ফ্রি ওয়েবসাইট তৈরি করার সেরা প্লাটফর্ম
ফ্রি ওয়েবসাইট তৈরি করার জন্য অনেক প্লাটফর্ম রয়েছে। সকল প্লাটফর্ম গুলোতেই ফ্রি
এবং পেইড এর সুবিধাও রয়েছে। আপনি যদি আপনার ব্যবসাকে দ্রুত সময়ে মানুষের কাছে
পৌঁছাতে চান বা মানুষ আপনাকে সহজে অনলাইনে খুঁজে পাবে, তাহলে আপনার একটি
ওয়েবসাইট থাকতে হবে।
কিন্তু ব্যক্তিগত পোর্টফোলিও এবং বেশিরভাগ ছোট ব্যবসা বা প্রতিষ্ঠানের পক্ষে একজন
দক্ষ ডেভেলপার নিয়োগ দেওয়ার সম্ভব হয় না। অনলাইনে বিনামূল্যে ওয়েবসাইট তৈরি
করার বেশ কিছু প্লাটফর্ম বা টুলস আছে। এই প্লাটফর্ম গুলোর সাহায্যে আপনি খুব
সহজেই বিনামূল্যে একটি ওয়েবসাইট তৈরি করতে পারেন।
সূচিপত্রঃ- ফ্রি ওয়েবসাইট তৈরি করার সেরা প্লাটফর্ম
অনলাইন প্লাটফর্ম বা টুলস ব্যবহারের সুবিধা
এ সকল প্লাটফর্ম বা টুলস এর মাধ্যমে ওয়েবসাইট তৈরি করার জন্য আপনাকে কোডিং (HTML,
CSS, Java Script) জানার প্রয়োজন নেই। ড্র্যাগ এন্ড ড্রপ এর মাধ্যমে সহজেই তৈরি
করতে পারেন অপনার পছন্দমত ওয়েবসাইট। এছাড়াও এই প্লাটফর্ম বা টুলস গুলোতে AI
সুবিধা থাকার কারণে খুব দ্রুত একটি পূর্নাঙ্গ ওয়েবসাইট তৈরি করা যায়। প্লাটফর্ম
বা টুলস বা ওয়েবসাইট বিল্ডার্স গুলো থেকে সকল সুবিধা পেতে হলে আপনাকে পেইড প্লান
গুলো কিনতে হবে। কিন্তু দুর্ভাগ্যবশত পেইড প্লান ক্রয় করার জন্য, সবার পক্ষে এই
পরিমান বাজেট থাকেনা। তাহলে কিভাবে একটি ভাল ফ্রি ওয়েবসাইট তৈরি করতে পারেন সেই
সকল বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এই পোষ্টে।
ফ্রি ওয়েবসাইট বিল্ডার গুলোকে সেরা কেন?
ফ্রি ওয়েবসাইট তৈরি করার সেরা প্লাটফর্ম অনেক রয়েছে, সেগুলোর মধ্যে কোন বিষয়
গুলো একটি অন্যটির থেকে আলাদা করে? website builders গুলো কাস্টমার রিভিউ,
মার্কেটিং ম্যাটেরিয়াল্স পর্যালোচনা করে ব্যবহারকারীরা পছন্দ করে এমন ফ্রি
ওয়েবসাইট তৈরি করার সেরা প্লাটফর্ম গুলো এই পোষ্টে আলোচনা করা হয়েছে। যে
ওয়েবসাইট বিল্ডার বা প্লাটফর্ম গুলো আপনাকে তাদের হোস্টিং কিনতে উদ্বুদ্ধ করে
(যেমন, Bluehost, Hostinger, GoDaddy) সে ওয়েবসাইট বিল্ডার বা প্লাটফর্ম গুলোকে
বাদ দেওয়া হয়েছে। কারণ তারা প্রযুক্তিগতভাবে ফ্রি নয়। যে ওয়েবসাইট বিল্ডার বা
প্লাটফর্ম গুলো ব্যবহার করা খুব কঠিন এবং ফ্রি প্লান অফার করেনি সেগুলোও বাদ
দেওয়া হয়েছে।
ইন্টারনেট কাকে বলে, কত প্রকার ও কি কি
পড়ুন
সুন্দর, কার্যকরী টেমপ্লেটঃ
আপনার ওয়েবসাইটি অবশ্যই সুন্দর, আকর্ষনীয় হতে হবে। ওয়েবসাইটটি যেন ৮০, ৯০ এর দশকে
তৈরি এমন না দেখায়।
ব্যবহার করতে সহজঃ
ফ্রি ওয়েবসাইট তৈরি করার প্লাটফর্ম গুলো কি ব্যবহার করা সহজ, নাকি একটি ফর্ম যোগ
করার জন্য আপনাকে জুনিয়র ডেভেলপার হতে হবে? অধিকাংশ ব্যবহারকারীদের জন্য
অপেক্ষাকৃত সহজ হবে সেই ওয়েবসাইট বিল্ডার্স গুলো এই তালিকায় অন্তর্ভুক্ত করা
হয়েছে।
কাস্টমাইজেশনঃ
বর্তমানে সবাই এক পৃষ্ঠার ওয়েবসাইট চাই না। এই ওয়েবসাইট বিল্ডার্স গুলোতে ওয়েব
পেইজ কাস্টমাইজ করা অনেক সহজ, প্রচুর প্রি-বিল্ড টেমপ্লেট রয়েছে। এছাড়াও
ড্র্যাগ-এন্ড-ড্রপ বৈশিষ্ট্য অফার করে এবং স্টাইল করা, কালার সেট এবং অন্যান্য
উপাদানগুলো সেট করা খুব সহজ।
এসইও টুলসঃ
শুধু ওয়েবসাইট তৈরি করলেই হবেনা, আপনার সাইটটিকে গুগল সার্চ ইঞ্জিনেও র্যাঙ্ক
করাতে হবে।আমরা দেখেছি ওয়েবসাইট বিল্ডার্স গুলো এসইও টুলস প্রদান করে কিনা, পেইজে
টাইটেল, মেটা ডেসক্রিপশন দেয়া যায় কিনা, Alt ট্যাগ যোগ করা এবং একটি সাইট ম্যাপ
আপলোড করা যায় কিনা।
ফ্রি প্লানের মূল্যঃ
ফ্রি প্ল্যানটি কি আসলেই ফ্রি, নাকি কোন ফাংশন পরিবর্তনের সময় ওয়েবসাইট বিল্ডার্স
গুলো আপগ্রেড করতে বলে? সত্যিকার অর্থেই যে ওয়েবসাইট বিল্ডার্স গুলো ফ্রি সেগুলোই
এখানে আলোচনা করা হয়েছে। তবে, এমন কিছু ফিচার আছে যেগুলো ব্যবহার করতে হলে আপনাকে
আপগ্রেড করতে হবে। তবে একটি ওয়েবসাইট ফ্রিতে শুরু করার জন্য যে ফিচার গুলো
প্রয়োজন সেগুলো ফ্রিতে সরবারহ করে।
ডোমেনঃ
বেশির ভাগ ফ্রি ওয়েবসাইট বিল্ডার্স গুলো ফ্রিতে অদ্ভুত ডোমেইন প্রদান করে থাকে
—যেমন- (azaharmedia.hubspotpagebuilder.com)। কিন্তু আপনি একটি কাস্টম ডোমেন
কিনে এ্যাড করতে পারবেন।
ফ্রি ওয়েবসাইট তৈরি করার সেরা প্লাটফর্ম
Google Sites (গুগল সাইট)
Google Sites হলো ফ্রি ওয়েবসাইট তৈরি করার অন্যতম সেরা প্লাটফর্ম। Google Sites
গুগলেরই একটি পণ্য। Google Sites একটি বেসিক ওয়েবসাইট বিল্ডার। Google Sites এ
কাস্টমাইজেশন অপশন সিমিত এবং এসইও টুল নেই। আপনি যদি একজন বিগিনার/শিক্ষানবিস হয়ে
থাকেন এবং গুগল সার্চ ইঞ্জিনের ফলাফল না হলেও চলবে তাহলে আপনি এটি ব্যবহার করতে
পারেন। ওয়েবসাইট তৈরি শুরু করার জন্য আপনি রেডিমেড টেমপ্লেট সিলেক্ট করতে পারেন
অথবা একটি blank canvas নিয়েও করতে পারেন। এর পর পছন্দমত থিম সিলেক্ট করে আপনি
আপনার পছন্দমত (style, color, and fonts) সেট করতে পারেন। কিংবা নিজেও তৈরি করতে
পারেন।
ক্লাউড কম্পিউটিং কত প্রকার ও কি কি- ক্লাউড কম্পিউটিং এর সুবিধা ও অসুবিধা
পড়ুন
আপনি যদি Standard Theme সিলেক্ট করেন তাহলে সব কিছু এডিট করতে পারবেন না।
উদাহরণস্বরূপ, আপনি যদি একটি বাটন এর কালার পরিবর্তন করতে চান তবে আপনাকে থিমের
কালার পরিবর্তন করতে হবে, যা অন্যান্য কালার সেটিংস ও পরিবর্তন হয়ে যেতে পারে।
এক্ষেত্রে আপনি বাটনের সাইজ পরিবর্তন করতে পারবেন না। প্লাটফর্ম কতৃক যে সাইজ
দেওয় আছে সেটিই রাখতে হবে। আপনি যদি এই সীমাবদ্ধতাগুলোকে না চান তাহলে আপনাকে
একটি কাস্টম থিম তৈরি করতে হবে। গুগল সাইট ব্যবহার করা খুব সহজ। গুগল সাইট
আনেকাংশে গুগল ডক ব্যবহারের মতই। আপনি আপনার সাইট পাবলিশ করার আগেই সবকিছু আপনার
Google ড্রাইভে সেভ হয়ে যায় এবং আপনি এটি আপনার সহযোগীদের সাথে শেয়ার করতে পারেন।
গুগল সাইটের বৈশিষ্ট্যঃ
- Google Sites মূল্যঃ এটি 100% ফ্রি; কোনো পেইড প্লান নেই।
- কাস্টমাইজেশন অপশনঃ সীমিত। আপনার সাইটের জন্য ১২ টি টেমপ্লেট এবং ৬ টি থিম রয়েছে। ওয়েবসাইট সম্পর্কে যাদের কোন অভিজ্ঞতা নেই তাদের জন্য এটি বেস্ট।
গুগল সাইটের সুবিধা ও অসুবিধা
সুবিধা | অসুবিধা |
---|---|
ব্যবহার করা সহজ (যেমন- Google ডক্স) | কোন এসইও টুল নেই। |
Collaboration করাও সহজ। |
Wix (ফ্রি ফিচার সহ সেরা ওয়েবসাইট বিল্ডার)
Wix বাজারে সবচেয়ে জনপ্রিয় ড্র্যাগ-এন্ড-ড্রপ ওয়েবসাইট বিল্ডার্স গুলোর মধ্যে
একটি। আপনি যদি কয়েকটি ফিচার সহ একটি সহজ ওয়েবসাইট তৈরি করতে চান তাহলে Wix
আপনার জন্য বেষ্ট।
Wix এর বৈশিষ্ট্যঃ
সম্পূর্ণ ড্র্যাগ-এন্ড-ড্রপ ফিচারঃ Wix এর ড্র্যাগ-এন্ড-ড্রপ ফিচারের জন্য
বেশ জনপ্রিয়। আপনি যেকোন উইজেট ড্র্যাগ-এন্ড-ড্রপ করে পেজ এ যেকোন জায়গায় রাখতে
পারেন।
ফ্রি অ্যাপসঃ আপনার ওয়েবসাইটের কার্যকারীতা বৃদ্ধির জন্য Wix অ্যাপ
মার্কেটে অনেক ফ্রি অ্যাপস রয়েছে এমন কি অ্যাপস তৃতীয় পক্ষের পরিষেবাগুলোর সাথে
এটিকে একীভূত করা আছে। কিন্ত,সকল অ্যাপস ফ্রি নয়। আপনাকে ব্যক্তিগতভাবে কিছু
অ্যাপস কিনতে হবে।
কাস্টমাইজেশন অপশনঃ খুব সহজে কাস্টমাইজ করা যায়। আপনি ফর্ম, একটি ব্লগ,
ইকমার্স ফিচার যুক্ত করতে পারেন এবং এমনকি কাস্টম ভিডিও তৈরি করতে পারেন।
মার্কেটিং টুলসঃ Wix-এ আপনি SEO টুলস, ইমেল মার্কেটিং, একটি সোশ্যাল পোস্ট
ডিজাইনার টুলস গুলো ফ্রি।
অ্যাডভান্সড অ্যানালাইটিক্স, সাইট বুস্টার, অ্যাড ফ্রি বিজ্ঞাপন সুবিধা পেতে
হলে আপনাকে পেইড প্লানে আপগ্রেড করতে হবে।
সাইবার ক্রাইম কি-সাইবার ক্রাইমের ধরণ
পড়ুন
ব্লগিং টুলসঃ Wix ব্লগটি প্রযুক্তিগতভাবে "অ্যাপস" এর মধ্যে একটি এবং এটি
ফ্যি। ব্লগিং এর জন্য এটি মোটেও খারাপ নয়। ড্র্যাগ-এন্ড-ড্রপ ফিচারের মাধ্যমে
আপনি সহজেই আকর্ষনীয়, কাস্টম-ডিজাইন করা ব্লগ পোস্ট তৈরি করতে পারেন।
অন্যান্যঃ
- Wix বিনামূল্যের বিভিন্ন ফিচার সহ একটি সেরা প্লাটফর্ম।
- ৯০০+ ডিজাইন করা ও সম্পূর্ণরূপে কাস্টমাইজযোগ্য টেমপ্লেট।
- AI এ্যাসিসটেন্ট সহ ড্র্যাগ-এন্ড-ড্রপ এডিটর।
- সম্পূর্ণ SEO সেটআপ চেকলিস্ট ফ্রি।
- ফ্রি সাইট URL: username.wixsite.com/sitename
- ৫০০ এমবি ফ্রি স্টোরেজ।
- আপগ্রেড করার মুল্যঃ 17$-159$ per month (2 Collaborators, 2 GB Storage Space, Light Marketing Suite, Free domain for 1 year)
Wix এর সুবিধা ও অসুবিধাঃ
সুবিধা | অসুবিধা |
---|---|
ফ্রি প্ল্যানওে প্রচুর ফিচার রয়েছে | ফ্রি প্ল্যানে অ্যাড রয়েছে। |
২৫০ টির ও বেশি ফ্রি অ্যাপ। | কন্টেন্ট পাবলিশের পর টেমপ্লেট পরিবর্তন করা যাবে না। |
বেশি ট্রাফিক লাভের জন্য ফ্রি SEO wizard। | সবচেয়ে কম আপগ্রেডের খরচ। $17/month |
Webador (ওয়েবসাইট তৈরির ফাস্টেস্ট টুলস)
আপনি যদি দ্রুত ও সহজে ওয়েবসাইট তৈরি করতে চান তাহলে Webador আপনার জন্য ভালো হতে
পারে। আপনার ডিজাইনের অভিজ্ঞতা না থাকলেও, আপনি Webador-এর মাধ্যমে ২০ মিনিটেরও
কম সময়ে একটি পেশাদার-সুদর্শন ওয়েবসাইট তৈরি করতে পারেন। সুন্দর ও আকর্ষনীয়
ওয়েবসাইট তৈরির জন্য বিনামূল্যে অনেক টুলস পাবেন।
Webador এরবৈশিষ্ট্যঃ
- ৫০+ সহজে এবং সাজানো লে-আউট যুক্ত টেমপ্লেট।
- ২০ মিনিটের মধ্যে একটি ওয়েবসাইট তৈরি করা সম্ভব।
- মিডিয়া শেয়ারিং, রেটিং, ফর্ম এবং আরও অনেক কিছুর জন্য ফ্রি উইজেট।
- এসইও টুল ব্যবহার করা সহজ।
Webador সুবিধা ও অসুবিধাঃ
সুবিধা | অসুবিধা |
---|---|
ফ্রি আনলিমিটেড ওয়েবসাইট স্টোরেজ। | ফ্রি প্ল্যানে কোনো কাস্টম ডোমেইন বা ই-কমার্স টুল নেই। |
জ্ঞানের ভিত্তি ওয়েব-ডিজাইনের মৌলিক বিষয়। | Wix-এর তুলনায় ডিজাইন ফিচার সীমিত। |
অন্যান্যঃ |
সমস্ত টেমপ্লেট কি ফ্রি?:হ্যাঁ।
ফ্রি সাইট URL:example.webador.com
আপগ্রেড খরচঃ$5.00 (আপনার নিজের ডোমেন নাম)
Timeline Treasures নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url