের উপর রাখুন।
  • গুরুত্বপূর্ণঃ ইমিগ্রেশন কর্মকর্তা না বলা পর্যন্ত আপনার হাত স্থির রাখুন।
টিপসঃ
এই কাজের জন্য আপনার হাত পরিষ্কার থাকতে হবে এবং হাতে কোন প্রকার লোশন বা অন্য কোন পদার্থ ব্যবহার কনা যাবেনা যাতে করে বায়োমেট্রিক ডিভাইসে ছাপ নিতে সমস্য হয়।

(৪) আপনার ভ্রমনের উদ্দেশ্য

ইমিগ্রেশন/অভিবাসন কর্মকর্তাঃ
What is the purpose of your visit?
ইমিগ্রেশন কর্মকর্তা যখন আপনাকে এই প্রশ্ন করবেন সে জন্য আপনাকে আপনার বিদেশ যাওয়ার কারণ সম্পর্কে পরিষ্কার এবং সংক্ষিপ্ত ভাবে জানাতে হবে।
এই প্রশ্নে উত্তর দেওয়ার কিছু সহজ উপায়ঃ
ব্যবসাঃ আপনার ভ্রমনটি যদি ব্যবসায়িক কারণে হয়, তাহলে সহজভাবে বলুন।
"I'm here for a business meeting" or "I'm attending a conference."
পর্যটনঃ আপনি যদি দর্শনীয় স্থান ভ্রমণের জন্য যান, "tourism" or "vacation" উল্লেখ করাই যথেষ্ট।
আপনি আরো বলতে পারেনঃ
"I'm here to explore the city" or "I'm on vacation visiting the major sites."
বন্ধু বা আত্মীয়দের সাথে দেখা করাঃ আপনি আপনার বন্ধু বা পরিবারকে দেখতে দেশে এসেছেন কিনা তা স্পষ্টভাবে বলুন। আপনি বলতে পারেনঃ
"I'm visiting my cousin" or "I'm staying with friends for a few weeks."
কাজের উদ্দেশ্য হলেঃ আপনি যদি কাজ করার উদ্দেশ্যে বিদেশে যান তাহলে আপনি যে কোম্পানি বা এজেন্সিতে কার করে সে সম্পর্কে বলুন। আপনি বলতে পারেনঃ
"I'm a worker or labour at (কোম্পানি/এজেন্সির নাম).
Or
"I work for (কোম্পানি/এজেন্সির নাম).
টিপসঃ
আপনার সফরের উদ্দেশ্য সম্পর্কে সৎ হন। কোন কিছু গোপন করবেন না। ইমিগ্রেশন কর্মকর্তা যতটুকু জানতে চাই ততটুকুই বলুন। অপ্রয়োজনীয় বিবরণ দেওয়া দেওয়া থেকে বিরত থাকুন।
ইংরেজি শেখার গুরুত্ব - ইংরেজি ভাষার উৎপত্তি
পড়ুন

(৫) আপনি যেখানে অবস্থান করবেন তার ঠিকানা

আপনি যেখাকে অবস্থান করবেন ইমিগ্রেশন কর্মকর্তা সেই জায়গার নির্দিষ্ট ঠিকানা বিস্তারিত জানতে চাইবেন। আপনার নিরাপত্তা এবং আপনি যে দেশে যাচ্ছেন তার নিরাপত্তার নিশ্চিত করার জন্য এগুলো জানা অপরিহার্য।
প্রশ্নঃ
"What is Your Address in .........?" (আপনি যেখাকে অবস্থান করবেন তার নাম)
এই প্রশ্নটি কীভাবে ম্যানেজ করবেনঃ
প্রস্তুতিঃ আপনি ঠিকানাটি লিখে রাখুন বা ডিজিটালভাবে সংরক্ষণ করুন।
ডিজিটাল কপিঃ আপনার ফোনে ঠিকানাটি সংরক্ষিত থাকলে, আপনি বিনয়ের সাথে ইমিগ্রেশন কর্মকর্তাকে দেখাতে পারেন।
আপনি বলতে পারেনঃ
"I have the address here on my phone. May I show you?"
হার্ড কপিঃ
যদি ঠিকানাটি আপনার কাছে কাগজে লিখা থাকে বা প্রিন্ট করা কপি থাকে তাহলে আপনি সেটি দেখাতে পারেন।
আপনি বলতে পারেনঃ
"I have the address written here. Here you go."
ঠিকানা ভুলে যাওয়াঃ
সঠিক ঠিকানাটি সহজে ভুলে যাওয়া বা মনে না থাকা সাধারণ ব্যাপার, বিশেষ করে দীর্ঘ ফ্লাইটের পরে।
এই ক্ষেত্রে, নিজে সৎ থাকা সর্বোত্তম।
এক্ষেত্রে আপনি বলতে পারেনঃ
"I'm sorry, I forgot to write it down. But I'm staying with a friend or at a known hotel chain."
অথবা, আপনার মনে আছে এমন কোন ঠিকানা বলে সহায়তা করতে পারেন।
টিপসঃ
এ সকল প্রশ্নের উত্তর দেওয়ার সময় স্বাভাবিক থাকুন এবং ইমিগ্রেশন কর্মকর্তাকে সহযোগিতা করুন।মনে রাখবেন, আপনি যে দেশে যাচ্ছেন এবং যেখানে অবস্থান করবেন সব কিছুরনিরাপত্তা নিশ্চিত করার জন্য এই প্রশ্নগুলো করা হয়। এই প্রক্রিয়াটিকে সহজ ভাবে সম্পন্ন করার জন্য নিজেকে প্রস্তুত রাখুন এবং সহযোগিতা করুন। আপনি যদি এই প্রশ্নগুলোর উত্তর না জানেন, তাহলে যতটা সম্ভব তথ্য প্রদান করুন।

(৬) বিদেশে কতদিন থাকবেন সে সম্পর্কেঃ

প্রশ্নঃ
"How Long Do You Plan to Stay?" ("আপনি কত সময় থাকার পরিকল্পনা করছেন?")
"How Long Do You Plan to Stay?"
এই প্রশ্নটি করার মাধ্যমে, কাস্টমস বা ইমিগ্রেশন অফিসার আপনার সফরের উদ্দেশ্য এবং সময়কাল নিশ্চিত করতে চাইছেন। এই সময় স্পষ্ট এবং সুনির্দিষ্ট ভবে প্রশ্নের উত্তর দেওয়া গুরুত্বপূর্ণ।
মা ও ছেলের মধ্যে কথোপোকথন
পড়ুন
নির্দিষ্টতা বজায়ঃ
বিদেশে আপনি কত দিন থাকবেন ( দিন, সপ্তাহ বা মাস) তার সঠিক সংখ্যা সর্বদা উল্লেখ করুন।
আপনি বলতে পারেনঃ
"I will be staying for two weeks/2 months(আপনি যতদিন থাকবেন।)."
প্রস্থানের তারিখ উল্লেখ করুনঃ
আপনার যদি রিটার্ন টিকিট থাকে, তাহলে আপনি বলতে পারেন;
"I am leaving on the 10th of October."
এর মাধ্যমে তারা বুঝবে যে আপনার ভ্রমনের জন্য সঠিক পরিকল্পনা রয়েছে।
রিটার্ন টিকেট নিশ্চিতকরণঃ
আপনার রিটার্ন টিকিটের প্রমাণ থাকা গুরুত্বপূর্ণ। তাহলে বলুন,
"I have a return ticket booked for the 10th of October."
এর সাথে আপনি অপনার টিকেটটি দেখাতে পারেন।
আরও কিছু প্রশ্নের উত্তর দিতে হতে পারেঃ
ফলো-আপ প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত থাকুন।
প্রশ্নঃ
“Whether you've booked a ticket to another country after your stay.”
এক্ষেত্রে আপনি বলতে পারেন-
"Yes, I have my next flight booked to Paris on the 11th of October."
টিপসঃ
আপনার ভ্রমণপথের একটি প্রিন্ট করা কপি বা ডিজিটাল কপি সবসময় সাথে রাখুন। রিটার্ন টিকিটথাকলে সেটিও সাথে রাখুন। এ সকল প্রমান পত্র, আপনার বিদেশে অবস্থান করার সময় এবং আপনার ভ্রমণ পরিকল্পনা সম্পর্কে যেকোনো সন্দেহ দ্রুত দূর করতে সাহায্য করবে।

(৭) আপনার পেশা সম্পর্কে প্রশ্ন করতে পারেঃ

একজন ইমিগ্রেশন অফিসার যখন জিজ্ঞেস করেন,
প্রশ্নঃ
"What is Your Profession?" (আপনি কি করেন/ আপনার পেশা কি?)
আপনি যদি কোন কাজ না করেন তবে তারা আপনার বর্তমান কর্মসংস্থানের অবস্থা বা প্রধান কর্ম বা বর্তমানে আপনি যা করছেন তা সম্পর্কে জানতে চায়বে।
এই প্রশ্নেরে উত্তরে আপনি বলতে পারেনঃ
সততার সাথে সরাসরি বলুনঃ
শুধু আপনার বর্তমান কাজের টাইটেল বা প্রধান কার্যকলাপ বর্ণনা করুন। যেমন-
"I am a software developer."
আপনি যদি কোন কাজ না করে থাকেন তাহলে বলুন-(যা আপনার ভ্রমনের উদ্দেশ্যে সাথে ম্যাচ করে)
"I am currently looking for employment.”
ছাত্রদের তাদের অবস্থা উল্লেখ করা উচিতঃ
আপনি যদি ছাত্র হন তাহলে বলতে পারেন-
"I am a student studying biology at the University of XYZ."
এটি আপনার উদ্দেশ্য এবং থাকার মেয়াদ সম্পর্কে স্পষ্টতা প্রদান করে।
পেশার সাথে সম্পর্কিত হলে উদ্দেশ্যটি উল্লেখ করুনঃ
আপনার বিদেশ ভ্রমন আপনার পেশার সাথে সম্পর্কিত হলে, সংক্ষেপে তা উল্লেখ করুন। যেমন-
"I am attending a medical conference."
সংক্ষিপ্ততা বজায় রাখুনঃ
আরও তথ্যের জন্য জিজ্ঞাসা না করা পর্যন্ত অতিরিক্ত ও বিশদভাবে বর্ণনা করার দরকার নেই। প্রয়োজনে আপনার চাকরির টাইটেল এবং আপনি যে সেক্টরে কাজ করেন সেটুকুই বলুন।
টিপসঃ
আপনার উত্তরগুলো আত্মবিশ্বাসী এবং সহজবোধ্য করার জন্য অনুশীলন করুন। মনে রাখবেন, আপনার লক্ষ্য হল আপনার ভ্রমণের উদ্দশ্য আপনার পেশা, ব্যাকগ্রাউন্ড বা ছাত্র অবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ রাখা যেন কোন বিভ্রান্তি বা সন্দেহ সৃষ্টি না করে।

(৮) যে দেশে যাচ্ছেন সেখানে পরিচিত কেউ আপছে কিনাঃ

প্রশ্নঃ
"Do you have any other acquaintances in the..................?" (যে দেশে যাচ্ছেন তার নাম)
আপনি যে দেশে যাচ্ছে সে দেশের কারো সাথে আপনার সামাজিক যোগাযোগ আছে কিনা তা জানার জন্য এই প্রশ্ন করা হয়। এর উত্তরে আপনি বলতে পারেন-
যদি পরিচিত কেই না থাকেঃ
"No," "Nope," or "I don't."
যদি পরিচিত কেই থাকেঃ
"Yes, I have a friend in Florida." (যে দেশে যাচ্ছেন তার নাম)
টিপসঃ
আপনার উত্তর গুলো যেন ভিসার সাথে সামঞ্জস্যপূর্ণ হয় সেদিকে খেয়াল রাখবেন।

(৯) আপনি বিদেশে কাজ করতে চান কিনাঃ

প্রশ্নঃ
"Do you Plan to Work During your Stay?"
আপনার বিদেশ যাওয়ার সময় কাজের বিষয়ে প্রশ্নের উত্তর কীভাবে দেওয়া যায় তা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আপনি যদি ট্যুরিস্ট ভিসায় যান এবং সেখানে আপনার কাজ করার পরিকল্পনা না থাকে তাহলে বলুন-
"No, I do not plan to work."
আপনার বিদেশ গমন যদি ব্যবসায়িক ভ্রমণ হয় তাহলে বলুন-
"My visit includes attending meetings and a conference."
টিপসঃ
আপনি যে ধরনের ভিসার জন্য আবেদন করছেন তার সাথে সামঞ্জস্যপূর্ণ যেকোন কর্ম-সম্পর্কিত কার্যকলাপ সম্পর্কে আপনার ব্যাখ্যা নিশ্চিত করুন।

মতামত

আপনার ভিসার সাথে কি কি কাগজ পত্র লাগবে তা বার বার চেক করুন এবং ভিসা বা অন্যান্য ফি সংক্রান্ত অর্থ প্রদানের জন্য প্রয়োজনীয় কারেন্সি বা মুদ্রা সংজ্ঞে রাখুন। সঠিক এবং আপডেট তথ্য পাওয়ার জন্য আপনার ভ্রমণের আগে স্থানীয় দূতাবাস বা কনস্যুলেটের সাথে যোগাযোগ রাখুন। মনে রাখবেন, আপনার গন্তব্য দেশের আইন ও প্রবিধানগুলোর পুঙ্খানুপুঙ্খ প্রস্তুতি এবং বোঝার মাধ্যমে আপনার ভ্রমন ভালো হতে পারে। আপনার প্রয়োজনীয় কাগজ পত্র গুলো সংগঠিত রাখুন, ইমিগ্রেশন অফিসারদের প্রতি শ্রদ্ধাশীল হোন এবং অপ্রত্যাশিত পরিস্থিতির সম্মুখীন হলেও ইতিবাচক মনোভাব বজায় রাখুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

Timeline Treasures নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url