কপিরাইট নীতি
Timeline Treasures সৃষ্টিশীল লেখার
স্বত্ত্বাধিকারকে সম্মান ও গুরুত্ব প্রদান করে। আপনি যদি Timeline Treasures
প্রকাশিত কনটেন্ট অন্যত্র প্রকাশ বা শেয়ার করতে চান তবে নিম্নে বর্ণীত নিয়মগুলো
অবশ্যই মানতে হবে। অন্যথায় Timeline Treasures অথবা স্বয়ং লেখক আপনাকে কপিরাইট
নীতিমালা লঙ্ঘন করার অভিযোগে জাতীয় এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী প্রয়োজনীয়
ব্যবস্থা গ্রহণের অধিকার রাখে।
মেধা সম্পদের অধিকারঃ
- Timeline Treasures ওয়েবসাইটে প্রকাশিত সকল কনটেন্ট এর স্বত্বাধিকারী শুধুমাত্র স্ব স্ব লেখক অথবা একমাত্র Timeline Treasures।
- Timeline Treasures ওয়েবসাইটে প্রকাশিত কোন কনটেন্ট, লেখা, ছবি, ডোমেন নাম, লোগো, ট্রেডমার্ক, অডিও, ভিডিও এবং Timeline Treasures এর সঙ্গে সম্পর্কিত মেধা স্বত্ব ও ব্র্যান্ডের অন্যান্য বৈশিষ্ট্যসমুহ Timeline Treasures ব্যতীত অন্য কেউ হুবহু কপি, আংশিক বা সম্পূর্ণ পরিমার্জন করে বাণিজ্যিক বা অবাণিজ্যিক কোন উদ্দেশ্যেই অন্যত্র প্রকাশ বা শেয়ার করতে পারবেন না অথবা এর অধিকার দাবি করতে পারবেন না।
- Timeline Treasures ওয়েবসাইটে প্রকাশিত কোন কনটেন্ট হুবহু কপি বা নকল করে অন্যত্র প্রকাশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। ব্যবহারকারী সত্ত্ব বা মেধাসম্পদ লংঘন করলে তার বিরুদ্ধে Timeline Treasures আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবে।
- Timeline Treasures লেখকের সাথে কোনো ধরণের অর্থনৈতিক সম্পর্ক বা চুক্তিবদ্ধ নয়। লেখা পড়ে লেখক কে সম্মানী দিতে চাইলে নিজ দায়িত্বে লেখকের সাথে যোগাযোগ করতে হবে।
- সোশ্যাল সাইটে লেখা শেয়ার করতে চাইলে Timeline Treasures ওয়েবসাইটের লিংক সহ শেয়ার করতে পারবেন।
- Timeline Treasures ওয়েবসাইটে প্রকাশিত লেখা লেখকের অনুরোধ সাপেক্ষে যেকোন সময় মুছে ফেলা বা পরিমার্জন করা হবে।
- Timeline Treasures ওয়েবসাইটে প্রকাশিত কোনো লেখা যদি আপনার বা আপনার পরিচিতের হয়ে থাকে এবং আপনি তা মুছে ফেলতে চান তাহলে উর্পযুক্ত প্রমাণ সহ আমাদের সাথে “যোগাযোগ” করুন।
Timeline Treasures নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url