Linking Verb কাকে বলে-Linking Verb কত প্রকার ও কি কি
Linking Verbs বাক্যের অর্থকে সম্পন্ন করার জন্য Sentence-এর subject কে
Adjective, Noun, or Pronoun এর সাথে যুক্ত করে।
সূচিপত্রঃ- Linking Verb কাকে বলে-Linking Verb কত প্রকার ও কি কি
Linking Verb কাকে বলে
Linking Verbs-এর প্রকারভেদ
Linking Verb কাকে বলে
Linking Verbs হচ্ছে সংযোগ স্থাপনকারী ক্রিয়া। Linking Verb গুলো কোন
Action বা কাজ নির্দেশ করে না। অর্থাৎ যেসব Verb কোন কার্য নির্দেশ না করে তার
Subject এর সাথে Predicate এর সম্পর্ক স্থাপন করে তাদেরকে Linking Verb বলে।
যেমনঃ to be verbs (am, is, are, was, were, shall be, will be, have been, has
been, had been, can be, may be), become, appear, seem ইত্যাদি হচ্ছে সবচেয়ে
Common Linking Verbs এর উদাহরণ।
Examples:He is a thief.
Mr. John is president.
She seemed nervous.
Note: উপরের বাক্য গুলোতে “is ও seem ” হলো Linking Verbs।
Remember: একটি Adjective যখন Linking Verb-এর পরে বসে তখন তাকে predicate
adjective বলে। Adjective-টি Subject কে বিশেষায়ীত করে। একটি Noun যখন Linking
Verb-এর পরে বসে তখন তাকে predicate Nominative বলে। Noun-টি Subject কে নির্দেশ
করে।
Linking Verbs-এর প্রকারভেদ || Types of Liking Verbs
Linking verb গুলোকে নিম্নলিখিতভাবে ভাগ করা যায়। যেমন:(a) Common Linking Verbs:
Am | Had been | Will be | Would be |
Is | Can be | Shall have been | Become |
Are | Could be | Will have been | Appear |
Was | May be | Have been | Seem |
Were | Might be | Has been | |
Shall be | Should be |
He is a doctor.
You should be a teacher.
He has become a judge.
Jony appeared Happy.
Note: উপরের বাক্যগুলোতে “is, should be, become ও appeared”
হলো Linking Verbs।
(b) Sensory Liking Verb:
Sensory linking verb গুলো শুধুমাত্র তখনই Linking verb হিসেবে ব্যবহৃত হয় যখন
sentence এ কোন action উল্লেখ থাকে না। যেমন: Feel. Look, Smell, Sound, Taste
ইত্যাদি।
Examples:Honey lastes sweet.
The sun felt hot.
The cake looked delicious.
Note: Sensory Linking verb গুলো মাঝে মাঝে Action Verb হিসেবেও ব্যবহৃত হতে পারে।
Examples:
Jony tasted the delicious cake.
He smelled the sweet flower.
I looked at the window.
উপরিউক্ত Sentence গুলোতে “taste, smell, look” ইত্যাদি Linking Verb নয়। এখানে
এগুলো Action Verb হিসেবে ব্যবহৃত হয়েছে। কারণ Verb গুলো যথাক্রমে 'the
delicious. "the sweet flower,' 'at the window' ইত্যাদিকে Direct Object রূপে
গ্রহণ করেছে।
Note: to be verbs, become এবং seem সর্বদাই Linking Verb হিসেবে
ব্যবহৃত হয়।
Examples:
She grows prettier everyday.
The test proved too difficult for most of the students in the Class.
He remains the generous man.
The room stays cool for short period.
(c) Less Common Linking Verb:
Grow, Remain, Prove, StayExamples:
She grows prettier everyday.
The test proved too difficult for most of the students in the Class.
He remains the generous man.
The room stays cool for short period.
Note: উপরের বাক্যগুলোতে “grows, test, remain ও stay”
হলো Less Common Linking Verbs।
Timeline Treasures নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url