Phrasal Verb কাকে বলে-Phrasal Verbs এর পরিচিতি ও ব্যবহার
আধুনিক ইংরেজিতে Phrasal Verb-এর ব্যবহার অত্যন্ত ব্যাপক। তাই ইংরেজি ভাষা
বুঝতে এবং মানসম্মতভাবে বলতে বা লিখতে Phrasal Verb সম্বন্ধে সম্যক ধারণা থাকা
প্রত্যেক শিক্ষার্থীর জন্য অত্যন্ত জরুরী।
সূচিপত্রঃ- Phrasal Verb কাকে বলে-Phrasal Verbs এর পরিচিতি ও ব্যবহার
- Phrasal Verb কাকে বলে
- Phrasal Verb-এর পরিচিতি, বৈশিষ্ট্য ও ব্যবহার
Phrasal Verb কাকে বলে
Phrasal verb হচ্ছে এমন একটি নির্দিষ্ট শব্দগুচ্ছ যার প্রথম অংশে থাকবে একটি
Verb এবং দ্বিতীয় অংশে থাকবে একটি Adverb কিংবা একটি Preposition। অথবা, একটি
Adverb এবং একটি Preposition থাকবে।
[A Phrasal Verb is a fixed expression with two parts. It consists of a
verb followed by an adverb or a preposition, or both an adverb and a
preposition.]
যেমন-
Verb + Adverb = Look out.
Verb + Preposition = Look for.
Verb + Adverb + preposition = Look down on.
তবে, কোন Expression-এ Verb এর পরে Adverb কিংবা Preposition থাকলেই তাকে
কিন্তু Phrasal Verb বলা যাবে না।
[A Phrasal verb has its own speical meaning and this meaning is entirely
different from the meanings of its individual words.]
Phrasal Verb-এর পরিচিতি, বৈশিষ্ট্য ও ব্যবহার
অর্থাৎ, প্রত্যেকটা Phrasal verb বিশেষ একটা অর্থ প্রকাশ করে এবং এই অর্থ উক্ত
Phrasal verb-এর অন্তর্গত প্রত্যেকটা শব্দের নিজস্ব সাধারণ অর্থ থেকে সম্পূর্ণ
আলাদা। উদাহরণ দিয়ে বিষয়টা পরিষ্কার করা যাক।
- I ran across the field.
- She ran into the room.
এখানে "ran across" এবং "ran into" expression দু'টি Phrasal verb নয়, কারণ
Verb এবং Preposition-এর Combination এখানে বিশেষ কোন অর্থ বহন করে না। এই
Expression দু'টির শব্দগুলো তাদের নিজস্ব সাধারণ অর্থই প্রকাশ করছে। যেমন-
"run"-কে এখানে দৌড়ানো অর্থেই ব্যবহার করা হয়েছে এবং "across" (= একদিক থেকে
অন্য দিকে) ও "into" (= ভিতরে) Preposition দু'টিও তাদের স্বাভাবিক অর্থে
ব্যবহৃত হয়েছে। কিন্তু এই একই Expression যখন অন্য কোন বাক্যে বিশেষ অর্থে
ব্যবহৃত হয় তখন তাকে আমরা Phrasal Verb বলতে পারবো। যেমন,
- I ran across my old friend.
- She ran into some problems.
এখানে ব্যবহৃত Verb এবং Preposition গুলো তাদের নিজস্ব অর্থ বিসর্জন দিয়ে
সম্পূর্ণ ভিন্ন একটা অর্থ গড়ে তুলেছে। প্রথম বাক্যটির বিশেষ অর্থ হচ্ছে, “আমার
পুরনো বন্ধুর সঙ্গে আমার দেখা হয়েছিল।” এবং দ্বিতীয় বাক্যটির অর্থ হচ্ছে “সে
কিছু সমস্যায় পড়েছিল।” এবং এই অর্থের সঙ্গে শব্দগুলোর নিজস্ব অর্থের কোন
সম্পর্ক নেই। এটাই হচ্ছে Phrasal Verb এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য। অর্থাৎ Phrasal
Verb এর অন্তর্গত প্রত্যেকটা শব্দ তাদের নিজস্ব অর্থ হারিয়ে পরস্পরের সঙ্গে
একটা অবিচ্ছেদ্য সম্পর্ক গড়ে তোলে এবং যুগ্মভাবে তারা সম্পূর্ণ ভিন্ন একটা অর্থ
প্রকাশ করে।
হাইড্রোজেন এবং অক্সিজেন দু'টি গ্যাস এবং এদের নিজস্ব একটা ধর্ম আছে। কিন্তু
এদেরকে যখন নির্দিষ্ট রাসায়নিক ফর্মুলায় একত্রে মিশানো হয় তখন তারা পানি উৎপন্ন
করে। পানি একটা যৌগিক পদার্থ যার ধর্ম আলাদাভাবে হাইড্রোজেন এবং অক্সিজেনের
ধর্ম থেকে সম্পূর্ণ ভিন্ন। অর্থাৎ হাইড্রোজেন এবং অক্সিজেনকে যখন একত্রিত করা
হয় তখন তারা নিজস্ব গুণাবলী হারিয়ে ফেলে এবং সম্পূর্ণ নতুন একটা পদার্থ গঠন
করে। Phrasal Verb এর ব্যাপারটিও অনেকটা এরকমই। Verb-এর সঙ্গে Adverb কিংবা
Preposition যুক্ত হয়ে যখন সম্পূর্ণ ভিন্ন ধর্মের একটা শব্দগুচ্ছ তৈরি হয় তখনই
তাকে Phrasal Verb নামে অভিহিত করা হয়। পানি যেমন যৌগিক পদার্থ তেমনই Phrasal
Verb কেও আমরা Compound Verb বলতে পারি।
Phrasal Verb-এর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, একই Verb-এর সঙ্গে ভিন্ন ভিন্ন adverb
কিংবা Preposition যুক্ত করে আমরা ভিন্ন ভিন্ন অর্থের শব্দগুচ্ছ তৈরি করতে
পারি। যেমন, Turn up (= উপস্থিত হওয়া), Turn off (= বন্ধ করা), Turn down (=
প্রত্যাখান করা) ইত্যাদি। শুধু তাই নয়, অনেক সময় একই Expression প্রসঙ্গান্তরে
ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে থাকে। যেমন, ‘Turn down’ expression টির অর্থ
"প্রত্যাখান করা" ও হতে পারে আবার “কোন কিছুর মাত্রা কমানো” ও হতে পারে। যে কোন
সাধারণ Verb-এর মত Phrasal verb Intransitive কিংবা Transitive হিসেবে ব্যবহৃত
হতে পারে। যেমন-
Intransitive: The guests have not yet turned up.
Transitive: Please turn up the gas.
তবে Phrasal Verb-এর ক্ষেত্রে Transitive Phrase এর Object সব সময় পরে বসে না।
Object কোন কোন সময় Phrasal Verb-এর দুই অংশের মাঝখানেও বসে। যেমন-
- Please turn the gas up.
Phrasal Verb কে আমরা Idiom-এর সাথেও তুলনা করতে পারি। কারণ আমরা জানি, Idiom-ও
এক ধরণের Fixed Phrase বা Expression যা কিনা একটা বিশেষ অর্থ প্রকাশ করে এবং
একটা গোটা Idiom-এর সামগ্রিক অর্থ তার অন্তর্গত শব্দগুলোর নিজস্ব অর্থ থেকে
ভিন্ন। যেমন, "kick the bucket" হচ্ছে একটা Idiom যার অর্থ হচ্ছে “die বা মারা
যাওয়া” কিন্তু এই বিশেষ অর্থের সঙ্গে "kick" কিংবা "bucket"-এর নিজস্ব অর্থের
কোন সম্পর্ক নেই। এদিক থেকে Idiom এবং Phrasal Verb-এর মধ্যে কোন পার্থক্য নেই।
পার্থক্য শুধু গঠনগত। সাধারণভাবে Idiom নামে অভিহিত Phrase গুলোর কোন
সুনির্দিষ্ট Structural Pattern নেই। পক্ষান্তরে, Phrasal Verb-এর একটা
সুনির্দিষ্ট Structural Pattern আছে এবং তা হলো-
- Verb + adverb and / or Preposition.
এজন্যই Phrasal Verb-কে অনেক সময় Two-part verb বলা হয়।
Timeline Treasures নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url